ETV Bharat / state

CESC লাইনে কাজ করতে গিয়ে উত্তরপাড়ায় আকস্মিক মৃত্যু ঠিকা শ্রমিকের - উত্তরপাড়ায় আকস্মিক মৃত্যু ঠিকা শ্রমিকের

উত্তরপাড়ায় CESC লাইনে কাজ করতে গিয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের৷ ঘটনায় উত্তজনা ছড়াল শ্রমিকদের মধ্যে৷ তাঁরা সংস্থার কাছে ক্ষতিপূরণের দাবি জানায় আজ৷ ক্ষতিপূরণ না দিলে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখানো হবে বলে হুঁশিয়ারি দেয় শ্রমিকরা৷ যদিও মৃত্যুুর কারণ এখনও জানা যায়নি৷

CESC worker suddenly died
উত্তরপাড়া
author img

By

Published : Jun 1, 2020, 10:26 PM IST

উত্তরপাড়া, 1 জুন: মাটির নিচে নেমে CESC-র লাইনে কাজ করার সময় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায় ৷ অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় ওই ঠিকা শ্রমিক মৃত৷ ঠিক কী কারণে মৃত্যু হয়েছে শ্রমিকের তা এখনও জানা যায়নি৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ এদিকে, এই ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন অন্য ঠিকা শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম অম্বিকা রাজবংশী (45)। তাঁর বাড়ি কলকাতার তারাতলা এলাকায়। বোস ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারি সংস্থার হয়ে কাজ করতেন তিনি। আমফানের তাণ্ডবের পর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে দিনরাত কাজ চলছে CESC-র। সেই কাজে রয়েছেন CESC-র সহযোগী সংস্থা বোস ইঞ্জিনিয়ারিংয়ের ঠিকা শ্রমিকরাও৷ সেভাবেই আজ উত্তরপাড়া থানার সামনে মাটির খুঁড়ে CESC লাইনে কাজ চলছিল৷ যেখানে আকস্মিক মৃত্যু হয় অম্বিকা রাজবংশী নামের এক শ্রমিকের৷ অন্য শ্রমিকরাই তাঁকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যায়৷ যদিও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে৷ মৃত্যুর কারণ পরিষ্কার নয়৷ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷

এদিকে, মৃত্যুর খবর পেয়ে ঠিকা শ্রমিকের আত্মীয় ও প্রতিবেশীরা ঘটনাস্থানে হাজির হন। তাঁরা ক্ষতিপূরণের দাবি জানান। মৃতের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেন অন্য ঠিকা শ্রমিকরাও৷ ঠিকাদার সংস্থা ক্ষতিপূরণ দিতে অস্বীকার করছে এই অভিযোগে আজ বিক্ষোভ দেখান শ্রমিকরা। হুঁশিয়ারি দেন, ক্ষতিপূরণ না দিলে মৃতদেহ নিয়ে সংস্থার অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো হবে৷

এক ঠিকা শ্রমিক সুদীপকুমার রায় বলেন, "আম্বিকার পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে কম্পানিকে। না হলে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে ঠিকাদার সংস্থার অফিস টালিগঞ্জে গিয়ে বিক্ষোভ দেখাব আমরা।"

উত্তরপাড়া, 1 জুন: মাটির নিচে নেমে CESC-র লাইনে কাজ করার সময় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায় ৷ অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় ওই ঠিকা শ্রমিক মৃত৷ ঠিক কী কারণে মৃত্যু হয়েছে শ্রমিকের তা এখনও জানা যায়নি৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ এদিকে, এই ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন অন্য ঠিকা শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম অম্বিকা রাজবংশী (45)। তাঁর বাড়ি কলকাতার তারাতলা এলাকায়। বোস ইঞ্জিনিয়ারিং নামের একটি ঠিকাদারি সংস্থার হয়ে কাজ করতেন তিনি। আমফানের তাণ্ডবের পর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে দিনরাত কাজ চলছে CESC-র। সেই কাজে রয়েছেন CESC-র সহযোগী সংস্থা বোস ইঞ্জিনিয়ারিংয়ের ঠিকা শ্রমিকরাও৷ সেভাবেই আজ উত্তরপাড়া থানার সামনে মাটির খুঁড়ে CESC লাইনে কাজ চলছিল৷ যেখানে আকস্মিক মৃত্যু হয় অম্বিকা রাজবংশী নামের এক শ্রমিকের৷ অন্য শ্রমিকরাই তাঁকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যায়৷ যদিও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে৷ মৃত্যুর কারণ পরিষ্কার নয়৷ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷

এদিকে, মৃত্যুর খবর পেয়ে ঠিকা শ্রমিকের আত্মীয় ও প্রতিবেশীরা ঘটনাস্থানে হাজির হন। তাঁরা ক্ষতিপূরণের দাবি জানান। মৃতের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেন অন্য ঠিকা শ্রমিকরাও৷ ঠিকাদার সংস্থা ক্ষতিপূরণ দিতে অস্বীকার করছে এই অভিযোগে আজ বিক্ষোভ দেখান শ্রমিকরা। হুঁশিয়ারি দেন, ক্ষতিপূরণ না দিলে মৃতদেহ নিয়ে সংস্থার অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো হবে৷

এক ঠিকা শ্রমিক সুদীপকুমার রায় বলেন, "আম্বিকার পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে কম্পানিকে। না হলে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে ঠিকাদার সংস্থার অফিস টালিগঞ্জে গিয়ে বিক্ষোভ দেখাব আমরা।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.