ETV Bharat / state

Women Agitation: বেহাল রাস্তার প্রতিবাদে মহিলাদের বিক্ষোভ - Women Agitation

প্রায় দশ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা রিষড়া বামুনারীর । একটু বৃষ্টিতে জল জমে যায় । খানা খন্দে ভর্তি গোটা রাস্তাটা। ছাত্রছাত্রী থেকে পথচলতি মানুষ পড়ে হামেশাই দুর্ঘটনা ঘটে । রিষড়া পঞ্চায়েত এলাকায় দুটি স্কুল রয়েছে । বহুবার বলা সত্ত্বেও কোনও সংস্কার হয়নি । বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভ মহিলাদের রিষড়া পঞ্চায়েতে (Women Agitation) ৷

Women Agitation News
বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভ মহিলাদের রিষড়া পঞ্চায়েতে
author img

By

Published : Aug 9, 2022, 8:42 PM IST

রিষড়া, 9 অগস্ট: রাস্তা সংস্কারের দাবিতে ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভ (Women Agitation)। প্রায় দশ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা রিষড়া বামুনারীর । একটু বৃষ্টিতে জল জমে যায় । খানা খন্দে ভর্তি গোটা রাস্তাটা । ছাত্রছাত্রী থেকে পথচলতি মানুষ হামেশাই পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে । রিষড়া পঞ্চায়েত এলাকায় দু'টি স্কুল রয়েছে । বহুবার বলা সত্ত্বেও কোনও সংস্কার হয়নি । তাই গ্রামের মহিলারা রিষড়া গ্রাম পঞ্চায়েতের ভিতরে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান । এর আগেও গত 8 জুলাই বেহাল রাস্তার কথা জানানো হয়েছিল প্রধানকে ৷ একমাস সময় নিলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি ৷

অন্যান্য পঞ্চায়েতে যখন বেশি ভাগ ঢালাই রাস্তা হয়েছে । এই গ্রামের মানুষ রাস্তার জন্য সমস্যায় পড়ছেন । গ্রামবাসীদের অভিযোগ, সব জায়গায় রাস্তা হলেও এখানে হচ্ছে না। তবে পঞ্চায়েতের দাবি, এটি জেলাপরিষদের রাস্তা হওয়ার কারণে দেরি হচ্ছে । তবে শীঘ্রই এই রাস্তা শুরু হবে ।

বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভ মহিলাদের রিষড়া পঞ্চায়েতে

আরও পড়ুন: রানাঘাটে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ মহিলাদের

রিষড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য গৌতম চক্রবর্তী বলেন, "আড়াই কিলোমিটার রাস্তার জন্য এক কোটি 75 লক্ষ টাকার অনুমোদন হয়েছে । টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে । কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিরোধীরা এই বিক্ষোভ দেখাচ্ছে । পঞ্চায়েতের কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে

রিষড়া পঞ্চায়েতের প্রধান রিতা দাস জানান, যে রাস্তা নিয়ে আন্দোলন হচ্ছে সেটি রিষড়া পঞ্চায়েতের অধীনে নয়, সেটি জেলা পরিষদের অধীনে । যারা আন্দোলন করছেন তাঁরা 15 দিন আগে জানিয়েছিলেন । সেই মতো আমরা জেলা পরিষদের প্রতিনিধি-সহ প্রশাসনিক আধিকারিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, পুজোর আগে এই রাস্তা জেলা পরিষদ থেকে টেন্ডার করে রাস্তা তৈরি করে দেওয়া হবে । প্রতিশ্রুতি দেওয়ার পরেও তারা বারবার পঞ্চায়েতে এসে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করছেন । এইভাবে অফিস চালানো যায় না ।

রিষড়া, 9 অগস্ট: রাস্তা সংস্কারের দাবিতে ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভ (Women Agitation)। প্রায় দশ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা রিষড়া বামুনারীর । একটু বৃষ্টিতে জল জমে যায় । খানা খন্দে ভর্তি গোটা রাস্তাটা । ছাত্রছাত্রী থেকে পথচলতি মানুষ হামেশাই পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে । রিষড়া পঞ্চায়েত এলাকায় দু'টি স্কুল রয়েছে । বহুবার বলা সত্ত্বেও কোনও সংস্কার হয়নি । তাই গ্রামের মহিলারা রিষড়া গ্রাম পঞ্চায়েতের ভিতরে প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান । এর আগেও গত 8 জুলাই বেহাল রাস্তার কথা জানানো হয়েছিল প্রধানকে ৷ একমাস সময় নিলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি ৷

অন্যান্য পঞ্চায়েতে যখন বেশি ভাগ ঢালাই রাস্তা হয়েছে । এই গ্রামের মানুষ রাস্তার জন্য সমস্যায় পড়ছেন । গ্রামবাসীদের অভিযোগ, সব জায়গায় রাস্তা হলেও এখানে হচ্ছে না। তবে পঞ্চায়েতের দাবি, এটি জেলাপরিষদের রাস্তা হওয়ার কারণে দেরি হচ্ছে । তবে শীঘ্রই এই রাস্তা শুরু হবে ।

বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভ মহিলাদের রিষড়া পঞ্চায়েতে

আরও পড়ুন: রানাঘাটে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ মহিলাদের

রিষড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য গৌতম চক্রবর্তী বলেন, "আড়াই কিলোমিটার রাস্তার জন্য এক কোটি 75 লক্ষ টাকার অনুমোদন হয়েছে । টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে । কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিরোধীরা এই বিক্ষোভ দেখাচ্ছে । পঞ্চায়েতের কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে

রিষড়া পঞ্চায়েতের প্রধান রিতা দাস জানান, যে রাস্তা নিয়ে আন্দোলন হচ্ছে সেটি রিষড়া পঞ্চায়েতের অধীনে নয়, সেটি জেলা পরিষদের অধীনে । যারা আন্দোলন করছেন তাঁরা 15 দিন আগে জানিয়েছিলেন । সেই মতো আমরা জেলা পরিষদের প্রতিনিধি-সহ প্রশাসনিক আধিকারিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, পুজোর আগে এই রাস্তা জেলা পরিষদ থেকে টেন্ডার করে রাস্তা তৈরি করে দেওয়া হবে । প্রতিশ্রুতি দেওয়ার পরেও তারা বারবার পঞ্চায়েতে এসে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করছেন । এইভাবে অফিস চালানো যায় না ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.