হুগলি, 28 ফেব্রুয়ারি : নবান্ন থেকে নির্বাচনী সেল সরানোর দাবি শুভেন্দু অধিকারীর ৷ কারণ নির্বাচনী সেল নবান্নে থাকলে সমগ্র নির্বাচন প্রক্রিয়া দলীয়করণ হয়ে যাবে বলে অভিযোগ করেছেন তিনি ৷ হুগলির ডানকুনিতে বিজেপির যোগদান মেলায় গিয়ে এমনটাই দাবি করলেন শুভেন্দু ৷
গতকালই নবান্নে নির্বাচন কমিশনের তরফে বিধানসভা ভোটের নির্বাচনী সেল নবান্নে খোলার কথা জানানো হয়েছিল ৷ সেই ঘোষণারই এদিন বিরোধিতা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, মুখ্য় সচিবের নেতৃত্বে নির্বাচনী সেল নবান্নে থাকলে, পুরো ভোট প্রক্রিয়াটাই রাজ্যের শাসক দলের হয়ে পরিচালনা করা হবে ৷ তাঁর এই দাবিতে বাকি বিরোধী রাজনৈতিক দলগুলিও সহমত পোষণ করবে বলে মনে করেন তিনি ৷
শুভেন্দু অধিকারীর অভিযোগ নবান্ন একটা প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে ৷ যার মালিক মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োুপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর এই অফিসটাকে নিয়ন্ত্রণ করে ভোট কুশলী প্রশান্ত কিশোর ৷ আর নবান্নে নির্বাচনী সেল থাকলে, তার নিয়ন্ত্রণ করবে প্রশান্ত কিশোর নিজে ৷ এমনকি বিডিও এবং ডিএম-দের প্রভাবিত করতে পারেন বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ৷
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর অফিসে তালা দেওয়ার আর্জি শুভেন্দুর
অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, ‘‘আগে 7 দফায় নির্বাচন হয়েছিল ৷ আর তাতেই ভয়ে কাঁপছেন উনি ৷ আর এখন 8 দফায় খেলা হবে ৷ আর সেই খেলায় জিতে বিজেপি ক্ষমতায় আসবে ৷’’ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে সিবিআই-র জেরা করা নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷