সাহাগঞ্জ, 17 ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সরগরম হুগলি । 22 ফেব্রুয়ারি সাহাগঞ্জের ডানলপ মাঠে নরেন্দ্র মোদির সভা । আর 24 ফেব্রুয়ারি একই মাঠে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা । দুই দলের নেতা ও কর্মীরা মাঠ পরিদর্শনে আসেন একই সঙ্গে । দুই দিক থেকে স্লোগান ওঠে... জয় শ্রী রাম... জয় বাংলা । তৃণমূল হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব, মন্ত্রী তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, বিধায়ক অসিত মজুমদার কয়েক'শো তৃণমূল কর্মীকে নিয়ে মাঠ পরিদর্শন করেন । অন্য দিকে বিজেপির তরফে লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা পরিদর্শনে আসেন । সেই সঙ্গে ডানলপে মাঠের পাশেই জঙ্গল পরিষ্কার করে নরেন্দ্র মোদির হেলিপ্যাডের বানানোর কাজও শুরু হয়েছে । সভামঞ্চ তৈরিরও প্রস্তুতি চলছে ।
পুলিশ প্রশাসনের তরফে নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে । রাজ্য পুলিশ, রেল পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সমস্ত দিক দেখছে । দীর্ঘক্ষণ চলে তার প্রস্তুতি । গতকাল এসপিজি মাঠ দেখে যায় । আজও চন্দননগর কমিশনারটের ডিসি তথাগত বসু, এসিপি পলাশ ঢালি আসেন ।
নরেন্দ্র মোদির সভা প্রসঙ্গে দিলীপ যাদব বলেন, "বিজেপি নেতারা বাংলার মানুষের কোনও উপকার করেনি । বাংলার সংস্কৃতি নষ্ট করেছে । বাংলার অর্থনীতিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছেন । সবরকমভাবে বিরোধিতা করেছেন ।"
আরও পড়ুন : খেলা হবে... চন্দ্রকোনায় দেওয়ালের দখল নিতে ময়দানে তৃণমূল
বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়সহ রাজ্য ও জেলা নেতৃত্ব মাঠ পরিদর্শন করেন । লকেট বলেন, "এত ভয় কেন প্রধানমন্ত্রীকে । যে প্রধানমন্ত্রীর সভার 48 ঘণ্টার মধ্যে সভা করতে হচ্ছে । হুগলি লোকসভা হেরেছেন, এবারে একটা সিটও পাবে না । পশ্চিমবঙ্গরের মুখ্যমন্ত্রী নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মনে করেন । আবার মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসছেন । মোদিজিকে তিনি অনুসরণ করছেন । তাঁর কর্মীরাও বিজেপিকে অনুসরণ করবে ।"
মাঠের পাশের গাছ তৃণমূলের পতাকায় ভরে ছিল । কয়েকদিন ধরে বিজেপি নেতৃত্বের বিচরন ছিল যে মাঠে, সেই মাঠেই আজ থেকে তৃণমূলেরও বিচরন শুরু হল । আর স্লোগান উঠল খেলা হবে ।