ETV Bharat / state

অন্য জগৎ থেকে রাজনীতিতে যোগদানকে স্বাগত লকেটের

বিগত কয়েকদিনে অভিনয়, ক্রীড়া ও অন্য জগৎ থেকে রাজনীতিতে যোগ দিয়েছেন অনেকেই ৷ কেউ পদ্ম বা কেউ জোড়াফুল অঙ্কিত পতাকা হাতে তুলে নিয়েছেন ৷ বিষয়টাকে ইতিবাচক চোখেই দেখছেন লকেট চট্টোপাধ্যায় ৷ তাঁর মতে, রাজ্যের পরিস্থিতি খারাপ ৷ তাই রাজ্যের ভালোর জন্য নিজেদের রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী সেলিব্রিটিরা বিভিন্ন শিবিরে যোগ দিচ্ছেন ৷ পাশাপাশি প্রার্থী যেই হোক না কেন মানুষ যাতে স্বাধীনভাবে, বিনা বাধায় ভোট দিতে পারেন সেই আহ্বান জানিয়েছেন ৷

Locket Chatterjee
লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Mar 5, 2021, 4:13 PM IST

Updated : Mar 5, 2021, 5:20 PM IST

চুঁচুড়া, 5 মার্চ : বিধানসভা ভোটের দামামা বেজে গেছে ৷ একের পর এক টলিতারকা ও ক্রীড়া-ব্যক্তিত্ব যোগ দিয়েছেন শাসক ও গেরুয়া শিবিরে ৷ কিন্তু কেন ?

আরও পড়ুন : একুশের নবান্ন দখলের লড়াইয়ে আসরে একাধিক রূপোলি সেনা

একসময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন এখন পদ্মশিবিরের অন্যতম সক্রিয় মুখ লকেট চট্টোপাধ্যায়ের মতে, " বাংলার অবস্থা খারাপ ৷ তাই বাংলার ভালোর জন্য অভিনয় জগৎ থেকে অনেকেই রাজনীতিতে আসছেন ৷ নিজেদের মতাদর্শ অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলে শামিল হচ্ছেন ৷"

আরও পড়ুন : কথা রেখে নন্দীগ্রামে চললেন মমতা

মার্চের 7 তারিখ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ৷ জনসভাকে সামনে রেখে চুঁচুড়ার 2 নম্বর কাপাসডাঙা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে আজ জনসম্পর্ক অভিযান করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন । প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার জন্য আহ্বান জানান ৷

বিভিন্ন জগৎ থেকে রাজনীতিতে আসা সেলিব্রিটিদের স্বাগত জানালেন লকেট চট্টোপাধ্যায়

জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে অশান্তি প্রসঙ্গে বলেন, "বিজেপি পরিবর্তনের পরিবর্তন চায় ৷ কিন্তু তৃণমূল মানুষের ভালো চায় না ৷ তাই শাসক শিবিরের কর্মী-সমর্থকরা পরিবর্তন যাত্রায় বাধা দিচ্ছে ৷

একই দিনে একাধিক দলের প্রার্থী তালিকা প্রকাশ প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, " বিষয়টি অবশ্যই চ্যালেঞ্জিং ৷" পাশপাশি তাঁর বক্তব্য, "আমরা চাই, সুষ্ঠুভাবে নির্বাচন হোক ৷ মানুষ যেন বিনা বাধায় তাঁর মতামত ভোটবাক্সে দিতে পারেন ৷"

চুঁচুড়া, 5 মার্চ : বিধানসভা ভোটের দামামা বেজে গেছে ৷ একের পর এক টলিতারকা ও ক্রীড়া-ব্যক্তিত্ব যোগ দিয়েছেন শাসক ও গেরুয়া শিবিরে ৷ কিন্তু কেন ?

আরও পড়ুন : একুশের নবান্ন দখলের লড়াইয়ে আসরে একাধিক রূপোলি সেনা

একসময় অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন এখন পদ্মশিবিরের অন্যতম সক্রিয় মুখ লকেট চট্টোপাধ্যায়ের মতে, " বাংলার অবস্থা খারাপ ৷ তাই বাংলার ভালোর জন্য অভিনয় জগৎ থেকে অনেকেই রাজনীতিতে আসছেন ৷ নিজেদের মতাদর্শ অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলে শামিল হচ্ছেন ৷"

আরও পড়ুন : কথা রেখে নন্দীগ্রামে চললেন মমতা

মার্চের 7 তারিখ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ৷ জনসভাকে সামনে রেখে চুঁচুড়ার 2 নম্বর কাপাসডাঙা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে আজ জনসম্পর্ক অভিযান করেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন । প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার জন্য আহ্বান জানান ৷

বিভিন্ন জগৎ থেকে রাজনীতিতে আসা সেলিব্রিটিদের স্বাগত জানালেন লকেট চট্টোপাধ্যায়

জেলায় বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে অশান্তি প্রসঙ্গে বলেন, "বিজেপি পরিবর্তনের পরিবর্তন চায় ৷ কিন্তু তৃণমূল মানুষের ভালো চায় না ৷ তাই শাসক শিবিরের কর্মী-সমর্থকরা পরিবর্তন যাত্রায় বাধা দিচ্ছে ৷

একই দিনে একাধিক দলের প্রার্থী তালিকা প্রকাশ প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, " বিষয়টি অবশ্যই চ্যালেঞ্জিং ৷" পাশপাশি তাঁর বক্তব্য, "আমরা চাই, সুষ্ঠুভাবে নির্বাচন হোক ৷ মানুষ যেন বিনা বাধায় তাঁর মতামত ভোটবাক্সে দিতে পারেন ৷"

Last Updated : Mar 5, 2021, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.