ETV Bharat / state

লোক নেই, শ্রীরামপুরে বাতিল জেপি নাড্ডার সভা

author img

By

Published : Apr 5, 2021, 5:47 PM IST

লোক না হওয়ায় শ্রীরামপুরে বাতিল হল জেপি নাড্ডার সভা ৷ শ্রীরামপুরে স্টেডিয়াম মাঠে নির্বাচনী সভা করার কথা ছিল তাঁর ৷ সোমবার সকাল এগারোটা নাগাদ এই সভা হওয়ার কথা ছিল ৷

জে পি নাড্ডা ৷
জে পি নাড্ডা ৷

শ্রীরামপুর, 5 এপ্রিল: সোমবার শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্বাচনী সভা করার কথা ছিল । কিন্তু লোক না হওয়ায় সভা বাতিল করা হল ৷

জানা গিয়েছে, প্রাথমিকভাবে সভা শুরু হওয়ায় সময় দেওয়া হয়েছিল এদিন সকাল সাড়ে এগারোটায় । পরে বিজেপির শ্রীরামপুর মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, সভা শুরু হবে এক ঘণ্টা পর অর্থাৎ বারোটায় । মাঠে ছাউনি টাঙিয়ে প্রচুর চেয়ার পাতা হয় বিজেপি কর্মী-সমর্থকদের জন্য । সভা শুরু হওয়ার সময় হয়ে গেলেও হাতে গোনা কিছু লোক সভাস্থলে হাজির হন ৷ এরপর দুপুর একটা নাগাদ বিজেপি নেতৃত্ব জানিয়ে দেয়, সাংগঠনিক কাজ পড়ে যাওয়ায় নাড্ডার সভা বাতিল করা হয়েছে । এরপরই যে ক'জন লোক ছিলেন তাঁরাও সভাস্থল ছেড়ে চলে যান ৷ পরে ভার্চুয়াল সভার কথা ছিল ৷ কিন্তু সেটাও বাতিল হয় ।

এই ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস ৷ শাসকদলের তরফে গেরুয়া শিবিরকে খোঁচা দেওয়া হয়েছে, বিজেপি টাকা দিয়ে সভায় লোক আনছে । তাই লোক হচ্ছে না সভায় ।

এদিকে লোক হয়নি বলে সভা বাতিল করা হয়েছে একথা আবার স্বীকার করতে রাজি হয়নি বিজেপি নেতৃত্ব । শ্রীরামপুর সাংগঠনিক জেলার অবজার্ভার অনিল বিশ্বাস জানান, জেপি নাড্ডার হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেননি । এদিন চুঁচুড়া-সহ আরও একটি জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতির দু'টি কর্মসূচি করার কথা ছিল ৷ সেই কর্মসূচিতে যোগ দিয়ে শ্রীরামপুরে আসবেন বলে জানিয়েছিলেন তিনি । কিন্তু হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি থাকায় এবং ওই দুই সভায় দেরি হয়ে যাওয়ায় এখানে সময় সংক্রান্ত অনুমতি নিয়ে সমস্যা দেখা দেয় ৷ তাই শ্রীরামপুরে সভা হতে পারল না ৷ অন্য একদিন শ্রীরামপুরের এই মাঠেই সভা করবেন বলে জানিয়েছেন নাড্ডা।

শ্রীরামপুরের তৃণমূল নেতা সন্তোষ সিং বলেন, "বিজেপি সভায় লোক হবে না । বিজেপি টাকা দিয়ে লোক আনছে সভায় । মানুষ বুঝে গিয়েছেন, তাই আর আসছেন না ৷"

শ্রীরামপুর, 5 এপ্রিল: সোমবার শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্বাচনী সভা করার কথা ছিল । কিন্তু লোক না হওয়ায় সভা বাতিল করা হল ৷

জানা গিয়েছে, প্রাথমিকভাবে সভা শুরু হওয়ায় সময় দেওয়া হয়েছিল এদিন সকাল সাড়ে এগারোটায় । পরে বিজেপির শ্রীরামপুর মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, সভা শুরু হবে এক ঘণ্টা পর অর্থাৎ বারোটায় । মাঠে ছাউনি টাঙিয়ে প্রচুর চেয়ার পাতা হয় বিজেপি কর্মী-সমর্থকদের জন্য । সভা শুরু হওয়ার সময় হয়ে গেলেও হাতে গোনা কিছু লোক সভাস্থলে হাজির হন ৷ এরপর দুপুর একটা নাগাদ বিজেপি নেতৃত্ব জানিয়ে দেয়, সাংগঠনিক কাজ পড়ে যাওয়ায় নাড্ডার সভা বাতিল করা হয়েছে । এরপরই যে ক'জন লোক ছিলেন তাঁরাও সভাস্থল ছেড়ে চলে যান ৷ পরে ভার্চুয়াল সভার কথা ছিল ৷ কিন্তু সেটাও বাতিল হয় ।

এই ঘটনা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস ৷ শাসকদলের তরফে গেরুয়া শিবিরকে খোঁচা দেওয়া হয়েছে, বিজেপি টাকা দিয়ে সভায় লোক আনছে । তাই লোক হচ্ছে না সভায় ।

এদিকে লোক হয়নি বলে সভা বাতিল করা হয়েছে একথা আবার স্বীকার করতে রাজি হয়নি বিজেপি নেতৃত্ব । শ্রীরামপুর সাংগঠনিক জেলার অবজার্ভার অনিল বিশ্বাস জানান, জেপি নাড্ডার হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেননি । এদিন চুঁচুড়া-সহ আরও একটি জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতির দু'টি কর্মসূচি করার কথা ছিল ৷ সেই কর্মসূচিতে যোগ দিয়ে শ্রীরামপুরে আসবেন বলে জানিয়েছিলেন তিনি । কিন্তু হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি থাকায় এবং ওই দুই সভায় দেরি হয়ে যাওয়ায় এখানে সময় সংক্রান্ত অনুমতি নিয়ে সমস্যা দেখা দেয় ৷ তাই শ্রীরামপুরে সভা হতে পারল না ৷ অন্য একদিন শ্রীরামপুরের এই মাঠেই সভা করবেন বলে জানিয়েছেন নাড্ডা।

শ্রীরামপুরের তৃণমূল নেতা সন্তোষ সিং বলেন, "বিজেপি সভায় লোক হবে না । বিজেপি টাকা দিয়ে লোক আনছে সভায় । মানুষ বুঝে গিয়েছেন, তাই আর আসছেন না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.