জাঙ্গিপাড়া, 19 মার্চ : মুখ্যমন্ত্রীর পায়ে চোট নিয়ে এতদিন সেভাবে পাল্টা আক্রমণে না গেলেও বৃহস্পতিবার আরামবাগের সভায় এ-বিষয়ে মমতাকে তুলোধনা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । তাঁর অভিযোগ, মানুষ যখন টাকা চুরির হিসাব চাইছেন, তখন উনি পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইলচেয়ারে বসে নাটক করছেন ।
আরও পড়ুন : প্রার্থী হয়েই দলের দায়িত্ব পালনে কৃষ্ণনগরে মুকুল
সুযোগ পেলে মমতাকে মানুষ গঙ্গায় ফেলে দেবেন বলেও হুমকি দেন তিনি । তৃণমূল সুপ্রিমোকে দিলীপবাবুর কটাক্ষ, "আগে নিজেকে বাঘিনী বলতেন । এখন বিড়ালের মতো হয়ে গিয়েছেন ।"
মহিলা বলে তাঁকে বেশি করে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে । মমতার এই অভিযোগকে খণ্ডন করে রাজ্য বিজেপির সভাপতি বলেন, "শুধুমাত্র মহিলা বলে আপনার পিছনে কেউ লাগেনি । আপনার অত্যাচার, দুর্নীতি ও অপশাসন তুলে ধরা হচ্ছে ।"
এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআইয়ের তলব প্রসঙ্গে মন্তব্য করতে ছাড়েননি দিলীপ ঘোষ । তাঁর কথায়, "চিঠি দিয়েছে সিবিআই, ভয় পেয়েছে দিদিভাই ।" আরামবাগের পর জাঙ্গিপাড়ার হাওড়া ব্রিজের সভাতেও একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন দিলীপ ঘোষ ।