ETV Bharat / state

Village Police Beats Wife : সিভিক ভলান্টিয়ার স্ত্রীকে বেধড়ক মারধর ভিলেজ পুলিশের - man beats wife in Dhaniyakhali

সিভিক ভলান্টিয়ার স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ভিলেজ পুলিশ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধনিয়াখালি থানার ভাণ্ডারহাটি 1 নং পঞ্চায়েত এলাকায় (Village Police Beats Wife in Dhaniyakhali) ।

husband is accused of beating his wife
স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
author img

By

Published : Apr 3, 2022, 8:36 AM IST

ধনিয়াখালি, 3 এপ্রিল : বাড়িতে তিন বছরের সন্তান, স্ত্রী থাকতেও অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ! এর প্রতিবাদ করায় স্ত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে ৷ আক্রান্ত মহিলা একজন সিভিক ভলান্টিয়ার ৷ হুগলি জেলার ধনিয়াখালির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ যদিও ওই ভিলেজ পুলিশ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ।

ধনিয়াখালি থানার ভাণ্ডারহাটি 1 নং পঞ্চায়েত এলাকার পলিয়ান পাড়ার বাসিন্দা চুমকি পাল । বছর সাতেক আগে তাঁর বিয়ে হয় ঘোষ পাড়ার তন্ময় ঘোষের সঙ্গে ৷ দু'জনেই ধনিয়াখালি থানায় কর্মরত । তাঁদের তিন বছরের একটি সন্তানও রয়েছে । চুমকি পালের অভিযোগ, একাধিক কারণে বিগত কয়েক বছর ধরে দু'জনের মধ্যে অশান্তি লেগেই থাকত ৷ এর পাশাপাশি কয়েক মাস ধরে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তন্ময়ের ৷ সে কারণেই তাঁর উপর মানসিক এবং শারীরিক নির্যাতনের মাত্রা বাড়াতে থাকে । শনিবার রাতে অশান্তি চরমে পৌঁছলে স্ত্রীকে বেধড়ক মারধর করেন তন্ময় । স্ত্রীর অভিযোগ, তন্ময় স্থানীয় তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ হওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছেন ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে চুমকিকে মারধরের সময় তাঁর বাবা-মা বাড়িতে গেলে তাঁদেরকেও মারধর করে তন্ময়ের আত্মীয়রা । তাঁদের রাতেই ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷ যদিও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । চুমকি জানিয়েছেন, পুলিশ মেডিক্য়াল রিপোর্ট নিয়ে থানায় লিখিত অভিযোগ করতে বলেছে ৷ গত সাত বছর ধরে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি এখন বিচার চান ।

ধনিয়াখালিতে স্ত্রীকে বেধড়ক মারধর

আরও পড়ুন : Sasan Bombing : রাতভর দুষ্কৃতীদের বোমাবাজিতে তপ্ত শাসন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

অভিযুক্ত ভিলেজ পুলিশ তন্ময় ঘোষ অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন ৷ উল্টে স্ত্রীর বিরুদ্ধেই মারধরের অভিযোগ করেন তিনি ৷ বলেন, "বিয়ের পর থেকেই অশান্তি করে ৷ গতকাল রাতে আমাকেই মারধর করেছে চুমকি । এখন বাড়ি থেকে পালিয়ে গিয়ে মিথ্যা অপবাদ রটাচ্ছে ।" শাসক দলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও অস্বীকার করেন ওই ভিলেজ পুলিশ । এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা রতন চন্দ্র মল্লিক বলেন, "এটা পুরােপুরি পারিবারিক ব্যাপার ৷ এর সঙ্গে কোনও রাজনীতির সম্পর্ক নেই ।" পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।

ধনিয়াখালি, 3 এপ্রিল : বাড়িতে তিন বছরের সন্তান, স্ত্রী থাকতেও অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ! এর প্রতিবাদ করায় স্ত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে ৷ আক্রান্ত মহিলা একজন সিভিক ভলান্টিয়ার ৷ হুগলি জেলার ধনিয়াখালির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ যদিও ওই ভিলেজ পুলিশ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ।

ধনিয়াখালি থানার ভাণ্ডারহাটি 1 নং পঞ্চায়েত এলাকার পলিয়ান পাড়ার বাসিন্দা চুমকি পাল । বছর সাতেক আগে তাঁর বিয়ে হয় ঘোষ পাড়ার তন্ময় ঘোষের সঙ্গে ৷ দু'জনেই ধনিয়াখালি থানায় কর্মরত । তাঁদের তিন বছরের একটি সন্তানও রয়েছে । চুমকি পালের অভিযোগ, একাধিক কারণে বিগত কয়েক বছর ধরে দু'জনের মধ্যে অশান্তি লেগেই থাকত ৷ এর পাশাপাশি কয়েক মাস ধরে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তন্ময়ের ৷ সে কারণেই তাঁর উপর মানসিক এবং শারীরিক নির্যাতনের মাত্রা বাড়াতে থাকে । শনিবার রাতে অশান্তি চরমে পৌঁছলে স্ত্রীকে বেধড়ক মারধর করেন তন্ময় । স্ত্রীর অভিযোগ, তন্ময় স্থানীয় তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ হওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছেন ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে চুমকিকে মারধরের সময় তাঁর বাবা-মা বাড়িতে গেলে তাঁদেরকেও মারধর করে তন্ময়ের আত্মীয়রা । তাঁদের রাতেই ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷ যদিও প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । চুমকি জানিয়েছেন, পুলিশ মেডিক্য়াল রিপোর্ট নিয়ে থানায় লিখিত অভিযোগ করতে বলেছে ৷ গত সাত বছর ধরে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি এখন বিচার চান ।

ধনিয়াখালিতে স্ত্রীকে বেধড়ক মারধর

আরও পড়ুন : Sasan Bombing : রাতভর দুষ্কৃতীদের বোমাবাজিতে তপ্ত শাসন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

অভিযুক্ত ভিলেজ পুলিশ তন্ময় ঘোষ অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন ৷ উল্টে স্ত্রীর বিরুদ্ধেই মারধরের অভিযোগ করেন তিনি ৷ বলেন, "বিয়ের পর থেকেই অশান্তি করে ৷ গতকাল রাতে আমাকেই মারধর করেছে চুমকি । এখন বাড়ি থেকে পালিয়ে গিয়ে মিথ্যা অপবাদ রটাচ্ছে ।" শাসক দলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও অস্বীকার করেন ওই ভিলেজ পুলিশ । এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা রতন চন্দ্র মল্লিক বলেন, "এটা পুরােপুরি পারিবারিক ব্যাপার ৷ এর সঙ্গে কোনও রাজনীতির সম্পর্ক নেই ।" পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.