ETV Bharat / state

খানাকুলে যুবতির অস্বাভাবিক মৃত্যু, স্বামীকে গণপিটুনি - husband killed wife at khanakul

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ । মৃতার পরিবারের দাবি, দোষীর উপযুক্ত শাস্তি হোক । অপরদিকে সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মৃতার স্বামী ।

স্ত্রী কে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
স্ত্রী কে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
author img

By

Published : Jan 10, 2021, 2:13 PM IST

খানাকুল, 10 জানুয়ারি : এক যুবতির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আজ সকালে চাঞ্চল্য ছড়ায় খানাকুলের হানুয়া গ্রামে । মৃতার পরিবারের অভিযোগ, স্বামী তাঁকে খুন করেছে । মৃতার নাম টুসি রাউত(28) ।

মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা টুসির স্বামী সুশীল রাউতকে আটকে রাখে । তাকে মারধর করা হয় । পরে খানাকুল থানার পুলিশ এসে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভরতি করে । মৃতের পরিবার সুশীলের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে আরামবাগ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দশেক আগে হানুয়া গ্রামের বাসিন্দা সুশীলের সঙ্গে বিয়ে হয় মাড়োখানা গ্রামের বাসিন্দা টুসির । টুসি সুশীলের দ্বিতীয় স্ত্রী । দম্পতির এক ছেলে, এক মেয়ে রয়েছে । আরও জানা গেছে, সুশীল ভিন রাজ্যে সোনার কাজ করতেন । বর্তমানে লকডাউনের জন্য বাড়িতেই ছিলেন । সুশীলের প্রথম স্ত্রী 10 বছর আগেই মারা যান । তাঁরও মৃত্যু হয় অস্বাভাবিকভাবেই ।

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ । দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, ধৃত স্বামী

অভিযোগ, সুশীল ফের তৃতীয় বার অপর এক যুবতিকে বিয়ে করেন । এই কথা জানাজানি হতেই সংসারে অশান্তি শুরু হয় । এরপরই আজ সকালে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় । প্রথমে প্রতিবেশীরা টুসির ঝুলন্ত দেহ দেখতে পান । পরে সুশীলকে আটকে রাখে এবং টুসির বাপের বাড়ির লোকজনকে খবর দেয় ।

ঘটনা প্রসঙ্গে বিশাল কর নামে মৃতার এক আত্মীয় বলেন, "নতুন করে বিয়ে করার জন্য টুসিকে খুন করা হয়েছে । দোষীর উপযুক্ত শাস্তি চাই ।" যদিও সাংসারিক অশান্তির জেরে টুসি আত্মহত্যা করেছে বলে দাবি করেছে সুশীল । তদন্ত শুরু করেছে পুলিশ ।

খানাকুল, 10 জানুয়ারি : এক যুবতির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আজ সকালে চাঞ্চল্য ছড়ায় খানাকুলের হানুয়া গ্রামে । মৃতার পরিবারের অভিযোগ, স্বামী তাঁকে খুন করেছে । মৃতার নাম টুসি রাউত(28) ।

মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা টুসির স্বামী সুশীল রাউতকে আটকে রাখে । তাকে মারধর করা হয় । পরে খানাকুল থানার পুলিশ এসে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভরতি করে । মৃতের পরিবার সুশীলের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে আরামবাগ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দশেক আগে হানুয়া গ্রামের বাসিন্দা সুশীলের সঙ্গে বিয়ে হয় মাড়োখানা গ্রামের বাসিন্দা টুসির । টুসি সুশীলের দ্বিতীয় স্ত্রী । দম্পতির এক ছেলে, এক মেয়ে রয়েছে । আরও জানা গেছে, সুশীল ভিন রাজ্যে সোনার কাজ করতেন । বর্তমানে লকডাউনের জন্য বাড়িতেই ছিলেন । সুশীলের প্রথম স্ত্রী 10 বছর আগেই মারা যান । তাঁরও মৃত্যু হয় অস্বাভাবিকভাবেই ।

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ । দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, ধৃত স্বামী

অভিযোগ, সুশীল ফের তৃতীয় বার অপর এক যুবতিকে বিয়ে করেন । এই কথা জানাজানি হতেই সংসারে অশান্তি শুরু হয় । এরপরই আজ সকালে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় । প্রথমে প্রতিবেশীরা টুসির ঝুলন্ত দেহ দেখতে পান । পরে সুশীলকে আটকে রাখে এবং টুসির বাপের বাড়ির লোকজনকে খবর দেয় ।

ঘটনা প্রসঙ্গে বিশাল কর নামে মৃতার এক আত্মীয় বলেন, "নতুন করে বিয়ে করার জন্য টুসিকে খুন করা হয়েছে । দোষীর উপযুক্ত শাস্তি চাই ।" যদিও সাংসারিক অশান্তির জেরে টুসি আত্মহত্যা করেছে বলে দাবি করেছে সুশীল । তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.