বলাগড়, 27 জুন : ত্রাণের ত্রিপল নিয়ে বচসার সূত্রপাত ৷ সমষ্টি উন্নয়নের অফিসের মধ্যেই বলাগড় ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার শ্রীমন্ত দেকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠল বলাগড় পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে ৷ অভিযুক্ত দুই কর্মাধ্যক্ষ হলেন স্বপন মণ্ডল ও কাশীনাথ হালদার ৷ গতকাল বিডিএমও-কে হেনস্থা করার ভিডিয়ো ভাইরাল হয় ৷
ঘটনাটি শুক্রবারের ৷ রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলাগড়ের সবুজ দ্বীপ পরিদর্শনে যান । সেখানে জেলাশাসক, বলাগড় ব্লকের বিডিও সহ আধিকারিকরাও গিয়েছিলেন তাঁর সঙ্গে । সবুজ দ্বীপে যাওয়ার আগে পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মণ্ডল ও পূর্ত কর্মাধ্যক্ষ কাশীনাথ হালদার বিডিএমও শ্রীমন্ত দের কাছে ত্রিপল চাইতে যান । শ্রীমন্তবাবু তাঁদের বলেন, সবুজ দ্বীপ থেকে ঘুরে এসে দেখবেন । কিন্তু ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মণ্ডল দাবি করেন তখনই তাঁদের ত্রিপল দিতে হবে ৷ তবে শ্রীমন্তবাবু সবুজ দ্বীপ চলে যান ৷
পরে শ্রীমন্তবাবু সবুজ দ্বীপ থেকে ফিরতেই শুরু হয় বচসা ৷ তর্কাতর্কি চলার সময় পূর্ত কর্মাধ্যক্ষ কাশীনাথ হালদারকে গালিগালাজ করতে দেখা যায় । বিডিএমওকে বলাগড়ে ঢুকতে না দেওয়ার হুমকিও দেন তিনি ৷ সেইসময়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, শ্রীমন্তবাবুর উপর চড়াও হন দুই কর্মাধ্যক্ষ । অফিসের অন্য কর্মীরা তখনকার মতো ঝামেলা মেটানোর চেষ্টা করেন ।
পুরো ঘটনা জানিয়ে বলাগড় থানায় ওই দুই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিডিও নীলাদ্রী সরকার ৷ এবিষয়ে তৃণমূল হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, ‘‘ঘটনাটা আমি শুনেছি ৷ ইতিমধ্যে একটা এফআইআর দায়ের করা হয়েছে । অভিযোগ অনুযায়ী পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে । আইন হাতে নেওয়া উচিত নয় । তাঁরা আমার দলের কর্মাধ্যক্ষ হলেও আইন সবার জন্য সমান । পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে ।’’
আরও পড়ুন : কোভিড সামগ্রী কেনার কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনুক রাজ্য, দাবি শুভেন্দুর
উল্লেক্ষ্য, বছর তিনেক আগেও বলাগড় ব্লক ভূমি সংস্কার আধিকারিককে তাঁর ঘরে ঢুকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের কয়েকজন নেতার বিরুদ্ধে ।