ETV Bharat / state

Couple's Body Recovered : তারকেশ্বরে হোটেলের ঘরে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ - তারকেশ্বর

যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার তারকেশ্বরের হোটেলে (Two Hanging Bodies Recovered in Hotel Room of Tarakeshwar) ৷ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা ওই যুগল নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেছিলেন ৷ তাঁরা সত্যি স্বামী-স্ত্রী কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷

Two Hanging Bodies Recovered in Hotel Room of Tarakeshwar
Two Hanging Bodies Recovered in Hotel Room of Tarakeshwar
author img

By

Published : Apr 22, 2022, 3:28 PM IST

তারকেশ্বর, 22 এপ্রিল : তারকেশ্বরে হোটেলের ঘরে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল (Two Hanging Bodies Recovered in Hotel Room of Tarakeshwar) ৷ তারকেশ্বর মন্দির রোড এলাকার ঘটনায় পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ৷ পুলিশ সূত্রে খবর, মৃত যুবক-যুবতী বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা ৷ বৃহস্পতিবার তাঁরা মন্দিরে পুজো দিতে এসে ওই হোটেলে উঠেছিলেন ৷

পুলিশ সূত্রে খবর, মৃত বাপন ঘোষ এবং পূজা হাজরা তারকেশ্বর মন্দির রোডের ওই হোটেলে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘরভাড়া নিয়েছিলেন ৷ গতকাল মন্দিরে পুজো দেওয়ার পর হোটেলে যান তাঁরা ৷ হোটেলের তরফে জানানো হয়েছে, আজ সকালে তাঁদের ঘর ছেড়ে দেওয়ার কথা ছিল ৷ কিন্তু অনেক বেলা হয়ে গেলেও কারও দেখা না পাওয়ায়, তাঁদের ডাকাডাকি করা হয় ৷ জবাব না পাওয়ায় হোটেল মালিক পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পায় ৷

আরও পড়ুন : Visva Bharati Student Died By Suicide : বিশ্বভারতীর হস্টেলে দ্বাদশ শ্রেণির ছাত্রের আত্মহত্যা

প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান (Couple's Body Recovered) করছে পুলিশ ৷ তবে ময়নাতদন্তের রিপোর্টের না এলে পুলিশ মৃত্যুর কারণ সম্বন্ধে নিশ্চিত ভাবে কিছু বলতে চাইছে না ৷ এই ঘটনায় মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

তারকেশ্বরে হোটেলের ঘরে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

তারকেশ্বর, 22 এপ্রিল : তারকেশ্বরে হোটেলের ঘরে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল (Two Hanging Bodies Recovered in Hotel Room of Tarakeshwar) ৷ তারকেশ্বর মন্দির রোড এলাকার ঘটনায় পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ৷ পুলিশ সূত্রে খবর, মৃত যুবক-যুবতী বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা ৷ বৃহস্পতিবার তাঁরা মন্দিরে পুজো দিতে এসে ওই হোটেলে উঠেছিলেন ৷

পুলিশ সূত্রে খবর, মৃত বাপন ঘোষ এবং পূজা হাজরা তারকেশ্বর মন্দির রোডের ওই হোটেলে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘরভাড়া নিয়েছিলেন ৷ গতকাল মন্দিরে পুজো দেওয়ার পর হোটেলে যান তাঁরা ৷ হোটেলের তরফে জানানো হয়েছে, আজ সকালে তাঁদের ঘর ছেড়ে দেওয়ার কথা ছিল ৷ কিন্তু অনেক বেলা হয়ে গেলেও কারও দেখা না পাওয়ায়, তাঁদের ডাকাডাকি করা হয় ৷ জবাব না পাওয়ায় হোটেল মালিক পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পায় ৷

আরও পড়ুন : Visva Bharati Student Died By Suicide : বিশ্বভারতীর হস্টেলে দ্বাদশ শ্রেণির ছাত্রের আত্মহত্যা

প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান (Couple's Body Recovered) করছে পুলিশ ৷ তবে ময়নাতদন্তের রিপোর্টের না এলে পুলিশ মৃত্যুর কারণ সম্বন্ধে নিশ্চিত ভাবে কিছু বলতে চাইছে না ৷ এই ঘটনায় মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

তারকেশ্বরে হোটেলের ঘরে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.