পাণ্ডুয়া, 10 সেপ্টেম্বর: পাণ্ডুয়ায় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূলের যুবনেতা । সেই নিয়ে শুরু রাজনৈতিক তরজা । শনিবার রাতে 19 বছরের তরুণীকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এলাকারই এক যুবনেতার বিরুদ্ধে । অভিযোগ, গাড়ি করে নিয়ে যাওয়ার সময় মাঝরাস্তায় তরুণীকে শ্লীলতাহানি করা হয় । তাঁর চিৎকার শুনে সেখানে ছুটে আসেন স্থানীয় মানুষজন । এরপর এলাকাবাসীরাই খবর দেয় পাণ্ডুয়া থানায় । পুলিশ এসে অভিযুক্ত ও তরুণীকে থানায় নিয়ে আসে । পরে তাঁকে গ্রেফতার করা হয়, 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ।
পরিবার ও মেয়েটির অভিযোগের ভিত্তিতে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয় । তবে ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত ৷ তৃণমূলের এই যুবনেতার দাবি, সিপিএমের প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন তাঁকে ফাঁসিয়েছেন । তবে সিপিএম নেতার বক্তব্য, এখন হাতে নাতে ধরা পড়ে তিনি মিথ্যা কথা বলছেন ।
হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক বলেন, " তরুণীর দাদুর অভিযোগ , গাড়ি করে নিয়ে গিয়ে তাকে শ্লীলতাহানি করা হয়েছে । তাঁর অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় শ্লীলতাহানির মামলা রুজু করা হয় এবং এরপরেই অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে ।" ওই যুবনেতার গাড়িও আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে । তরুণীর দাদু বলেন, "আমি বাড়িতে ছিলাম । পাড়ার ছেলেরা এসে ডেকে বলল থানায় যেতে । থানায় গিয়ে দেখি নাতনি বসে আছে । ঘটনা শুনে অফিসারকে অভিযোগ জানিয়েছি ।"
আরও পড়ুন: ভিলওয়ারায় মহিলাকে অপহরণ করে ‘গণধর্ষণ’; গ্রেফতার 3 অভিযুক্ত
অভিযুক্ত তৃণমূলের যুবনেতার কথায়, গতকাল রাতে সাড়ে আট নাগাদ গ্রামের দুই বোন তাঁর কাছে এসে বলেন শাশুড়ির শরীর খারাপ বাড়ি দিয়ে আসতে হবে ৷ একজন মহিলাকে নামিয়ে দিয়ে অপরজনকে দিতে যাওয়ার সময় গাড়ির তেল শেষ হয়ে যায় তাঁর ৷ গাড়ি নিয়ে মাঝরাস্তাতেই তেলের জন্য দাঁড়িয়ে পড়েন তিনি । পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে আসে । তিনি অভিযোগ করেন, তাঁকে প্রাক্তন বিধায়ক আমজাদ-সহ একাধিক লোক ফাঁসিয়েছেন । তাঁকে বদনাম করার জন্য এসব করা হচ্ছে ।
পালটা পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা আমজাদ হোসেনের দাবি, "তৃণমূলের যুবনেতা একটি মেয়েকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল । এলাকার লোকজন মেয়েটিকে উদ্ধার করে । পুলিশ খবর পেয়ে খুব ভালো কাজ করেছে । মেয়েটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছে । পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে । এই ঘটনার আমার সঙ্গে কোন সম্পর্ক নেই । টাকা দিয়ে মেয়েটিকে বয়ান বদলাতে রাজি করতে পারেনি । ওরা বাঁচার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ করছে । সকলেই জানে এসব বলে কিছু করতে পারবে না ।"
আরও পড়ুন: দলিত নাবালিকাকে ধর্ষণ ও তার বাবাকে খুনে অভিযুক্ত বিজেপির সংখ্য়ালঘু মোর্চার নেতা
তৃণমূলের পাণ্ডুয়া ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ বলেন,"কেউ যদি অপরাধ করে থাকে তাঁর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে । বছর খানেক আগে ওই ছেলেটি যুব সভাপতি হয়েছে । ওঁকে দল বহিষ্কার করবে । প্রশাসনের প্রতি আস্থা আছে । যা ব্যবস্থা নেওয়ার তারাই নেবে ।"