ETV Bharat / state

আমফানে আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে পাণ্ডুয়ায় তৃণমূল-BJP সংঘর্ষ

author img

By

Published : Jun 25, 2020, 8:54 PM IST

Updated : Jun 25, 2020, 10:10 PM IST

আমফানে ক্ষতি হয়নি এমন মানুষদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের দুই BJP সদস্যের বিরুদ্ধে ৷ তারপরই প্রতিবাদে সামিল হয় তৃণমূল । ওই ঘটনার প্রতিবাদে আজ বেলুন গ্রামের রায়পাড়ায় মিছিল করে তৃণমূল ৷ অভিযোগ মিছিল চলাকালীন BJP-কর্মীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় ।

Trinamool BJP clashes
Trinamool BJP clashes

পাণ্ডুয়া, 25 জুন : ঘূর্ণিঝড় আমফানের জেরে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কেন্দ্রের তরফে পাঠানো টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল-BJP সংঘর্ষ ৷ পাণ্ডুয়ার বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতে দুই BJP সদস্যের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ তার প্রতিবাদে আজ পাণ্ডুয়ার বেলুন গ্রামের রায়পাড়ায় মিছিল করে তৃণমূল । সেই মিছিলে ঘিরে পুলিশের সামনেই তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । আহত দু'পক্ষের বেশ কয়েকজন ।

আমফানে ক্ষতি হয়নি এমন মানুষদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়া অভিযোগ ওঠে বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের দুই BJP সদস্যের বিরুদ্ধে ৷ তারই প্রতিবাদে সামিল হয় তৃণমূল । এই ঘটনার প্রতিবাদে আজ বেলুন গ্রামের রায়পাড়ায় মিছিল করে তৃণমূল ৷ অভিযোগ, মিছিল চলাকালীন BJP-কর্মীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় । মারধর করা হয় তৃণমূল কর্মীদের ৷ তারপরই পুলিশের সামনে তৃণমূল-BJP- কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে ।

তৃণমূল-BJP সংঘর্ষ

তৃণমূলের ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, "আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের টাকা নিয়ে BJP-র দুর্নীতি নিয়ে দেওয়াল লিখন করেছিল তৃণমূল কর্মীরা । তারপরই তৃণমূলের 3 কর্মীর বাড়ি ঘেরাও করে BJP। ওই ঘটনার প্রতিবাদে আজ আমরা মিছিল করি ৷ কিন্তু মিছিল চলাকালীন পিছন থেকে BJP-র কর্মীরা লাঠি-সোটা নিয়ে হামলা করে । আমরা এই ঘটনার নিন্দা করছি । দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা ।"

তিনি আরও বলেন, "BJP সদস্যরাই যে তালিকা দিয়েছে সেই তালিকা অনুযায়ী দুর্নীতির অভিযোগ তুলছি । বিষয়টি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । আসিতবাবুর এই বক্তব্যের পালটা বক্তব্যে পঞ্চায়েত সমিতির BJP সদস্য শ্যামলবাউল দাস বলেন, "আমফানে ক্ষতিপূরণ টাকা নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল ৷ সেই দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে ও আরও অনেক BJP কর্মীকে মারধর করা হয়েছে ।" BJP-কর্মী তুষার মজুমদারের অভিযোগ তৃণমূল মিথ্যে বলছে । চক্রান্ত করে BJP কর্মীদের মারধর করা হয়েছে । পঞ্চায়েত ওদের ওরাই দুর্নীতি করে আমাদের কর্মীদের উপর চড়াও হয়েছে ।" এই ঘটনার পরই এলাকায় টহলদারি চালাচ্ছে পাণ্ডুয়া থানার পুলিশ ৷

পাণ্ডুয়া, 25 জুন : ঘূর্ণিঝড় আমফানের জেরে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কেন্দ্রের তরফে পাঠানো টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল-BJP সংঘর্ষ ৷ পাণ্ডুয়ার বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতে দুই BJP সদস্যের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ তার প্রতিবাদে আজ পাণ্ডুয়ার বেলুন গ্রামের রায়পাড়ায় মিছিল করে তৃণমূল । সেই মিছিলে ঘিরে পুলিশের সামনেই তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । আহত দু'পক্ষের বেশ কয়েকজন ।

আমফানে ক্ষতি হয়নি এমন মানুষদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়া অভিযোগ ওঠে বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের দুই BJP সদস্যের বিরুদ্ধে ৷ তারই প্রতিবাদে সামিল হয় তৃণমূল । এই ঘটনার প্রতিবাদে আজ বেলুন গ্রামের রায়পাড়ায় মিছিল করে তৃণমূল ৷ অভিযোগ, মিছিল চলাকালীন BJP-কর্মীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় । মারধর করা হয় তৃণমূল কর্মীদের ৷ তারপরই পুলিশের সামনে তৃণমূল-BJP- কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে ।

তৃণমূল-BJP সংঘর্ষ

তৃণমূলের ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, "আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের টাকা নিয়ে BJP-র দুর্নীতি নিয়ে দেওয়াল লিখন করেছিল তৃণমূল কর্মীরা । তারপরই তৃণমূলের 3 কর্মীর বাড়ি ঘেরাও করে BJP। ওই ঘটনার প্রতিবাদে আজ আমরা মিছিল করি ৷ কিন্তু মিছিল চলাকালীন পিছন থেকে BJP-র কর্মীরা লাঠি-সোটা নিয়ে হামলা করে । আমরা এই ঘটনার নিন্দা করছি । দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা ।"

তিনি আরও বলেন, "BJP সদস্যরাই যে তালিকা দিয়েছে সেই তালিকা অনুযায়ী দুর্নীতির অভিযোগ তুলছি । বিষয়টি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । আসিতবাবুর এই বক্তব্যের পালটা বক্তব্যে পঞ্চায়েত সমিতির BJP সদস্য শ্যামলবাউল দাস বলেন, "আমফানে ক্ষতিপূরণ টাকা নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল ৷ সেই দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে ও আরও অনেক BJP কর্মীকে মারধর করা হয়েছে ।" BJP-কর্মী তুষার মজুমদারের অভিযোগ তৃণমূল মিথ্যে বলছে । চক্রান্ত করে BJP কর্মীদের মারধর করা হয়েছে । পঞ্চায়েত ওদের ওরাই দুর্নীতি করে আমাদের কর্মীদের উপর চড়াও হয়েছে ।" এই ঘটনার পরই এলাকায় টহলদারি চালাচ্ছে পাণ্ডুয়া থানার পুলিশ ৷

Last Updated : Jun 25, 2020, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.