ETV Bharat / state

রাজ্য নেতৃত্বের ফোন পেয়েই থামলেন কল্যাণ, স্থগিত হুগলি জেলা কমিটি ঘোষণা - তৃণমূল

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "এখনও তালিকা চূড়ান্ত হয়নি । তাই আপাতত নাম ঘোষণা স্থগিত করতে হবে ।"

Kalyan Banerjee
Kalyan Banerjee
author img

By

Published : Nov 6, 2020, 10:47 AM IST

Updated : Nov 6, 2020, 11:34 AM IST

চুঁচুড়া, 6 অক্টোবর : হুগলি জেলা তৃণমূলের সহ সভাপতি, ব্লক ও যুব সভাপতিদের নাম ঘোষণা করছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । কিন্তু রাজ্য নেতৃত্বের তরফে ফোন পেয়ে মাঝপথেই তা স্থগিত করে দেন তিনি । কিন্তু, কেন স্থগিত করা হল ? তা যদিও স্পষ্ট নয় । গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে আবারও তালিকা পুনর্বিবেচনা করে দেখা হবে বলে মনে করছেন অনেকে ।

চুঁচুড়া বড়বাজারে তপন দাশগুপ্তের অফিসে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের হুগলি জেলা কোর কমিটির চেয়ারম্যান কল্যাণ বন্দোপাধ্যায় । চুঁচুড়া ঘড়ির মোরে গতকাল তৃণমূ্লের প্রতিবাদ সভা ছিল । সভা শেষে জেলা কমিটি ঘোষণা হবে বলে সাংবাদিক বৈঠক ডাকা হয় । মন্ত্রী তপন দাশগুপ্তর অফিসে কোর কমিটির সদস্যদের উপস্থিতিতে সাংবাদিক বৈঠকে হাতে তালিকা নিয়ে জেলা কমিটির ঘোষণাও শুরু করেন কল্যাণ বন্দোপাধ্যায় । জেলার সহ সভাপতি এক এক করে নাম বলতে থাকেন । সেই সময়ই কল্যাণ বন্দোপাধ্যায় জানিয়ে দেন, কমিটি ঘোষণা হবে না । কারণ জানতে চাইলে সাংসদ বলেন, "এখনও তালিকা চূড়ান্ত হয়নি । তাই আপাতত নাম ঘোষণা স্থগিত করতে হবে ।"

বিরক্তই দেখাল কোর কমিটির চেয়ারম্যানকে

পুজোর আগে হুগলি জেলা তৃণমূলে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে । জেলা সভাপতি দিলীপ যাদবের বিরুদ্ধে মুখ খোলেন প্রবীর ঘোষাল, বেচারাম মান্না, অপরূপা পোদ্দাররা । কোন্দল মেটাতে তড়িঘড়ি কোর কমিটি তৈরি করেন অভিষেক বন্দোপাধ্যায় । সেই সময় কোর কমিটি শ্রীরামপুরে বৈঠক করে তাঁদের এক হয়ে কাজ করার কথা জানিয়ে দেয় ।

চুঁচুড়া, 6 অক্টোবর : হুগলি জেলা তৃণমূলের সহ সভাপতি, ব্লক ও যুব সভাপতিদের নাম ঘোষণা করছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । কিন্তু রাজ্য নেতৃত্বের তরফে ফোন পেয়ে মাঝপথেই তা স্থগিত করে দেন তিনি । কিন্তু, কেন স্থগিত করা হল ? তা যদিও স্পষ্ট নয় । গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে আবারও তালিকা পুনর্বিবেচনা করে দেখা হবে বলে মনে করছেন অনেকে ।

চুঁচুড়া বড়বাজারে তপন দাশগুপ্তের অফিসে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের হুগলি জেলা কোর কমিটির চেয়ারম্যান কল্যাণ বন্দোপাধ্যায় । চুঁচুড়া ঘড়ির মোরে গতকাল তৃণমূ্লের প্রতিবাদ সভা ছিল । সভা শেষে জেলা কমিটি ঘোষণা হবে বলে সাংবাদিক বৈঠক ডাকা হয় । মন্ত্রী তপন দাশগুপ্তর অফিসে কোর কমিটির সদস্যদের উপস্থিতিতে সাংবাদিক বৈঠকে হাতে তালিকা নিয়ে জেলা কমিটির ঘোষণাও শুরু করেন কল্যাণ বন্দোপাধ্যায় । জেলার সহ সভাপতি এক এক করে নাম বলতে থাকেন । সেই সময়ই কল্যাণ বন্দোপাধ্যায় জানিয়ে দেন, কমিটি ঘোষণা হবে না । কারণ জানতে চাইলে সাংসদ বলেন, "এখনও তালিকা চূড়ান্ত হয়নি । তাই আপাতত নাম ঘোষণা স্থগিত করতে হবে ।"

বিরক্তই দেখাল কোর কমিটির চেয়ারম্যানকে

পুজোর আগে হুগলি জেলা তৃণমূলে গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে । জেলা সভাপতি দিলীপ যাদবের বিরুদ্ধে মুখ খোলেন প্রবীর ঘোষাল, বেচারাম মান্না, অপরূপা পোদ্দাররা । কোন্দল মেটাতে তড়িঘড়ি কোর কমিটি তৈরি করেন অভিষেক বন্দোপাধ্যায় । সেই সময় কোর কমিটি শ্রীরামপুরে বৈঠক করে তাঁদের এক হয়ে কাজ করার কথা জানিয়ে দেয় ।

Last Updated : Nov 6, 2020, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.