ETV Bharat / state

তৃণমূলের পার্টি অফিসে আগুন, অভিযুক্ত BJP - fire

হুগলির তারকেশ্বরের জগজীবনপুর গ্রামে তৃণমূল পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে।

তৃণমূলের পার্টি অফিসে আগুন
author img

By

Published : Apr 14, 2019, 7:36 PM IST

Updated : Apr 14, 2019, 7:48 PM IST

তারকেশ্বর, 14 এপ্রিল : তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। ঘটনাটি হুগলির তারকেশ্বরের জগজীবনপুর গ্রামের।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্থানীয় তৃণমূল নেতা পিন্টু বেড়া বলেন, "BJP গ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। গ্রামে হাতে গোনা দু-একজন BJP কর্মী এই ধরনের কাজ করছে। শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। পাশাপাশি বিষয়টি থানাতেও মৌখিক ভাবে জানিয়েছি।"

অভিযোগ অস্বীকার করে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "এই ঘটনায় আমাদের কেউ যুক্ত নয়। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এক-একটা জায়গায় তৃণমূলের পাঁচ-ছটা করে গোষ্ঠী আছে। তারাই এই কাজ করছে। BJP-র নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।"

তারকেশ্বর, 14 এপ্রিল : তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। ঘটনাটি হুগলির তারকেশ্বরের জগজীবনপুর গ্রামের।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্থানীয় তৃণমূল নেতা পিন্টু বেড়া বলেন, "BJP গ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। গ্রামে হাতে গোনা দু-একজন BJP কর্মী এই ধরনের কাজ করছে। শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। পাশাপাশি বিষয়টি থানাতেও মৌখিক ভাবে জানিয়েছি।"

অভিযোগ অস্বীকার করে BJP-র আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, "এই ঘটনায় আমাদের কেউ যুক্ত নয়। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এক-একটা জায়গায় তৃণমূলের পাঁচ-ছটা করে গোষ্ঠী আছে। তারাই এই কাজ করছে। BJP-র নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।"

Last Updated : Apr 14, 2019, 7:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.