ETV Bharat / state

Kalyan Banerjee Controversial Remark ধোলাই হবে পেটাই হবে, তৃণমূল নেতাদের মন্তব্যে বদলার রাজনীতি - TMC MP Kalyan Banerjee and MLA Asit Majumdar made controversial remarks in Chunchura

দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলে বিরোধীদের দাবিকে কুৎসা বলছে তৃণমূল নেতৃত্ব ৷ তা নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভা করতে গিয়ে বদলার রাজনীতিতে নামলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee and MLA Asit Majumdar made controversial remarks in Chunchura) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 13, 2022, 10:58 PM IST

কলকাতা, 13 অগস্ট: পার্থ চট্টোপাধ্য়ায়ের পর অনুব্রত মণ্ডল ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরুপাচার কাণ্ডে তৃণমূলের প্রথমসারির দুই নেতার গ্রেফতারির পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং 'সেকেন্ড ইন কম্যান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে সরব বিরোধীরা ৷ কিন্তু অভিযুক্ত নেতাদের দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলে বিরোধীদের দাবিকে কুৎসা বলছে তৃণমূল নেতৃত্ব ৷ তা নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভা করতে গিয়ে বদলার রাজনীতিতে নামলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee and MLA Asit Majumdar made controversial remarks in Chunchura) ৷

মমতা-অভিষেকের নামে কুৎসা হলে ধোলাই হবে, পেটাই হবে ৷ চুঁচুড়ার সভা থেকে এদিন দলের কর্মী-সমর্থকদের এমনই নিদান দেন বিধায়ক অসিত মজুমদার ৷ তাঁর সুরে সুর মিলিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। শ্রীরামপুর সাংসদের দাবি, মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার আগে বদলা নয়, বদল চাই-এর স্লোগান ভুল দিয়েছিলেন। শনিবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রতিবাদ সভা করে তৃণমূল। সেখান থেকেই বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসকে আক্রমণ করে তৃণমূল নেতৃত্ব ৷

প্রতিবাদ সভায় এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা ভুল মমতাদি করেছেন । দিদির সমালোচনা করা উচিত আমার নয় । কিন্তু আমার এখন মনে হচ্ছে 2011 সালে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল বদলা নয় বদল চাই । কিন্তু বদলার বদলে বদলা চাই, এটাই হওয়া উচিত ছিল । আমাকে ক্ষমা করবেন মমতা দি, আমি বলে ফেললাম । আপনি যে মানসিকতা নিয়ে বলেছিলেন সেই মানসিকতার লোক অন্যান্য বিরোধী দল নয় । আপনার অনেক বড় মানসিকতা । আপনার হৃদয় অনেক বড়, তাই আপনি বলেছিলেন বদলা নয় বদল চাই । কিন্তু আজকে যেভাবে সিপিএম, বিজেপি, কংগ্রেস নোংরামি করছে । আমাদের সেদিনকেই বলা উচিত ছিল বদলার বদলে বদলা নিতে হবে ।"

আরও পড়ুন: নাম না করে অনুব্রতকে কর্মী মৌমাছির সঙ্গে তুলনা শান্তনুর

পালটা বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, "ধোলাই হবে পেটাই হবে এটা তৃণমূলের কালচার । বিধায়ক মশাই নিজেকে অনুব্রত মণ্ডল ভেবে ফেলেছেন । কিন্তু তার পরিণতি কি দেখছেন কি । আমরাও গান্ধীজির কিছু কথা স্মরণ করি । কিন্তু এই না সুভাষ চন্দ্র বসুকে ভুলে গিয়েছি। সেগুলো আমরা পালন করতে জানি।"

কলকাতা, 13 অগস্ট: পার্থ চট্টোপাধ্য়ায়ের পর অনুব্রত মণ্ডল ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরুপাচার কাণ্ডে তৃণমূলের প্রথমসারির দুই নেতার গ্রেফতারির পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং 'সেকেন্ড ইন কম্যান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে সরব বিরোধীরা ৷ কিন্তু অভিযুক্ত নেতাদের দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলে বিরোধীদের দাবিকে কুৎসা বলছে তৃণমূল নেতৃত্ব ৷ তা নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভা করতে গিয়ে বদলার রাজনীতিতে নামলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC MP Kalyan Banerjee and MLA Asit Majumdar made controversial remarks in Chunchura) ৷

মমতা-অভিষেকের নামে কুৎসা হলে ধোলাই হবে, পেটাই হবে ৷ চুঁচুড়ার সভা থেকে এদিন দলের কর্মী-সমর্থকদের এমনই নিদান দেন বিধায়ক অসিত মজুমদার ৷ তাঁর সুরে সুর মিলিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। শ্রীরামপুর সাংসদের দাবি, মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার আগে বদলা নয়, বদল চাই-এর স্লোগান ভুল দিয়েছিলেন। শনিবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রতিবাদ সভা করে তৃণমূল। সেখান থেকেই বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসকে আক্রমণ করে তৃণমূল নেতৃত্ব ৷

প্রতিবাদ সভায় এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা ভুল মমতাদি করেছেন । দিদির সমালোচনা করা উচিত আমার নয় । কিন্তু আমার এখন মনে হচ্ছে 2011 সালে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল বদলা নয় বদল চাই । কিন্তু বদলার বদলে বদলা চাই, এটাই হওয়া উচিত ছিল । আমাকে ক্ষমা করবেন মমতা দি, আমি বলে ফেললাম । আপনি যে মানসিকতা নিয়ে বলেছিলেন সেই মানসিকতার লোক অন্যান্য বিরোধী দল নয় । আপনার অনেক বড় মানসিকতা । আপনার হৃদয় অনেক বড়, তাই আপনি বলেছিলেন বদলা নয় বদল চাই । কিন্তু আজকে যেভাবে সিপিএম, বিজেপি, কংগ্রেস নোংরামি করছে । আমাদের সেদিনকেই বলা উচিত ছিল বদলার বদলে বদলা নিতে হবে ।"

আরও পড়ুন: নাম না করে অনুব্রতকে কর্মী মৌমাছির সঙ্গে তুলনা শান্তনুর

পালটা বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, "ধোলাই হবে পেটাই হবে এটা তৃণমূলের কালচার । বিধায়ক মশাই নিজেকে অনুব্রত মণ্ডল ভেবে ফেলেছেন । কিন্তু তার পরিণতি কি দেখছেন কি । আমরাও গান্ধীজির কিছু কথা স্মরণ করি । কিন্তু এই না সুভাষ চন্দ্র বসুকে ভুলে গিয়েছি। সেগুলো আমরা পালন করতে জানি।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.