ETV Bharat / state

মমতার উত্তরসূরি অভিষেক, বঙ্গের মসনদে বসবেন 2036 সালের পর; চাঞ্চল্যকর দাবি কুণালের

Kunal Ghosh Speaks on Bengal Politics: কতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, তারপরই সেই পদে কে বসবেন? তা আগাম বলে দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ৷ চুঁচুড়ায় এসে এমনই ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূলের এই নেতা ৷

চুঁচুড়ায় এসে ভবিষ্যদ্বাণী কুণাল ঘোষের
Kunal Ghosh
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 7:32 AM IST

Updated : Dec 18, 2023, 1:16 PM IST

চাঞ্চল্যকর দাবি কুণালের

চুঁচুড়া, 18 ডিসেম্বর: রাজ্যে 2036 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন ৷ রবিবার চুঁচুড়ায় তৃণমূল আয়োজিত রক্তদান শিবির থেকে এমনই মন্তব্য করলেন দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। পাশাপাশি সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণও করেন তিনি ৷ একইসঙ্গে চুঁচুড়ায় এসে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুণালের স্পষ্ট বার্তা, রাজ্যে বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না ৷

রক্তদান শিবিরে অংশ নেওয়ার পর সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দেন কুণাল ৷ সংসদে হামলা প্রসঙ্গে তিনি বলেন, "এর পিছনে কারা রয়েছে সেটা তদন্ত করে দেখা দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাটক করছেন ৷ যখন অন্য কোনও রাজ্যে দুষ্কৃতীরা বিচ্ছিন্ন ঘটনা ঘটায় তখন ওঁরা রাজনীতি করতে আসেন। কিন্তু কোটি কোটি টাকা খরচে তৈরি প্রধানমন্ত্রীর সখের সংসদ ভবনে জঙ্গি কায়দায় হামলা হলে কেউ প্রতিবাদ করতে পারবে না!বিজেপি সাংসদই সই করে ঢুকিয়েছেন দুষ্কৃতীদের ৷ তাঁর কী হল? সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না ৷ স্বরাষ্ট্রমন্ত্রক নিজের ভূমিকা পালন করতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। কিন্তু তার বিরুদ্ধে কোনও কথা নেই প্রধানমন্ত্রীর।"

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে বৈঠক করা প্রসঙ্গে কুণাল বলেন, "দিল্লিতে আমাদের দু'টো ঘোষিত কাজ আছে- 100 দিনের কাজ ও আবাস যোজনার টাকা আদায় করা ৷ কেন এই বকেয়া টাকা আটকে রাখা হয়েছে তা নিয়েই বৈঠক ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে। তাই এটা ঘোষিত কর্মসূচি।" অন্য একটি প্রসঙ্গে কুণাল ঘোষ জানান, রাজ্যে 2036 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন ৷"

আরও পড়ুন:

  1. স্বাস্থ্যকেন্দ্রের রং গেরুয়া কেন হবে? দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সরব মমতা
  2. 'সংসদে নিরাপত্তায় বড় গলদ ছিল, বাংলার সঙ্গে এর কোনও যোগ নেই!' দিল্লি যাওয়ার আগে দাবি মমতার
  3. 'বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্র', সংসদ ভবনে হামলা প্রসঙ্গে তোপ অরূপের

চাঞ্চল্যকর দাবি কুণালের

চুঁচুড়া, 18 ডিসেম্বর: রাজ্যে 2036 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন ৷ রবিবার চুঁচুড়ায় তৃণমূল আয়োজিত রক্তদান শিবির থেকে এমনই মন্তব্য করলেন দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। পাশাপাশি সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণও করেন তিনি ৷ একইসঙ্গে চুঁচুড়ায় এসে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুণালের স্পষ্ট বার্তা, রাজ্যে বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না ৷

রক্তদান শিবিরে অংশ নেওয়ার পর সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দেন কুণাল ৷ সংসদে হামলা প্রসঙ্গে তিনি বলেন, "এর পিছনে কারা রয়েছে সেটা তদন্ত করে দেখা দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাটক করছেন ৷ যখন অন্য কোনও রাজ্যে দুষ্কৃতীরা বিচ্ছিন্ন ঘটনা ঘটায় তখন ওঁরা রাজনীতি করতে আসেন। কিন্তু কোটি কোটি টাকা খরচে তৈরি প্রধানমন্ত্রীর সখের সংসদ ভবনে জঙ্গি কায়দায় হামলা হলে কেউ প্রতিবাদ করতে পারবে না!বিজেপি সাংসদই সই করে ঢুকিয়েছেন দুষ্কৃতীদের ৷ তাঁর কী হল? সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না ৷ স্বরাষ্ট্রমন্ত্রক নিজের ভূমিকা পালন করতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। কিন্তু তার বিরুদ্ধে কোনও কথা নেই প্রধানমন্ত্রীর।"

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে বৈঠক করা প্রসঙ্গে কুণাল বলেন, "দিল্লিতে আমাদের দু'টো ঘোষিত কাজ আছে- 100 দিনের কাজ ও আবাস যোজনার টাকা আদায় করা ৷ কেন এই বকেয়া টাকা আটকে রাখা হয়েছে তা নিয়েই বৈঠক ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে। তাই এটা ঘোষিত কর্মসূচি।" অন্য একটি প্রসঙ্গে কুণাল ঘোষ জানান, রাজ্যে 2036 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন ৷"

আরও পড়ুন:

  1. স্বাস্থ্যকেন্দ্রের রং গেরুয়া কেন হবে? দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সরব মমতা
  2. 'সংসদে নিরাপত্তায় বড় গলদ ছিল, বাংলার সঙ্গে এর কোনও যোগ নেই!' দিল্লি যাওয়ার আগে দাবি মমতার
  3. 'বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্র', সংসদ ভবনে হামলা প্রসঙ্গে তোপ অরূপের
Last Updated : Dec 18, 2023, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.