আরামবাগ, 17 এপ্রিল : তৃণমূল নেতা ও কাউন্সিলের স্বামীর মধ্যে কাটমানি চাওয়ার অভিযোগ তুলে বচসা ৷ তার জেরে বন্ধ হয়ে গেল এলাকার উন্নয়নের কাজ । ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে । দুই তৃণমূল নেতার মধ্যে ব্যাপক বচসার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । শেষ পর্যন্ত আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় (Clash between two TMC Leader) ।
জানা গিয়েছে, আরামবাগের 12 নম্বর ওয়ার্ডের কালিপুর এলাকায় একটি ড্রেনের কাজ শুরু করে আরামবাগ পৌরসভা । এদিন কাজ শুরু হলে স্থানীয় কাউন্সিলর তৃপ্তি কুণ্ডুর স্বামী তথা তৃণমূল নেতা অচিন্ত্য কুণ্ডু ঘটনাস্থলে গিয়ে ড্রেন তৈরির কাজে ব্যবহৃত মালের গুণগত মান খারাপের অভিযোগ তুলে কাজে বাধা দেন । একইসময় স্থানীয় তৃণমূল নেতা টিংকু আলি কাজ চালানোর জন্য চাপ দিতে শুরু করে । দুই নেতাই একে অপরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলতে থাকেন । উত্তেজনা বাড়তে শুরু করলে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় ।
আরও পড়ুন : বালি পাচারের অভিযোগে ৫টি বালিবোঝাই ট্রাক্টর আটক করা হল দ্বারকেশ্বর নদীতে
যদিও এই ঘটনা নিয়ে দুই নেতার কেউই মুখ খুলতে চাননি ৷ তবে কাটমানি প্রসঙ্গ অস্বীকার করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি ৷