খানাকুল, 14 জুলাই : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত খানাকুল ৷ জখম 3 BJP কর্মী । খানাকুলের রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচুই খানা এলাকার ঘটনা । জখমদের খানাকুল গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ।
মঙ্গলবার সন্ধেবেলা এলাকা দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । ঘটনায় BJP-র স্থানীয় মণ্ডল কমিটির সভাপতি হেমন্ত সামন্ত সহ 3 জন জখম হন । BJP-র অভিযোগ, এলাকা দখলে রাখতে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের কর্মীদের আক্রমণ করে । এলাকায় BJP কর্মীদের দেখা মাত্র মারধর শুরু করা হয় । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তাদের পালটা দাবি, BJP-র গোষ্ঠীদ্বন্দ্বে সংঘর্ষের ঘটনা । এরসঙ্গে তৃণমূল কর্মীরা যুক্ত নয় ।
আক্রান্ত BJP নেতা হেমন্ত সামন্ত বলেন, "রাজহাটি থেকে দুর্গাপুরে বাড়ি ফেরার সময় তৃণমূলের গুন্ডাবাহিনী আমাদের আক্রমণ করে ৷ বেধড়ক মারধর করে তারা ৷ বাইক ভাঙচুর করে । সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে নেয়।"
তৃণমূলের খানাকুল এখ নম্বর ব্লকের সভাপতি অভিজিৎ বাগ বলেন, "ওই এলাকায় BJP-র বুথ সভাপতি কে হবে তা নিয়ে ওদের মধ্যে গন্ডগোল । তার জেরে মারপিট হয় ৷ এখন তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে । এরসঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ।"