ETV Bharat / state

"জয় শ্রীরাম" ধ্বনি দেওয়া নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ

"জয় শ্রীরাম" ধ্বনি দেওয়া নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত আরামবাগের কালীপুর কলেজ চত্বর । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । এলাকায় প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে ।

তৃণমূল-BJP সংঘর্ষ
author img

By

Published : Jun 13, 2019, 9:56 PM IST

Updated : Jun 13, 2019, 10:50 PM IST

আরামবাগ, 13 জুন : "জয় শ্রীরাম" ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে BJP -তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত আরামবাগের কালিপুর কলেজ চত্বর । সংঘর্ষে জখম উভয়পক্ষের কয়েকজন । আরামবাগের SDPO, আরামবাগ থানার IC ও গোঘাট থানার OC ঘটনাস্থানে পৌঁছয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ নামানো হয় ।

আজ বেলা দেড়টা নাগাদ আরামবাগের কালীপুর কলেজ চত্বরে তৃণমূল ছাত্র পরিষদ মঞ্চ বানিয়ে অবস্থানে বসেছিল । সেইসময় কয়েকজন BJP কর্মী-সমর্থক সভামঞ্চের কাছে "জয় শ্রীরাম" ধ্বনি তোলে । অভিযোগ, "জয় শ্রীরাম" শুনেই তাদের উপর চড়াও হয় তৃণমূলকর্মীরা । দু'পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি, ধস্তাধস্তি । ভাঙচুর করা হয় সভামঞ্চ । কয়েকটি মোটর বাইকেও ভাঙচুর চালানো হয় । এলাকায় উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ । পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । এলাকায় প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে ।

ভিডিয়োয় দেখুন
তৃণমূলের অভিযোগ, গতরাতে ABVP (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)-র গুন্ডাবাহিনী কলেজের গেটে নিজেদের পতাকা লাগিয়ে দেয় । কলেজ দখল করতে তৃণমূল ছাত্র পরিষদের ফ্ল্যাগ ছিড়ে দেয় । তাই আজ শান্তিপূর্ণ অবস্থানে বসেছিল সবাই । মাইক পর্যন্ত ব্যবহার করা হয়নি কারণ কলেজে পরীক্ষা চলছিল । সেই সময় গামছা পরে একদল লোক মদ্যপ অবস্থায় "জয় শ্রীরাম" ধ্বনি দিতে দিতে মঞ্চের নিচে বসে থাকা যুবতি ও মহিলাদের আক্রমণ করে । তাদের শ্লীলতাহানির চেষ্টা করে । গালিগালাজ করে । অন্যান্য কর্মীদের মারধর শুরু করে । পরে পুলিশ এলে তাদের উপরও লাঠি নিয়ে হামলা করা হয় । পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে ।

অন্যদিকে, BJP কর্মী-সমর্থকদের বক্তব্য, তারা এক ব্যক্তির শবদাহ করে ফিরছিল । স্বাভাবিকভাবেই হরিধ্বনির সঙ্গেই "জয় শ্রীরাম" ধ্বনি দেয় তারা । আর তাই তাদের উপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যসহ উপস্থিত অন্যান্য তৃণমূল কর্মীরা ।

এপ্রসঙ্গে পুলিশের বক্তব্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

আরামবাগ, 13 জুন : "জয় শ্রীরাম" ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে BJP -তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত আরামবাগের কালিপুর কলেজ চত্বর । সংঘর্ষে জখম উভয়পক্ষের কয়েকজন । আরামবাগের SDPO, আরামবাগ থানার IC ও গোঘাট থানার OC ঘটনাস্থানে পৌঁছয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ নামানো হয় ।

আজ বেলা দেড়টা নাগাদ আরামবাগের কালীপুর কলেজ চত্বরে তৃণমূল ছাত্র পরিষদ মঞ্চ বানিয়ে অবস্থানে বসেছিল । সেইসময় কয়েকজন BJP কর্মী-সমর্থক সভামঞ্চের কাছে "জয় শ্রীরাম" ধ্বনি তোলে । অভিযোগ, "জয় শ্রীরাম" শুনেই তাদের উপর চড়াও হয় তৃণমূলকর্মীরা । দু'পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি, ধস্তাধস্তি । ভাঙচুর করা হয় সভামঞ্চ । কয়েকটি মোটর বাইকেও ভাঙচুর চালানো হয় । এলাকায় উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ । পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । এলাকায় প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে ।

ভিডিয়োয় দেখুন
তৃণমূলের অভিযোগ, গতরাতে ABVP (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)-র গুন্ডাবাহিনী কলেজের গেটে নিজেদের পতাকা লাগিয়ে দেয় । কলেজ দখল করতে তৃণমূল ছাত্র পরিষদের ফ্ল্যাগ ছিড়ে দেয় । তাই আজ শান্তিপূর্ণ অবস্থানে বসেছিল সবাই । মাইক পর্যন্ত ব্যবহার করা হয়নি কারণ কলেজে পরীক্ষা চলছিল । সেই সময় গামছা পরে একদল লোক মদ্যপ অবস্থায় "জয় শ্রীরাম" ধ্বনি দিতে দিতে মঞ্চের নিচে বসে থাকা যুবতি ও মহিলাদের আক্রমণ করে । তাদের শ্লীলতাহানির চেষ্টা করে । গালিগালাজ করে । অন্যান্য কর্মীদের মারধর শুরু করে । পরে পুলিশ এলে তাদের উপরও লাঠি নিয়ে হামলা করা হয় । পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে ।

অন্যদিকে, BJP কর্মী-সমর্থকদের বক্তব্য, তারা এক ব্যক্তির শবদাহ করে ফিরছিল । স্বাভাবিকভাবেই হরিধ্বনির সঙ্গেই "জয় শ্রীরাম" ধ্বনি দেয় তারা । আর তাই তাদের উপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যসহ উপস্থিত অন্যান্য তৃণমূল কর্মীরা ।

এপ্রসঙ্গে পুলিশের বক্তব্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

Last Updated : Jun 13, 2019, 10:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.