ETV Bharat / state

আমফান : ক্ষতিপূরণের দাবিতে দলেরই প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের - আমফানে ক্ষতিপূরণ না পেয়ে বিক্ষোভ

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে তৃণমূলেরই বিক্ষোভ ৷ আমফানে ক্ষতিপূরণ না পাওয়ায় প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় পঞ্চায়েত সদস্যদের একাংশ ৷ বিক্ষোভের মুখে পড়ে পঞ্চায়েত অফিস থেকে চলে যান অভিযুক্ত প্রধান ।

amphan
তৃণমূলের পঞ্চায়েতে তৃণমূলের বিক্ষোভ
author img

By

Published : Jun 20, 2020, 1:45 AM IST

চন্দননগর,19 জুন : আমফানে ক্ষতিপূরণ না পাওয়ায় বিক্ষোভ তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের সদস্যদের একাংশের । ঘটনা হুগলির চণ্ডীতলা 1 ব্লকের গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের । পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীর একাংশও । অভিযোগ, ঝড়ে ভেঙেছে ঘর অথচ পঞ্চায়েতকে জানিয়েও মেলেনি ক্ষতিপূরণ ৷ প্রধান স্বজনপোষণ করছেন । এদিকে বিক্ষোভ শুরু হতেই প্রধান কাবেরী দাস পঞ্চায়েত অফিসে থেকে বেরিয়ে যান। পরে উপপ্রধান আর সচিবকে ঘিরে বিক্ষোভ চলে । তবে উপপ্রধান সুব্রত নস্করের দাবি, তিনি এবিষয়ে কিছু বলতে পারবেন না। যা বলার প্রধান বলবেন। বিক্ষোভ সামলাতে ঘটনাস্থানে আসে চণ্ডীতলা থানার পুলিশ ।


পঞ্চায়েত সদস্যদের একাংশের অভিযোগ, আমফানের জেরে ক্ষতিগ্রস্ত বাড়িগুলু ঘুরে দেখেছিলেন পঞ্চায়েত প্রতিনিধিরা ।সেই মতো তালিকা বানানো হয় । মাত্র ছয়টা বুথে টাকা দেওয়া হয়েছে । এখনও অনেকে বুথে টাকা দেওয়া হয়নি । প্রধান স্বজনপোষণ করছেন । সেজন্য এরকম হচ্ছে ।


গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর বুথের তৃণমূল সদস্য ময়না মালিক বলেন,"আমি জনসাধারণের প্রতিনিধি। আমাদের গ্রামে গরিব মানুষ আমফানে কোনও ক্ষতিপূরণ পায়নি । এই পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত কর্মী তদন্ত করার পর বলেন পুরো ঘর না ভাঙলে কোনওরকম ক্ষতিপূরণ দেওয়া যাবে না। কিন্তু উপপ্রধান এবং প্রধানের বাকি সদস্যদের ছটি বুথে টাকা পেয়েছে আর বাকি ছটি বুথে কিছুই দেওয়া হয়নি। আমাদের কোনও তালিকায় নেওয়া হয়নি । যাদের দেওয়া হয়েছে সেই তালিকাগুলি আমরা দেখতে চাই। এর তদন্ত হোক ৷"

চন্দননগর,19 জুন : আমফানে ক্ষতিপূরণ না পাওয়ায় বিক্ষোভ তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের সদস্যদের একাংশের । ঘটনা হুগলির চণ্ডীতলা 1 ব্লকের গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের । পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীর একাংশও । অভিযোগ, ঝড়ে ভেঙেছে ঘর অথচ পঞ্চায়েতকে জানিয়েও মেলেনি ক্ষতিপূরণ ৷ প্রধান স্বজনপোষণ করছেন । এদিকে বিক্ষোভ শুরু হতেই প্রধান কাবেরী দাস পঞ্চায়েত অফিসে থেকে বেরিয়ে যান। পরে উপপ্রধান আর সচিবকে ঘিরে বিক্ষোভ চলে । তবে উপপ্রধান সুব্রত নস্করের দাবি, তিনি এবিষয়ে কিছু বলতে পারবেন না। যা বলার প্রধান বলবেন। বিক্ষোভ সামলাতে ঘটনাস্থানে আসে চণ্ডীতলা থানার পুলিশ ।


পঞ্চায়েত সদস্যদের একাংশের অভিযোগ, আমফানের জেরে ক্ষতিগ্রস্ত বাড়িগুলু ঘুরে দেখেছিলেন পঞ্চায়েত প্রতিনিধিরা ।সেই মতো তালিকা বানানো হয় । মাত্র ছয়টা বুথে টাকা দেওয়া হয়েছে । এখনও অনেকে বুথে টাকা দেওয়া হয়নি । প্রধান স্বজনপোষণ করছেন । সেজন্য এরকম হচ্ছে ।


গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর বুথের তৃণমূল সদস্য ময়না মালিক বলেন,"আমি জনসাধারণের প্রতিনিধি। আমাদের গ্রামে গরিব মানুষ আমফানে কোনও ক্ষতিপূরণ পায়নি । এই পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত কর্মী তদন্ত করার পর বলেন পুরো ঘর না ভাঙলে কোনওরকম ক্ষতিপূরণ দেওয়া যাবে না। কিন্তু উপপ্রধান এবং প্রধানের বাকি সদস্যদের ছটি বুথে টাকা পেয়েছে আর বাকি ছটি বুথে কিছুই দেওয়া হয়নি। আমাদের কোনও তালিকায় নেওয়া হয়নি । যাদের দেওয়া হয়েছে সেই তালিকাগুলি আমরা দেখতে চাই। এর তদন্ত হোক ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.