ETV Bharat / state

যুবকের সঙ্গে শোয়ে গিয়ে নিখোঁজ চুঁচুড়ার টিকটক স্টার, থানায় স্বামী - চুঁচুড়া থানা

31 ডিসেম্বর দিল্লি যাবে বলে বাড়ি থেকে বের হন চুঁচুড়ার টিকটক স্টার প্রতিমা মণ্ডল ৷ তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না ওই যুবতির৷

Tiktok
নিখোঁজ টিকটক স্টার
author img

By

Published : Jan 13, 2020, 11:59 PM IST

Updated : Jan 14, 2020, 12:46 PM IST

চুঁচুড়া, 13 জানুয়ারি : টিকটকে ভিডিয়ো করে বেশ খ্যাতি হয়েছিল ৷ মাত্র 9 মাসে চুঁচুড়ার বাসিন্দা প্রতিমার ফলোয়ার্স দাঁড়ায় 4 লাখ 28 হাজার । মাঝে মাঝেই দিল্লি, পাটনা থেকে ডাক আসত তার ৷ 31 ডিসেম্বরও দিল্লি যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল প্রতিমা৷ কিন্তু তারপর থেকেই তাঁর মোবাইল বন্ধ ৷ কী হল যুবতির? জানতে তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ৷

চুঁচুড়া ভগবতী ডাঙায় বাড়ি প্রতিমার ৷ বাড়িতে রয়েছে স্বামী ও এক কন্যা সন্তান ৷ স্বামী প্রসেনজিৎ মণ্ডলের সামান্য লটারির ব্যবসা ৷ 31 ডিসেম্বর দিল্লি যাবে বলে বাড়ি থেকে বের হয় প্রতিমা । তারপর থেকেই তার মোবাইল বন্ধ । কোনও যোগাযোগ করতে পারছে না পরিজনরা । মাঝে শুধু একবার স্বামীকে ফোন করে জানিয়েছিল দিল্লিতে আছে সে । তারপর থেকে স্ত্রীকে ফিরে পেতে চুঁচুড়া থানার দ্বারস্থ হয় প্রসেনজিৎ। নিখোঁজ ডায়েরিও দায়ের করা হয় থানায় ৷

প্রসেনজিৎ জানিয়েছেন, টিকটকে ভিডিয়ো করত তাঁর স্ত্রী । তাতে সে জনপ্রিয়তা অর্জন করে ৷ প্রসেনজিতের কথায়, "আমি প্রথম দিকে তাকে সমর্থনই করতাম । দু'টো দামি মোবাইলও কিনে দিয়েছি । এবার এক অপরিচিত যুবকের সঙ্গে যায় প্রতিমা । সেই দিনের পর থেকে যুবকেরও মোবাইল ফোন বন্ধ । আমি থানায় অভিযোগ জানিয়েছে । কোন ভাবেই সাহায্য পাচ্ছি না কারও ।"

চুঁচুড়া, 13 জানুয়ারি : টিকটকে ভিডিয়ো করে বেশ খ্যাতি হয়েছিল ৷ মাত্র 9 মাসে চুঁচুড়ার বাসিন্দা প্রতিমার ফলোয়ার্স দাঁড়ায় 4 লাখ 28 হাজার । মাঝে মাঝেই দিল্লি, পাটনা থেকে ডাক আসত তার ৷ 31 ডিসেম্বরও দিল্লি যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল প্রতিমা৷ কিন্তু তারপর থেকেই তাঁর মোবাইল বন্ধ ৷ কী হল যুবতির? জানতে তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ৷

চুঁচুড়া ভগবতী ডাঙায় বাড়ি প্রতিমার ৷ বাড়িতে রয়েছে স্বামী ও এক কন্যা সন্তান ৷ স্বামী প্রসেনজিৎ মণ্ডলের সামান্য লটারির ব্যবসা ৷ 31 ডিসেম্বর দিল্লি যাবে বলে বাড়ি থেকে বের হয় প্রতিমা । তারপর থেকেই তার মোবাইল বন্ধ । কোনও যোগাযোগ করতে পারছে না পরিজনরা । মাঝে শুধু একবার স্বামীকে ফোন করে জানিয়েছিল দিল্লিতে আছে সে । তারপর থেকে স্ত্রীকে ফিরে পেতে চুঁচুড়া থানার দ্বারস্থ হয় প্রসেনজিৎ। নিখোঁজ ডায়েরিও দায়ের করা হয় থানায় ৷

প্রসেনজিৎ জানিয়েছেন, টিকটকে ভিডিয়ো করত তাঁর স্ত্রী । তাতে সে জনপ্রিয়তা অর্জন করে ৷ প্রসেনজিতের কথায়, "আমি প্রথম দিকে তাকে সমর্থনই করতাম । দু'টো দামি মোবাইলও কিনে দিয়েছি । এবার এক অপরিচিত যুবকের সঙ্গে যায় প্রতিমা । সেই দিনের পর থেকে যুবকেরও মোবাইল ফোন বন্ধ । আমি থানায় অভিযোগ জানিয়েছে । কোন ভাবেই সাহায্য পাচ্ছি না কারও ।"

Intro:টিকটক ভিডিওর খ্যাতির পরেই সন্তান ও স্বামী কে ছাড়ল যুবতী।নাম প্রতিমা মন্ডল।সে চুঁচুড়া ভগবতী ডাঙ্গার বাসিন্দা।স্বামী প্রসেনজিৎ মন্ডল ও এক কন্যা সন্তান নিয়ে সংসার।দীর্ঘ ৯মাস ধরে ভিগো ভিডিও, টিকটক ভিডিও করে। রাতারাতি টিকটকে ফেমাস হয়ে ওঠে সে। প্রসেনজিৎ সামান্য লটারির ব্যবসা করে।প্রতিমার ৯ মাসে প্রতিমার ফলোয়ার্স দাঁড়ায় চার লক্ষ 28 হাজার।তবে টিকটক ভিডিওতে তার প্রোফাইল নাম ছিল জেসমিন। দিল্লী, পাটনা থেকে ডাক আসতো যুবতীর। কখনও একা কখনও স্বামীর সাথে প্লেনে চেপে একাই যেতে যুবতী। গত 31 ডিসেম্বর দিল্লী যাবে বলে বাড়ি থেকে বের হয় যুবতী। তারপর থেকে তার মোবাইল বন্ধ ।কোন যোগাযোগ করতে পারছে না স্বামী। মাঝে একবার স্বামীকে ফোন করলে জানায় দিল্লিতে আছি। তারপর থেকে স্ত্রীকে ফিরে পেতে চুঁচুড়া থানার দ্বারস্থ হয়েছে স্বামী। প্রসেনজিৎ এর অভিযোগ টিকটক ভিগো ভিডিও করত। এরপর তার নাম ছড়িয়ে যায়। আমি দিকে তাকে সাপোর্ট করতাম।দুটো দামি মোবাইল কিনে দিয়েছি। এবার এক অপরিচিত যুবকের সাথে যায় প্রতিমা।ফ্যাশন ডিজাইনে জায়গা করে নিয়ে যায় এক যুবক। সেদিনের পর থেকে যুবকেরও মোবাইল ফোন বন্ধ। আমি থানায় অভিযোগ জানিয়েছে।কোন ভাবেই সাহায্য পাচ্ছি না কারুর।Body:WB_HGL_CHUCHURA TIKTOK INCIDENT_7203418Conclusion:
Last Updated : Jan 14, 2020, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.