ETV Bharat / state

হুগলিতে বজ্রপাতে মৃত 3, আহত 1

author img

By

Published : Jun 7, 2021, 7:17 AM IST

হুগলিতে বাজ পড়ে মৃত তিন ৷ আহত এক ৷ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দু'লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করল হুগলি জেলা প্রশাসন ৷

হুগলিতে বজ্রপাতে মৃত তিন
হুগলিতে বজ্রপাতে মৃত তিন

পাণ্ডুয়া , 7 জুন : হুগলিতে বাজ পড়ে মৃত্যু হল তিনজনের ৷ ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া ও সিঙ্গুর ব্লকে ৷ মৃতদের নাম প্রদীপ মাঝি (51), নিধিরাম আদক (57) ও দীপা দাস (40) ৷

রবিবার বিকালে থেকে মুশুলধারে বৃষ্টি শুরু হয়েছিল হুগলিতে । সেইসঙ্গে ঘনঘন বজ্রপাত ৷ আর সেই বজ্রপাতেই প্রাণ হারালেন তিনজন ৷ আহত হয়েছেন আরও একজ ৷

দাবড়া প্রসাদপুরের বাসিন্দা ছিলেন প্রদীপ মাঝি । গরু নিয়ে আসার সময় বাজ পড়ে তাঁর উপর । পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে ৷ অন্যদিকে, রামেশ্বরপুরে নিজের বাড়ি জমিতে চাষ করতে গিয়ে মৃত্যু হল নিধিরাম আদকের ৷

ওই একইদিনে বজ্রাঘাতে মৃত্যু হয় সিঙ্গুরের বাসিন্দা দীপা দাসের ৷ মাঠ ছেলের সঙ্গে কাজ করছিলেন ওই মহিলা ৷ তখনই ঘটে এই বিপত্তি ৷ বজ্রাঘাতে আহত ছেলে ৷ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে এখন তিনি চিকিৎসাধীন ৷

আরও পড়ুন : skeletons recovered in Chopra : চোপড়ায় চা-বাগান থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

খবর পেয়ে ঘটনাস্থলে যান শ্রমমন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করবী মান্না । হুগলি জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দু'লক্ষ টাকা করে দেওয়া হবে ৷

বাজ পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে হুগলিতে । গত দু'দিনে মোট সাতজনের মৃত্যু হয়েছে এই জেলায় ৷ বজ্রপাতে মৃত্যুর ঘটনা দুশ্চিন্তা বাড়াচ্ছে মানুষের মধ্যে ।

পাণ্ডুয়া , 7 জুন : হুগলিতে বাজ পড়ে মৃত্যু হল তিনজনের ৷ ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া ও সিঙ্গুর ব্লকে ৷ মৃতদের নাম প্রদীপ মাঝি (51), নিধিরাম আদক (57) ও দীপা দাস (40) ৷

রবিবার বিকালে থেকে মুশুলধারে বৃষ্টি শুরু হয়েছিল হুগলিতে । সেইসঙ্গে ঘনঘন বজ্রপাত ৷ আর সেই বজ্রপাতেই প্রাণ হারালেন তিনজন ৷ আহত হয়েছেন আরও একজ ৷

দাবড়া প্রসাদপুরের বাসিন্দা ছিলেন প্রদীপ মাঝি । গরু নিয়ে আসার সময় বাজ পড়ে তাঁর উপর । পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে ৷ অন্যদিকে, রামেশ্বরপুরে নিজের বাড়ি জমিতে চাষ করতে গিয়ে মৃত্যু হল নিধিরাম আদকের ৷

ওই একইদিনে বজ্রাঘাতে মৃত্যু হয় সিঙ্গুরের বাসিন্দা দীপা দাসের ৷ মাঠ ছেলের সঙ্গে কাজ করছিলেন ওই মহিলা ৷ তখনই ঘটে এই বিপত্তি ৷ বজ্রাঘাতে আহত ছেলে ৷ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে এখন তিনি চিকিৎসাধীন ৷

আরও পড়ুন : skeletons recovered in Chopra : চোপড়ায় চা-বাগান থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

খবর পেয়ে ঘটনাস্থলে যান শ্রমমন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করবী মান্না । হুগলি জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দু'লক্ষ টাকা করে দেওয়া হবে ৷

বাজ পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে হুগলিতে । গত দু'দিনে মোট সাতজনের মৃত্যু হয়েছে এই জেলায় ৷ বজ্রপাতে মৃত্যুর ঘটনা দুশ্চিন্তা বাড়াচ্ছে মানুষের মধ্যে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.