ETV Bharat / state

রিষড়ায় পুলিশের নির্দেশে বন্ধ বিজেপির যোগদান সভা, সভায় থাকার কথা ছিল শুভেন্দুর - BJP

রিষড়া গার্লস হাই স্কুলের মাঠে সভার প্রস্তুতি নিয়েছিল বিজেপির শ্রীরামপুর সাংগঠন ৷ স্কুলের আপত্তিতে সভা বন্ধের নির্দেশে দিয়েছে পুলিশ ৷

tensions-over-bjp-meeting-at-rishra
tensions-over-bjp-meeting-at-rishra
author img

By

Published : Jan 28, 2021, 3:34 PM IST

রিষড়া, 28 জানুয়ারি : রিষড়ায় বিজেপির যোগদান মেলা ঘিরে উত্তেজনা । স্থানীয় স্কুল মাঠে সভা করার অনুমতি দেওয়া হয়নি, এই যুক্তিতে সভা বন্ধ করার নির্দেশ দিল পুলিশ ৷ বিজেপির দাবি, ষড়যন্ত্র করে তৃণমূল বন্ধ করে দিয়েছে সভা ৷

উল্লেখ্য, রিষড়া গার্লস হাই স্কুলের মাঠে সভার প্রস্তুতি নিয়েছিল বিজেপির শ্রীরামপুর সাংগঠন ৷ সভায় উপস্থিত থাকার কথা ছিল শুভেন্দু অধিকারী, অর্জুন সিং-সহ বিজেপি নেতৃত্বের । কিন্তু, স্কুল মাঠে সভা করার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়ে দিল পুলিশ ৷ পুলিশের সভা বন্ধের নির্দেশের পরেই উত্তেজনা তৈরি হয় ৷ শ্রীরামপুরের বিজেপি নেতৃত্বের দাবি, আগে থেকে আবেদন করা সত্ত্বেও তৃণমূলের চক্রান্তে পুলিশ সভা বন্ধ করার নির্দেশ দিয়েছে । সভা না হলে প্রতিবাদ মিছিল করা হবে, জানিয়েছে বিজেপি ৷

আরও পড়ুন: উলটো জাতীয় পতাকা উত্তোলন, কাঠগড়ায় রিষড়া পৌরসভা

যদিও রিষড়া গার্লস হাই স্কুল কমিটির সভাপতি হর্ষ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "স্কুলের মাঠ জোর করেই দখল করে বিজেপি সভা করছে । আগেই একইদিনে রিষড়া পৌরসভা স্পোর্সের জন্য মাঠ নেবে বলে আবেদন করেছিল । কিন্তু জোর করে সভা করার চেষ্টা করায় আমরা পুলিশকে বিষয়টি জানাই ।"

আরও পড়ুন: ঝাড়গ্রামের চার আসনে হাফ লাখ ভোটে বিজেপিকে জেতানোর আহ্বান শুভেন্দুর

চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেন, "স্কুল যদি নো অবজেকশন দেয় তাহলে সভা হবে । না হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।"

অশান্তি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে মাঠ ও মাঠ সংলগ্ন এলাকায় ।

রিষড়া, 28 জানুয়ারি : রিষড়ায় বিজেপির যোগদান মেলা ঘিরে উত্তেজনা । স্থানীয় স্কুল মাঠে সভা করার অনুমতি দেওয়া হয়নি, এই যুক্তিতে সভা বন্ধ করার নির্দেশ দিল পুলিশ ৷ বিজেপির দাবি, ষড়যন্ত্র করে তৃণমূল বন্ধ করে দিয়েছে সভা ৷

উল্লেখ্য, রিষড়া গার্লস হাই স্কুলের মাঠে সভার প্রস্তুতি নিয়েছিল বিজেপির শ্রীরামপুর সাংগঠন ৷ সভায় উপস্থিত থাকার কথা ছিল শুভেন্দু অধিকারী, অর্জুন সিং-সহ বিজেপি নেতৃত্বের । কিন্তু, স্কুল মাঠে সভা করার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়ে দিল পুলিশ ৷ পুলিশের সভা বন্ধের নির্দেশের পরেই উত্তেজনা তৈরি হয় ৷ শ্রীরামপুরের বিজেপি নেতৃত্বের দাবি, আগে থেকে আবেদন করা সত্ত্বেও তৃণমূলের চক্রান্তে পুলিশ সভা বন্ধ করার নির্দেশ দিয়েছে । সভা না হলে প্রতিবাদ মিছিল করা হবে, জানিয়েছে বিজেপি ৷

আরও পড়ুন: উলটো জাতীয় পতাকা উত্তোলন, কাঠগড়ায় রিষড়া পৌরসভা

যদিও রিষড়া গার্লস হাই স্কুল কমিটির সভাপতি হর্ষ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "স্কুলের মাঠ জোর করেই দখল করে বিজেপি সভা করছে । আগেই একইদিনে রিষড়া পৌরসভা স্পোর্সের জন্য মাঠ নেবে বলে আবেদন করেছিল । কিন্তু জোর করে সভা করার চেষ্টা করায় আমরা পুলিশকে বিষয়টি জানাই ।"

আরও পড়ুন: ঝাড়গ্রামের চার আসনে হাফ লাখ ভোটে বিজেপিকে জেতানোর আহ্বান শুভেন্দুর

চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেন, "স্কুল যদি নো অবজেকশন দেয় তাহলে সভা হবে । না হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।"

অশান্তি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে মাঠ ও মাঠ সংলগ্ন এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.