তারকেশ্বর, 8 মে : করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল তারকেশ্বর মন্দির । প্রত্যহ সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ভক্তদের পুজো দেওয়া ব্যবস্থা ছিল । তা রবিবার থেকে পুরোপুরি বন্ধ হল । এদিন সকাল দশটা নাগাদ মন্দির কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে ৷ তাতে বলা হয় করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে তারকেশ্বর মন্দির সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ আগামী দিনে করোনা পরিস্থিতির উন্নতি হলে সব পক্ষে সঙ্গে আলোচনা করে মন্দির কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তারকেশ্বর পুরসভার বর্তমান প্রশাসক স্বপন সামন্ত ।
পুরসভার প্রশাসক বলেন, "তারকেশ্বর এস্টেটের মহন্ত মহারাজ জানিয়েছেন পূর্বের করোনা বিধি মেনে আংশিক লকডাউনের প্রেক্ষিতে মন্দির সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা ছিল । গর্ভগৃহ বন্ধ রাখা হলেও ভক্তরা সামনে থেকে পুজো দিতে পারতেন ৷ এই সময় জলযাত্রীরা প্রবেশ করতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু বর্তমানে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মন্দির সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"
গত 14 এপ্রিল মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় ৷ তারপর রাজ্য সরকার আংশিক লকডাউন ঘোষণা করায় 10 জন করে ভক্তকে মন্দিরের সামনে থেকে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ এর মধ্যেই তারকেশ্বরের আশপাশে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন ৷ এই অবস্থায় মহন্ত মহারাজ নোটিস দিয়ে জানিয়েছেন, 8 মে শনিবার থেকেই ভক্ত সাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ৷ এদিন সকালে 7টা থেকে 10টা অবধি ভক্তরা পুজো দিতে পারেন ৷ তারপরই এই নোটিস জারি করা হয় ৷ তবে মন্দিরের যে পুজোর ব্যবস্থা আছে তা করোনা বিধি মেনেই পালিত হবে বলে জানানো হয়েছে । নির্দিষ্ট পুরোহিত আছেন ৷ তাঁরাই পুজো করবেন । শুধু পুরোহিত ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবেন না মন্দিরে ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাওয়ার জন্য কয়েকদিন আগেই মন্দিরে ভক্তদের প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করেছিল কর্তৃপক্ষ । পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আজকের পর থেকে আর কোনও ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন না । পরবর্তীতে করোনা সংক্রমণ কমলে আবার তারকেশ্বর মন্দির খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে ।
আরও পড়ুন: পাহাড়ে গ্লেনারিজ রেস্তোরাঁকে আইসোলেশন সেন্টার বানানোর উদ্যোগ স্বাস্থ্য দফতরের