ETV Bharat / state

সায়ন্তন বসুর মদতে সাফাই কর্মীদের মারধর, অভিযোগ উত্তরপাড়ার পৌরপ্রধানের

রাস্তায় ময়লা ছড়িয়ে পৌরসভার সাফাইকর্মীদের মার। উত্তরপাড়ার পৌরপ্রধানের অভিযোগ, BJP নেতা সায়ন্তন বসু উস্কানিতে এই ঘটনা ঘটেছে। আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন দিলীপ যাদব।

complained Chairman Uttarpara
উত্তরপাড়া
author img

By

Published : May 24, 2020, 11:29 PM IST

উত্তরপাড়া, 24 মে: BJP নেতা সায়ন্তন বসুর মদতেই পৌরসভার সাফাইকর্মীদের মারধর করা হয়েছে। BJP নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিলেন উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব। তাঁর দাবি, এই সংকটের সময়ে BJP রাজনীতি করছে। এর ফলেই BJP-র বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলছে।

আমফানের দাপটে এলাকার বহু জায়গায় পানীয় জল নেই, বিদ্যুৎ পরিষেবাও বিচ্ছিন্ন গত চারদিন ধরে। ক্রমশ ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। যার পর উত্তরপাড়ার বিভিন্ন অঞ্চলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে। এর মধ্যেই জানা যায়, আজ উত্তরপাড়া টেলিফোন এক্সচেঞ্জের সামনে সাফাই কর্মীরা কাজ করতে গেলে তাঁদের মারধর করা হয়। আবর্জনা রাস্তায় ছড়িয়ে দেয় এলাকাবাসী। এই খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে যান উত্তরপাড়ার পৌরপ্রধান দিলীপ যাদব।

এদিকে, পৌরকর্মীদের মারধরের ঘটনায় পাড়ায় ঢুকে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। দল তৃণমূল ও উত্তরপাড়ার পৌরপ্রধানের দাবি, আদৌ এলাকাবাসী নয়, BJP-র লোকজনই এই ঘটনার পিছনে রয়েছে। প্রধান মদতদাতা BJP-র সায়ন্তন বসু।

বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা না মেলায় মানুষের মধ্যে যে ক্ষোভ জমেছে সে কথা স্বীকার করেও রবিবার দিলীপ যাদব বলেন, "গত তিনদিন ধরে দিন-রাত কাজ করেছে পৌরসভার কর্মীরা। তাঁদের গায়ে হাত দেওয়ার মদত দিয়েছে BJP-র সায়ন্তন বসু ও শ্যামল ঘোষ। CP(I)M নেতা মহাদেবও এই উস্কানির পেছনে রয়েছে।"

দিলীপ যাদব হুঁশিয়ারি দিয়ে বলেন, "সাফাই কর্মীদের গায় হাত দেবে, পুলিশের গায়ে হাত দেবে, পৌরসভার কর্মীদের উপর চড়াও হবে, এটা বরদাস্ত করা হবে না। BJP-র সায়ন্তন বসু কলকাতা থেকে আর শ্রীরামপুর থেকে শ্যামল ঘোষ এসে বিপ্লব করবে! উত্তরপাড়ার মানুষ মানবে না। BJP নেতাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব। তবে, BJP নেতারা এখনও এই বিষয়ে মুখ খুলতে চাননি।

উত্তরপাড়া, 24 মে: BJP নেতা সায়ন্তন বসুর মদতেই পৌরসভার সাফাইকর্মীদের মারধর করা হয়েছে। BJP নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিলেন উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব। তাঁর দাবি, এই সংকটের সময়ে BJP রাজনীতি করছে। এর ফলেই BJP-র বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলছে।

আমফানের দাপটে এলাকার বহু জায়গায় পানীয় জল নেই, বিদ্যুৎ পরিষেবাও বিচ্ছিন্ন গত চারদিন ধরে। ক্রমশ ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। যার পর উত্তরপাড়ার বিভিন্ন অঞ্চলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে। এর মধ্যেই জানা যায়, আজ উত্তরপাড়া টেলিফোন এক্সচেঞ্জের সামনে সাফাই কর্মীরা কাজ করতে গেলে তাঁদের মারধর করা হয়। আবর্জনা রাস্তায় ছড়িয়ে দেয় এলাকাবাসী। এই খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে যান উত্তরপাড়ার পৌরপ্রধান দিলীপ যাদব।

এদিকে, পৌরকর্মীদের মারধরের ঘটনায় পাড়ায় ঢুকে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। দল তৃণমূল ও উত্তরপাড়ার পৌরপ্রধানের দাবি, আদৌ এলাকাবাসী নয়, BJP-র লোকজনই এই ঘটনার পিছনে রয়েছে। প্রধান মদতদাতা BJP-র সায়ন্তন বসু।

বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা না মেলায় মানুষের মধ্যে যে ক্ষোভ জমেছে সে কথা স্বীকার করেও রবিবার দিলীপ যাদব বলেন, "গত তিনদিন ধরে দিন-রাত কাজ করেছে পৌরসভার কর্মীরা। তাঁদের গায়ে হাত দেওয়ার মদত দিয়েছে BJP-র সায়ন্তন বসু ও শ্যামল ঘোষ। CP(I)M নেতা মহাদেবও এই উস্কানির পেছনে রয়েছে।"

দিলীপ যাদব হুঁশিয়ারি দিয়ে বলেন, "সাফাই কর্মীদের গায় হাত দেবে, পুলিশের গায়ে হাত দেবে, পৌরসভার কর্মীদের উপর চড়াও হবে, এটা বরদাস্ত করা হবে না। BJP-র সায়ন্তন বসু কলকাতা থেকে আর শ্রীরামপুর থেকে শ্যামল ঘোষ এসে বিপ্লব করবে! উত্তরপাড়ার মানুষ মানবে না। BJP নেতাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব। তবে, BJP নেতারা এখনও এই বিষয়ে মুখ খুলতে চাননি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.