ETV Bharat / state

খানাকুলে বজ্রাঘাতে মৃতের পরিবারের হাতে 2 লাখ টাকার চেক তুলে দিলেন শুভেন্দু

author img

By

Published : Jun 18, 2021, 4:49 AM IST

শুভেন্দু অধিকারী টুইট করে জানান, খানাকুলের চুয়াডাঙ্গার বিজেপি নেত্রী মঙ্গলা সর্দারের পুত্র অভিজিত সর্দার কয়েকদিন আগে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছিলেন। তার পরিবারের সাথে দেখা করে তার সন্তানদের ভবিষ্যতে পড়াশোনার সকল দায়িত্ব নেওয়ার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে মৃত অভিজিত বাবুর মা-র হাতে 2 লক্ষ টাকা তুলে দিলাম ।

Suvendu adhikari gives a check of Rs 2 lakh to the family of the deceased
বজ্রাঘাতে মৃতের পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিলেন শুভেন্দু

খানাকুল, 18 জুন : বৃহস্পতিবার খানাকুলের চুয়াডাঙ্গা এলাকায় বজ্রাঘাতে মৃত অভিজিৎ সর্দারের পরিবারের হাতে আর্থিক সাহায্য হিসেবে 2 লক্ষ টাকা তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । উপস্থিত ছিলেন আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ ও গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারকসহ বিজেপির নেতা ও কর্মীরা ।

শুভেন্দু অধিকারী টুইট করে জানান, খানাকুলের চুয়াডাঙ্গার বিজেপি নেত্রী মঙ্গলা সর্দারের পুত্র অভিজিত সর্দার কয়েকদিন আগে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছিলেন। তার পরিবারের সাথে দেখা করে তার সন্তানদের ভবিষ্যতে পড়াশোনার সকল দায়িত্ব নেওয়ার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে মৃত অভিজিত বাবুর মা-র হাতে 2 লক্ষ টাকা তুলে দিলাম ।

  • খানাকুলের চুয়াডাঙ্গার বিজেপি নেত্রী মঙ্গলা সর্দারের পুত্র অভিজিত সর্দার কয়েকদিন আগে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছিলেন। তার পরিবারের সাথে দেখা করে তার সন্তানদের ভবিষ্যতে পড়াশোনার সকল দায়িত্ব নেওয়ার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে মৃত অভিজিত বাবুর মা-র হাতে ২ লক্ষ টাকা তুলে দিলাম । pic.twitter.com/v4dyLss31C

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

খানাকুলের চুয়াডাঙ্গার বিজেপি নেত্রী মঙ্গলা সর্দারের পুত্র অভিজিত সর্দার কয়েকদিন আগে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছিলেন। তার পরিবারের সাথে দেখা করে তার সন্তানদের ভবিষ্যতে পড়াশোনার সকল দায়িত্ব নেওয়ার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে মৃত অভিজিত বাবুর মা-র হাতে ২ লক্ষ টাকা তুলে দিলাম । pic.twitter.com/v4dyLss31C

— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 17, 2021

ওই পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,"কেন্দ্র রাজ্য সরকারের আগেই বজ্রাঘাতে মৃত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয় । সেই মতোই এদিন পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল ।"

খানাকুলে বজ্রাঘাতে মৃতের পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিলেন শুভেন্দু অধিকারী

অন্যদিকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য ইতিমধ্যেই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী । পাশাপাশি দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে শিশির অধিকারীর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি ।

আরও পড়ুন : চেক পোস্ট বসিয়ে বিজেপি সমর্থকদের থেকে তোলা আদায় তৃণমূলের, অভিযোগ শুভেন্দুর

তবে শুভেন্দু অধিকারীর এদিন খানাকুলের সফরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ৷ তৃণমূল নেতৃত্বের দাবি, কয়েকদিন আগেই একসঙ্গে বহু মানুষের মৃত্যু হয় রাজ্যে ৷ কেন্দ্র দু লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করলেও এখনও আরামবাগ মহকুমার কোনও পরিবার সেই টাকা পায়নি ।

খানাকুল, 18 জুন : বৃহস্পতিবার খানাকুলের চুয়াডাঙ্গা এলাকায় বজ্রাঘাতে মৃত অভিজিৎ সর্দারের পরিবারের হাতে আর্থিক সাহায্য হিসেবে 2 লক্ষ টাকা তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । উপস্থিত ছিলেন আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ ও গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারকসহ বিজেপির নেতা ও কর্মীরা ।

শুভেন্দু অধিকারী টুইট করে জানান, খানাকুলের চুয়াডাঙ্গার বিজেপি নেত্রী মঙ্গলা সর্দারের পুত্র অভিজিত সর্দার কয়েকদিন আগে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছিলেন। তার পরিবারের সাথে দেখা করে তার সন্তানদের ভবিষ্যতে পড়াশোনার সকল দায়িত্ব নেওয়ার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে মৃত অভিজিত বাবুর মা-র হাতে 2 লক্ষ টাকা তুলে দিলাম ।

  • খানাকুলের চুয়াডাঙ্গার বিজেপি নেত্রী মঙ্গলা সর্দারের পুত্র অভিজিত সর্দার কয়েকদিন আগে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছিলেন। তার পরিবারের সাথে দেখা করে তার সন্তানদের ভবিষ্যতে পড়াশোনার সকল দায়িত্ব নেওয়ার পাশাপাশি বিজেপির পক্ষ থেকে মৃত অভিজিত বাবুর মা-র হাতে ২ লক্ষ টাকা তুলে দিলাম । pic.twitter.com/v4dyLss31C

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,"কেন্দ্র রাজ্য সরকারের আগেই বজ্রাঘাতে মৃত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয় । সেই মতোই এদিন পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল ।"

খানাকুলে বজ্রাঘাতে মৃতের পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দিলেন শুভেন্দু অধিকারী

অন্যদিকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য ইতিমধ্যেই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী । পাশাপাশি দলত্যাগ বিরোধী আইন প্রসঙ্গে শিশির অধিকারীর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি ।

আরও পড়ুন : চেক পোস্ট বসিয়ে বিজেপি সমর্থকদের থেকে তোলা আদায় তৃণমূলের, অভিযোগ শুভেন্দুর

তবে শুভেন্দু অধিকারীর এদিন খানাকুলের সফরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ৷ তৃণমূল নেতৃত্বের দাবি, কয়েকদিন আগেই একসঙ্গে বহু মানুষের মৃত্যু হয় রাজ্যে ৷ কেন্দ্র দু লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করলেও এখনও আরামবাগ মহকুমার কোনও পরিবার সেই টাকা পায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.