চুঁচুঁড়া, 6 জুন : "বন্দুক ও বোমা শিল্প এটাই পশ্চিমবঙ্গের মুখ্য শিল্প । মুখ্যমন্ত্রীর যারা প্রিয় শিল্পপতি, সেই শিল্পপতিরা বোমা বন্দুক তৈরি করতে পারে, তারা তো আর ভাল কিছু পারে না ৷ আদানি গোষ্ঠী উত্তরপ্রদেশে 70 কোটি টাকা লগ্নি করেছে । মুখ্যমন্ত্রীর বেলায় কাঁচকলা দিয়েছে । শিল্প সম্মেলন হওয়ার পর রাজ্যে বেশিবেশি করে বোমা বন্দুক তৈরি হওয়ার জন্যই এখানে অস্ত্রের ধরপাকড় শুরু হয়েছে ।" সোমবার এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar criticises CM Mamata Banerjee) ৷
এদিন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকেও কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷ সুকান্ত বলেন, ''কলকাতায় বেশি গরম পড়েছে তাই দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ উনি তো উত্তরবঙ্গে ঘুরতে যান ৷ উত্তরবঙ্গে উত্তরকন্যা খুলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কোনও উন্নয়ন হয়নি । মুখ্যমন্ত্রী বলেছিলেন মিনি সেক্রেটেরিয়ট হবে । অথচ একজন লোক ছাড়া কেউ থাকে না ওখানে । শুধুমাত্র আইওয়াশ হচ্ছে গোটা রাজ্যে । চা বাগানের অবস্থা তথৈবচ । চা শ্রমিকরা দরিদ্র থেকে দরিদ্রতম হয়ে যাচ্ছে । মুখ্যমন্ত্রী পারলে সমস্ত চা বাগানকে প্রোমোটারদের হাতে তুলে দেন ।"
আরও পড়ুন : বুধে রাজ্যে আসছেন নাড্ডা, যোগ দেবেন বিজেপি রাজ্য কমিটির বৈঠকে
এসএসসি দূর্নীতি, একশো দিনের কাজের টাকা লুঠ, সাংসদ তহবিলের টাকা খরচ করতে দেওয়া, নানা বিষয়ে পুলিশের অসহযোগিতা-সহ একগুচ্ছ অভিযোগ ও ইস্যুকে সামনে রেখে এদিন হুগলির জেলাশাসকের দফতর অভিযানের ডাক দিয়েছিল হুগলি জেলা বিজেপি । সুকান্ত মজুমদারের নেতৃত্বে এদিন শুরু হয় মিছিল ৷ তবে পুলিশি বাধায় এদিনের মিছিলে ব্যপক উত্তেজনা ছড়ায় ৷ দু'পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয় ৷ গ্রেফতার করা হয় জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার-সহ কয়েকজন বিজেপি কর্মীকে । পরে তাঁরা জামিনে ছাড়া পান ৷