ETV Bharat / state

Students Boycott Class: ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদে ক্লাস বয়কট, অভিযুক্ত অশিক্ষক কর্মী - স্কুলে বিক্ষোভ

হুগলির খন্যান এলাকার এক স্কুলে ছাত্রীদের সঙ্গ অভব্য আচারণের অভিযোগ স্কুলের অশিক্ষক কর্মীর বিরুদ্ধে (student Boycott class in Hooghly school)৷ ক্লাস বয়কট করে প্ল্যাকের্ড হাতে বিক্ষোভ ছাত্রী ও অভিভাবকদের ৷ অভিযোগ অস্বিকার করেছেন অভিযুক্ত মন্টু মণ্ডল ৷

Student Boycott Class
অশিক্ষক কর্মীর বিরুদ্ধে সবর ছাত্রীরা
author img

By

Published : Jan 7, 2023, 10:42 PM IST

স্কুল ছাত্রীদের ক্লাস বয়কট করে বিক্ষোভ

হুগলি, 7 জানুয়ারি: স্কুলের ছাত্রীদের সঙ্গে অভব্য ব্যবহারের প্রতিবাদে ক্লাস বয়কট ও বিক্ষোভ পড়ুয়াদের (Student Boycott class to Protest Misbehavior with Female Students)। অভিযোগের তির স্কুলেরই অশিক্ষক কর্মী মন্টু মণ্ডলের বিরুদ্ধে । হুগলির খন্যানে একটি স্কুলের ঘটনা ৷ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় ওই স্কুলে ৷ প্রতিবাদে শনিবার ক্লাস বয়কট করেন ছাত্রীরা ৷

অভিযোগ, দীর্ঘ দিন ধরেই স্কুলের ওই অশিক্ষক কর্মী ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করত (Agitation in school) ৷ এমনকী বিভিন্ন সময়ে ছাত্রীদের উপর ছড়াও হত ৷ কখনও কখনও ছাত্রীদের ফোন করে ডেকে অশালীন ব্যবহার করত ৷ এমনকী স্কুলের শিক্ষকরা ছাত্রীদের না মারলেও অশিক্ষক ওই কর্মী মারধর পর্যন্ত করতেন ছাত্রী এনটাই অভিযোগ । কখনও কখনও শিক্ষিকাদের জামা কাপড় নিয়ে প্রশ্ন তুলতেন এই অশিক্ষক কর্মী । অভিভাবকরা প্রধান শিক্ষিকাকে বিষয়টি জানালেও ওই অশিক্ষক কর্মীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি স্কুলের প্রধান শিক্ষিকা ৷ অভিযোগ ছাত্রীদের। তাই বাধ্য হয়েই শনিবার ক্লাস বয়কট করে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷

আরও পড়ুন: 800টি প্রকল্পের মধ্যে সেরা ! প্ল্যাটিনাম পুরস্কার এল দুয়ারে সরকারের ঝুলিতে

এক ছাত্রীর মা মালবিকা যশ বলেন, "প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ জানিয়েও কোনও প্রতিকার হয়নি । তিনি বলেন স্কুলের মধ্যে মন্টু মণ্ডল এসব করছে আমরা শাস্তির দাবি জানাচ্ছি ।" এই স্কুলের প্রধান শিক্ষিকা পুতুল রায় বলেন, "অভিযোগ মৌখিকভাবে করেছিল ছাত্রীরা । আমি বলেছিলাম লিখিতভাবে দিতে । অভিযোগের সত্যতা তদন্ত করে দেখতে হবে । যদি অভিযোগ প্রমাণিত হয় তার বিচার হবে ।"

বিক্ষোভের খবরে পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া বিডিও স্বাতী চক্রবর্তী । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মন্টু । তাঁর দাবি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে । অশিক্ষক মন্টু মণ্ডল জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে । স্কুলের মেয়েরা অনেক সময় স্কুল কামাই করে রেল স্টেশনে আড্ডা মারে । স্কুলে ক্লাস না করে ফাঁকিবাজি করে । সেসব নিয়ে বকাঝকা করা হয় । বড়দিও জানেন। তিনি আরও বলন, "আসলে বড়দির সব কাজ আমি করি । সব সময় স্কুলের ভালো চাই । তাই হয়ত এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে ।"

স্কুল ছাত্রীদের ক্লাস বয়কট করে বিক্ষোভ

হুগলি, 7 জানুয়ারি: স্কুলের ছাত্রীদের সঙ্গে অভব্য ব্যবহারের প্রতিবাদে ক্লাস বয়কট ও বিক্ষোভ পড়ুয়াদের (Student Boycott class to Protest Misbehavior with Female Students)। অভিযোগের তির স্কুলেরই অশিক্ষক কর্মী মন্টু মণ্ডলের বিরুদ্ধে । হুগলির খন্যানে একটি স্কুলের ঘটনা ৷ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয় ওই স্কুলে ৷ প্রতিবাদে শনিবার ক্লাস বয়কট করেন ছাত্রীরা ৷

অভিযোগ, দীর্ঘ দিন ধরেই স্কুলের ওই অশিক্ষক কর্মী ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করত (Agitation in school) ৷ এমনকী বিভিন্ন সময়ে ছাত্রীদের উপর ছড়াও হত ৷ কখনও কখনও ছাত্রীদের ফোন করে ডেকে অশালীন ব্যবহার করত ৷ এমনকী স্কুলের শিক্ষকরা ছাত্রীদের না মারলেও অশিক্ষক ওই কর্মী মারধর পর্যন্ত করতেন ছাত্রী এনটাই অভিযোগ । কখনও কখনও শিক্ষিকাদের জামা কাপড় নিয়ে প্রশ্ন তুলতেন এই অশিক্ষক কর্মী । অভিভাবকরা প্রধান শিক্ষিকাকে বিষয়টি জানালেও ওই অশিক্ষক কর্মীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি স্কুলের প্রধান শিক্ষিকা ৷ অভিযোগ ছাত্রীদের। তাই বাধ্য হয়েই শনিবার ক্লাস বয়কট করে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷

আরও পড়ুন: 800টি প্রকল্পের মধ্যে সেরা ! প্ল্যাটিনাম পুরস্কার এল দুয়ারে সরকারের ঝুলিতে

এক ছাত্রীর মা মালবিকা যশ বলেন, "প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ জানিয়েও কোনও প্রতিকার হয়নি । তিনি বলেন স্কুলের মধ্যে মন্টু মণ্ডল এসব করছে আমরা শাস্তির দাবি জানাচ্ছি ।" এই স্কুলের প্রধান শিক্ষিকা পুতুল রায় বলেন, "অভিযোগ মৌখিকভাবে করেছিল ছাত্রীরা । আমি বলেছিলাম লিখিতভাবে দিতে । অভিযোগের সত্যতা তদন্ত করে দেখতে হবে । যদি অভিযোগ প্রমাণিত হয় তার বিচার হবে ।"

বিক্ষোভের খবরে পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া বিডিও স্বাতী চক্রবর্তী । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মন্টু । তাঁর দাবি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে । অশিক্ষক মন্টু মণ্ডল জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে । স্কুলের মেয়েরা অনেক সময় স্কুল কামাই করে রেল স্টেশনে আড্ডা মারে । স্কুলে ক্লাস না করে ফাঁকিবাজি করে । সেসব নিয়ে বকাঝকা করা হয় । বড়দিও জানেন। তিনি আরও বলন, "আসলে বড়দির সব কাজ আমি করি । সব সময় স্কুলের ভালো চাই । তাই হয়ত এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.