ETV Bharat / state

সংস্কারের অভাবে ধুঁকছে শ্রীরামপুরের প্রাচীন ঐতিহ্য হনুমান মন্দির - ক্ষেত্রমোহন শা

1908 সালে ক্ষেত্রমোহন শা স্থাপন করেছিলেন হনুমান মন্দিরটি ৷ মন্দিরে শিবের সঙ্গে স্থাপিত হয়েছেন কালী , গনেশ, রাম- লক্ষণ -সীতা -হনুমান এবং রাধাগোবিন্দের মূর্তি । প্রত্যেকটি মূর্তিই পাথরের তৈরি ৷ তবে সংস্কারের অভাবে ধুঁকছে শ্রীরামপুরের প্রাচীন ঐতিহ্য এই হনুমান মন্দির ৷

sreerampur
শ্রীরামপুর
author img

By

Published : Feb 20, 2020, 1:09 PM IST

শ্রীরামপুর, 20 ফেব্রুয়ারি: সংস্কারের অভাবে ধুঁকছে 124 বছরের পুরানো হনুমান মন্দির ৷ মন্দিরের প্রতিষ্ঠতা ক্ষেত্রমোহন শা ৷ শ্রীরামপুরবাসীদের অগাধ বিশ্বাস জড়িয়ে আছে মন্দিরটির সঙ্গে ৷ তাই প্রশাসনের কাছে মন্দিরটির পুর্ননির্মাণের দাবি তুলছেন স্থানীয়রা ৷

কথিত আছে , 1897 সালে গোদাবরীতে স্নান করতে গিয়ে ক্ষেত্রমোহন শা নদী থেকে তিনি একটি শিবলিঙ্গ পান । পরবর্তীকালে আনুমানিক 1908 সালে ক্ষেত্রমোহন শা মন্দিরটি স্থাপন করেছিলেন ৷ মন্দিরে শিবের সঙ্গে স্থাপিত হয়েছেন কালী , গনেশ, রাম- লক্ষণ -সীতা -হনুমান এবং রাধাগোবিন্দের মূর্তি । প্রত্যেকটি মূর্তিই পাথরের তৈরি ৷

মন্দির প্রসঙ্গে বলতে গিয়ে ক্ষেত্রমোহন শায়ের বংশধর উত্তমকুমার শা বলেন , "ক্ষেত্রমোহন বাবু হিন্দু ধর্মের সমস্ত সম্প্রদায়ের মানুষদের জন্যই আটটি দেবদেবী সমেত এই নাটমন্দিরের প্রতিষ্ঠা করেন ৷ হিন্দু সংস্কৃতির পরম্পরা এবং আদর্শকে বহন করার উদ্দেশ্যেই তৈরি হয়েছে এই মন্দির ৷

হনুমান মন্দিরের সংস্কারের আর্জি নিয়ে কী বলছেন ক্ষেত্রমোহন শায়ের বংশধর ? দেখুন ভিডিয়োয়

তবে , বর্তমানে সংস্কারের অভাবে ভেঙে পড়ছে মন্দিরটি । প্রশাসনের কাছে এই মন্দিরটির সংস্কারের আর্জি জানিয়ে উত্তমবাবু অনুরোধ করেন রাজনীতি নয় পূজ্য দেবতাকে শ্রদ্ধা জানিয়েই হোক মন্দির সংস্কার ।

hooghly
মন্দিরের উপাস্য দেবতার মূর্তি লাল রঙা পাথরের তৈরি

শ্রীরামপুর, 20 ফেব্রুয়ারি: সংস্কারের অভাবে ধুঁকছে 124 বছরের পুরানো হনুমান মন্দির ৷ মন্দিরের প্রতিষ্ঠতা ক্ষেত্রমোহন শা ৷ শ্রীরামপুরবাসীদের অগাধ বিশ্বাস জড়িয়ে আছে মন্দিরটির সঙ্গে ৷ তাই প্রশাসনের কাছে মন্দিরটির পুর্ননির্মাণের দাবি তুলছেন স্থানীয়রা ৷

কথিত আছে , 1897 সালে গোদাবরীতে স্নান করতে গিয়ে ক্ষেত্রমোহন শা নদী থেকে তিনি একটি শিবলিঙ্গ পান । পরবর্তীকালে আনুমানিক 1908 সালে ক্ষেত্রমোহন শা মন্দিরটি স্থাপন করেছিলেন ৷ মন্দিরে শিবের সঙ্গে স্থাপিত হয়েছেন কালী , গনেশ, রাম- লক্ষণ -সীতা -হনুমান এবং রাধাগোবিন্দের মূর্তি । প্রত্যেকটি মূর্তিই পাথরের তৈরি ৷

মন্দির প্রসঙ্গে বলতে গিয়ে ক্ষেত্রমোহন শায়ের বংশধর উত্তমকুমার শা বলেন , "ক্ষেত্রমোহন বাবু হিন্দু ধর্মের সমস্ত সম্প্রদায়ের মানুষদের জন্যই আটটি দেবদেবী সমেত এই নাটমন্দিরের প্রতিষ্ঠা করেন ৷ হিন্দু সংস্কৃতির পরম্পরা এবং আদর্শকে বহন করার উদ্দেশ্যেই তৈরি হয়েছে এই মন্দির ৷

হনুমান মন্দিরের সংস্কারের আর্জি নিয়ে কী বলছেন ক্ষেত্রমোহন শায়ের বংশধর ? দেখুন ভিডিয়োয়

তবে , বর্তমানে সংস্কারের অভাবে ভেঙে পড়ছে মন্দিরটি । প্রশাসনের কাছে এই মন্দিরটির সংস্কারের আর্জি জানিয়ে উত্তমবাবু অনুরোধ করেন রাজনীতি নয় পূজ্য দেবতাকে শ্রদ্ধা জানিয়েই হোক মন্দির সংস্কার ।

hooghly
মন্দিরের উপাস্য দেবতার মূর্তি লাল রঙা পাথরের তৈরি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.