ETV Bharat / state

তারকেশ্বর মন্দির খুললেও শ্রাবণী মেলা কি হবে ? - শ্রাবণী মেলা

গতকাল কয়েক ঘণ্টার জন্য খুলেছিল তারকেশ্বর মন্দির । আজ সকালেও এক ঘণ্টার জন্য তা খোলা হয়েছিল । তবে অনিশ্চিত শ্রাবণী মেলা ।

ছবি
author img

By

Published : Jun 24, 2020, 3:42 PM IST

তারকেশ্বর, 24 জুন : তিন মাস বন্ধ থাকার পর খুলল তারকেশ্বর মন্দির । তবে মন্দির খুললেও অনিশ্চিত শ্রাবণী মেলা।

রথ যাত্রার দিন মাত্র কয়েক ঘণ্টার জন্য খোলা হয় তারকেশ্বর মন্দিরের গেট । আজ আবারও ভক্তদের জন্য এক ঘণ্টা খোলা হয় মন্দির । সকাল থেকেই পুজো দিতে ভিড় করেন ভক্তরা। স্থানীয় ভক্ত এবং মন্দির সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের কথা ভেবেই মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছে কমিটি । তবে কত দিন এই ভাবে মন্দির খোলা হবে সেটা নিশ্চিত করে জানাননি মহন্ত মহারাজ । আজ বিকেলে মন্দির খোলার ব্যপারে সিদ্ধান্ত নেবে মন্দির কমিটি।

গতকাল সন্ধেয় দীর্ঘ লাইন পড়ে স্থানীয় ভক্তদের । পুলিশের সহযোগিতায় সামাজিক দূরত্ব মেনে একে একে প্রতিমা দর্শন করেন সবাই । আজও পুলিশি সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে একে একে পুজো দেন ভক্তরা । মন্দিরের মহন্ত মহারাজ বলেন, “গতকালের পর আজও সকাল সাড়ে আটটা থেকে সারে ন'টা পযন্ত স্থানীয় ভক্তদের জন্য খোলা হয় মন্দির । পুলিশের সহযোগিতায় সবাই স্বাস্থ্যবিধি মেনে একে একে পুজা দেন । যদি প্রত্যেকে নিয়ম মেনে চলেন তাহলে এভাবেই মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে । আর যদি বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে মন্দির খোলার ব্যপারে অন্য চিন্তা ভাবনা নিতে হবে।"

আষাঢ় মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে শ্রাবণী মেলা । এই মেলা উপলক্ষ্যে প্রচুর ভক্তের সমাগম হয় তারকেশ্বর মন্দিরে । আদৌও কি এবার শ্রাবণী মেলা হবে ? এই ব্যাপারে মহারাজ জানান, সেটা এখনই বলা সম্ভব নয় । শ্রাবণী মেলা উপলক্ষ্যে সব থেকে বেশি ভিড় হয় ঝাড়খণ্ডের দেওঘরে । সেখানে শ্রাবণী মেলা বন্ধ, এরপর কাশি বিশ্বনাথে কাউর যাত্রা বন্ধ করা হয়েছে এবং উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা এই তিন রাজ্যের সরকার ঘোষণা করেছে এবারে কাউর যাত্রা হবে না । তাই শ্রাবণী মেলা হবে কি হবে না, তা নিয়ে ভাবতে হবে ।

তারকেশ্বর, 24 জুন : তিন মাস বন্ধ থাকার পর খুলল তারকেশ্বর মন্দির । তবে মন্দির খুললেও অনিশ্চিত শ্রাবণী মেলা।

রথ যাত্রার দিন মাত্র কয়েক ঘণ্টার জন্য খোলা হয় তারকেশ্বর মন্দিরের গেট । আজ আবারও ভক্তদের জন্য এক ঘণ্টা খোলা হয় মন্দির । সকাল থেকেই পুজো দিতে ভিড় করেন ভক্তরা। স্থানীয় ভক্ত এবং মন্দির সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের কথা ভেবেই মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছে কমিটি । তবে কত দিন এই ভাবে মন্দির খোলা হবে সেটা নিশ্চিত করে জানাননি মহন্ত মহারাজ । আজ বিকেলে মন্দির খোলার ব্যপারে সিদ্ধান্ত নেবে মন্দির কমিটি।

গতকাল সন্ধেয় দীর্ঘ লাইন পড়ে স্থানীয় ভক্তদের । পুলিশের সহযোগিতায় সামাজিক দূরত্ব মেনে একে একে প্রতিমা দর্শন করেন সবাই । আজও পুলিশি সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে একে একে পুজো দেন ভক্তরা । মন্দিরের মহন্ত মহারাজ বলেন, “গতকালের পর আজও সকাল সাড়ে আটটা থেকে সারে ন'টা পযন্ত স্থানীয় ভক্তদের জন্য খোলা হয় মন্দির । পুলিশের সহযোগিতায় সবাই স্বাস্থ্যবিধি মেনে একে একে পুজা দেন । যদি প্রত্যেকে নিয়ম মেনে চলেন তাহলে এভাবেই মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে । আর যদি বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে মন্দির খোলার ব্যপারে অন্য চিন্তা ভাবনা নিতে হবে।"

আষাঢ় মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে শ্রাবণী মেলা । এই মেলা উপলক্ষ্যে প্রচুর ভক্তের সমাগম হয় তারকেশ্বর মন্দিরে । আদৌও কি এবার শ্রাবণী মেলা হবে ? এই ব্যাপারে মহারাজ জানান, সেটা এখনই বলা সম্ভব নয় । শ্রাবণী মেলা উপলক্ষ্যে সব থেকে বেশি ভিড় হয় ঝাড়খণ্ডের দেওঘরে । সেখানে শ্রাবণী মেলা বন্ধ, এরপর কাশি বিশ্বনাথে কাউর যাত্রা বন্ধ করা হয়েছে এবং উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা এই তিন রাজ্যের সরকার ঘোষণা করেছে এবারে কাউর যাত্রা হবে না । তাই শ্রাবণী মেলা হবে কি হবে না, তা নিয়ে ভাবতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.