হুগলি, 6 অগাস্ট : সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানির পোস্টার সাঁটানোর ঘটনায় গ্রেপ্তার হুগলি DIB-র OC ওয়াচ সমীর সরকার ৷ আজ শ্রীরামপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ৷ তোলা হয় শ্রীরামপুর আদালতে ৷
আরও পড়ুন: কল্যাণের নামে কাটমানির পোস্টারের ঘটনায় আটক পুলিশ অফিসার
30 জুলাই গভীর রাতে দু'জনকে ওয়েলিংটন জুটমিল, ESI হাসপাতাল ও বাসস্ট্যান্ডের কাছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার সাঁটাতে দেখা যায় । একটি গাড়িতে করে ওই দুই ব্যক্তি আসে ৷ CCTV ফুটেজ থেকে পুলিশের স্টিকার লাগানো ওই গাড়িটির সন্ধান পাওয়া যায় ৷ গাড়িটিকে চুঁচুড়ার খাদিনামোড় থেকে আটক করে পুলিশ । গ্রেপ্তার করা হয় চালক অমিয়কে । ধৃত অমিয়কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, হুগলি গ্রামীণ পুলিশের DIB OC ওয়াচ সমীর সরকার গাড়িটি ব্যবহার করেছিলেন ৷ এরপরই ধৃত অমিয় ও সমীরবাবুকে মুখোমুখি বসিয়ে জেরার জন্য তাঁকে চন্দননগর কমিশনারেট থেকে ডেকে পাঠানো হয়েছিল ৷ কিন্তু তিনি হাজির হননি । তারপরই চার তারিখ তাঁকে আটক করা হয় । আজ তাঁকে শ্রীরামপুর থানার পুলিশ গ্রেপ্তার করে ৷ তাঁর নামে একাধিক ধারায় মামলা করা হয়েছে ৷
এবিষয়ে সমীরবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জিজ্ঞাসা করুন ৷ ওঁর জন্য আজ কষ্ট করে ইলেকশনটা করলাম আর তার এই প্রতিদান দিলেন? আমাকে ফাঁসানো হয়েছে ৷ আমি গাড়িতে ছিলাম না ৷ "