ETV Bharat / state

"কল্যাণের হয়ে ভোট করে এই প্রতিদান পেলাম", গ্রেপ্তারের পর বললেন পুলিশকর্তা - postering against Kalyan Bandopadhyay

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানির পোস্টার সাঁটানোর ঘটনায় গ্রেপ্তার SI সমীর সরকার ৷ তাঁকে শ্রীরামপুর আদালতে তোলা হয় ৷

সমীর সরকার
author img

By

Published : Aug 6, 2019, 3:36 PM IST

হুগলি, 6 অগাস্ট : সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানির পোস্টার সাঁটানোর ঘটনায় গ্রেপ্তার হুগলি DIB-র OC ওয়াচ সমীর সরকার ৷ আজ শ্রীরামপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ৷ তোলা হয় শ্রীরামপুর আদালতে ৷

আরও পড়ুন: কল্যাণের নামে কাটমানির পোস্টারের ঘটনায় আটক পুলিশ অফিসার

30 জুলাই গভীর রাতে দু'জনকে ওয়েলিংটন জুটমিল, ESI হাসপাতাল ও বাসস্ট্যান্ডের কাছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার সাঁটাতে দেখা যায় । একটি গাড়িতে করে ওই দুই ব্যক্তি আসে ৷ CCTV ফুটেজ থেকে পুলিশের স্টিকার লাগানো ওই গাড়িটির সন্ধান পাওয়া যায় ৷ গাড়িটিকে চুঁচুড়ার খাদিনামোড় থেকে আটক করে পুলিশ । গ্রেপ্তার করা হয় চালক অমিয়কে । ধৃত অমিয়কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, হুগলি গ্রামীণ পুলিশের DIB OC ওয়াচ সমীর সরকার গাড়িটি ব্যবহার করেছিলেন ৷ এরপরই ধৃত অমিয় ও সমীরবাবুকে মুখোমুখি বসিয়ে জেরার জন্য তাঁকে চন্দননগর কমিশনারেট থেকে ডেকে পাঠানো হয়েছিল ৷ কিন্তু তিনি হাজির হননি । তারপরই চার তারিখ তাঁকে আটক করা হয় । আজ তাঁকে শ্রীরামপুর থানার পুলিশ গ্রেপ্তার করে ৷ তাঁর নামে একাধিক ধারায় মামলা করা হয়েছে ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

এবিষয়ে সমীরবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জিজ্ঞাসা করুন ৷ ওঁর জন্য আজ কষ্ট করে ইলেকশনটা করলাম আর তার এই প্রতিদান দিলেন? আমাকে ফাঁসানো হয়েছে ৷ আমি গাড়িতে ছিলাম না ৷ "

হুগলি, 6 অগাস্ট : সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানির পোস্টার সাঁটানোর ঘটনায় গ্রেপ্তার হুগলি DIB-র OC ওয়াচ সমীর সরকার ৷ আজ শ্রীরামপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ৷ তোলা হয় শ্রীরামপুর আদালতে ৷

আরও পড়ুন: কল্যাণের নামে কাটমানির পোস্টারের ঘটনায় আটক পুলিশ অফিসার

30 জুলাই গভীর রাতে দু'জনকে ওয়েলিংটন জুটমিল, ESI হাসপাতাল ও বাসস্ট্যান্ডের কাছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার সাঁটাতে দেখা যায় । একটি গাড়িতে করে ওই দুই ব্যক্তি আসে ৷ CCTV ফুটেজ থেকে পুলিশের স্টিকার লাগানো ওই গাড়িটির সন্ধান পাওয়া যায় ৷ গাড়িটিকে চুঁচুড়ার খাদিনামোড় থেকে আটক করে পুলিশ । গ্রেপ্তার করা হয় চালক অমিয়কে । ধৃত অমিয়কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, হুগলি গ্রামীণ পুলিশের DIB OC ওয়াচ সমীর সরকার গাড়িটি ব্যবহার করেছিলেন ৷ এরপরই ধৃত অমিয় ও সমীরবাবুকে মুখোমুখি বসিয়ে জেরার জন্য তাঁকে চন্দননগর কমিশনারেট থেকে ডেকে পাঠানো হয়েছিল ৷ কিন্তু তিনি হাজির হননি । তারপরই চার তারিখ তাঁকে আটক করা হয় । আজ তাঁকে শ্রীরামপুর থানার পুলিশ গ্রেপ্তার করে ৷ তাঁর নামে একাধিক ধারায় মামলা করা হয়েছে ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

এবিষয়ে সমীরবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জিজ্ঞাসা করুন ৷ ওঁর জন্য আজ কষ্ট করে ইলেকশনটা করলাম আর তার এই প্রতিদান দিলেন? আমাকে ফাঁসানো হয়েছে ৷ আমি গাড়িতে ছিলাম না ৷ "

Intro:কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে পোস্টার লাগানোর ঘটনায় আমাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পুলিশ অফিসার সমীর সরকারের।তার বক্তব্য এই ঘটনায় জড়িত আর কেউ থাকার আছে কিনা তার উত্তর কল্যাণ ব্যানার্জী কে জিজ্ঞাসা করুন।ওনার জন্য ভোটে খাটার পর আমার এই ফল দিলেন উনি।Body:WB_HGL_KALYAN CASE ARREST SAMIR_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.