ETV Bharat / state

যুবককে পোকার কামড়, হুগলিতে ফের স্ক্রাব টাইফাস আতঙ্ক

বছর বাইশের যুবক তন্ময়ের নাভির কাছে পোকাটি কামড়ায় ৷ তিনি পোকাটিকে না মেরে একটি কৌটোয় পুরে রাখেন ৷ বাড়ির লোকজনকেও দেখান ৷ সন্দেহ হওয়ায় প্রথমে জেলা হাসপাতাল ও পরে কলকাতায় সরকারি হাসপাতালে যান তন্ময় ৷ সেখানে তাঁকে হাসপাতালে ভরতি হওয়ার পরামর্শ দেওয়া হয় ৷

স্ক্রাব টাইফাস
স্ক্রাব টাইফাস
author img

By

Published : Dec 4, 2019, 11:51 AM IST

Updated : Dec 4, 2019, 1:41 PM IST

ডানকুনি, 4 ডিসেম্বর : ফের স্ক্রাব টাইফাসের আতঙ্ক ছড়াল হুগলিতে ৷ ডানকুনি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তন্ময় সিমলাইকে একটি পোকা কামড়ায় ৷ আশঙ্কা, এই পোকাই ট্রমবিকুলেট মাইট, যা স্ক্রাব টাইফাস জীবাণু বহন করে ৷

বছর বাইশের যুবক তন্ময়ের নাভির কাছে পোকাটি কামড়ায় ৷ তিনি পোকাটিকে না মেরে একটি কৌটোয় পুরে রাখেন ৷ বাড়ির লোকজনকেও দেখান ৷ সন্দেহ হওয়ায় প্রথমে জেলা হাসপাতাল ও পরে কলকাতায় সরকারি হাসপাতালে যান তন্ময় ৷ সেখানে তাঁকে হাসপাতালে ভরতি হওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ বাড়ি ফিরে তিনি আরও একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেন ৷ তিনিও আশঙ্কা করছেন, পোকাটি ট্রমবিকুলেট মাইট ৷ জানান, এই পোকা স্ক্রাব টাইফাস জীবাণু বহন করে কি না, তা খতিয়ে দেখবে স্বাস্থ্য দপ্তরের টিম ৷

স্ক্রাব টাইফাস নিয়ে আতঙ্কিত তন্ময় সিমলাই

এখনও পর্যন্ত তন্ময়ের জ্বর হয়নি ৷ রোগের কোনও লক্ষণও ধরা পড়েনি ৷ তবে, পোকাটি কীভাবে এল তা নিয়ে চিন্তিত তন্ময়ের পরিবার ৷ ইতিমধ্যে, হুগলিতে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছে প্রায় 37 জন ৷ এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী বলেন, "যতক্ষণ না পোকাটিকে পরীক্ষা করা হচ্ছে, ততক্ষণ বলা সম্ভব নয় ৷ বিষয়টি আমাদের নজরে আছে ৷ আমরা অবশ্যই দেখব ৷"

ডানকুনি, 4 ডিসেম্বর : ফের স্ক্রাব টাইফাসের আতঙ্ক ছড়াল হুগলিতে ৷ ডানকুনি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তন্ময় সিমলাইকে একটি পোকা কামড়ায় ৷ আশঙ্কা, এই পোকাই ট্রমবিকুলেট মাইট, যা স্ক্রাব টাইফাস জীবাণু বহন করে ৷

বছর বাইশের যুবক তন্ময়ের নাভির কাছে পোকাটি কামড়ায় ৷ তিনি পোকাটিকে না মেরে একটি কৌটোয় পুরে রাখেন ৷ বাড়ির লোকজনকেও দেখান ৷ সন্দেহ হওয়ায় প্রথমে জেলা হাসপাতাল ও পরে কলকাতায় সরকারি হাসপাতালে যান তন্ময় ৷ সেখানে তাঁকে হাসপাতালে ভরতি হওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ বাড়ি ফিরে তিনি আরও একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেন ৷ তিনিও আশঙ্কা করছেন, পোকাটি ট্রমবিকুলেট মাইট ৷ জানান, এই পোকা স্ক্রাব টাইফাস জীবাণু বহন করে কি না, তা খতিয়ে দেখবে স্বাস্থ্য দপ্তরের টিম ৷

স্ক্রাব টাইফাস নিয়ে আতঙ্কিত তন্ময় সিমলাই

এখনও পর্যন্ত তন্ময়ের জ্বর হয়নি ৷ রোগের কোনও লক্ষণও ধরা পড়েনি ৷ তবে, পোকাটি কীভাবে এল তা নিয়ে চিন্তিত তন্ময়ের পরিবার ৷ ইতিমধ্যে, হুগলিতে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছে প্রায় 37 জন ৷ এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী বলেন, "যতক্ষণ না পোকাটিকে পরীক্ষা করা হচ্ছে, ততক্ষণ বলা সম্ভব নয় ৷ বিষয়টি আমাদের নজরে আছে ৷ আমরা অবশ্যই দেখব ৷"

Intro:আবারও স্ক্রাব টাইফাসের আতঙ্ক হুগলিতে। ডানকুনি পৌরসভার ১৭নম্বর ওয়ার্ডে। গত কাল তন্ময় সিমলাই এক বাইশ উর্ধ যুবক তার দেহে একটি পোঁকা দেখতে পায়।বাড়িতে ঘুম থেকে ওঠার সময় নাভির মধ্যে কামড়ানো বুঝতে পারে।তখন দেখে একটি পোঁকা রয়েছে।পরিবারকেও দেখায়।সেটিকে বার করে একটি জায়গায় সংরক্ষণ করে রাখে।সন্দেহ হওয়ার কারণে জেলা হাসপাতাল থেকে কলকাতায় সরকারি হাসপাতালে যান ঐ যুবক।তাকে ভর্তি হওয়ার পরামর্শ দিলে সে বাড়িতে এসে একজন চিকিৎসক দেখালে।আশঙ্কা করা হচ্ছে এই পোঁকাই ট্রমবিকুলেট মাইট।যে কোন ভাবে তার দেহে আসে।পোকাটিকে বাক্স বন্দি করে রাখা হয়েছে। তার ধারণা, এই পোকাই স্ক্রাব টাইফাস জীবাণু বহন করে থাকে।তবে আদেও তা কিনা সেটা খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য দপ্তরের টিম না গেল বোঝা সম্ভব নয়।আদেও সে এই রোগে আক্রান্ত হবে কিনা সেও খতিয়ে দেখবে স্বাস্থ্য দপ্তর।এখনও পর্যন্ত তন্ময়ের জ্বর হয়নি।এই রোগের কোন প্রকোপ ধরা পড়েনি।তবে কিভাবে এলো এই পোঁকা সেই দুশ্চিন্তায় ঘুম উড়ছে পরিবারের।ইতিমধ্যে হুগলি জেলায় স্ক্রাব টাইফাসে আক্রান্ত 37 জনের উপর।
এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী বলেন যতক্ষণ না পোকাটিকে পরীক্ষা করা হচ্ছে ততক্ষণ বলা সম্ভব নয়। বিষয়টি আমাদের নজরে আছে আমরা প্রতি অবশ্যই দেখবো।Body:WB_HGL_DANKUNI SCRUB TYPHUS_7203418Conclusion:
Last Updated : Dec 4, 2019, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.