ডানকুনি, 4 ডিসেম্বর : ফের স্ক্রাব টাইফাসের আতঙ্ক ছড়াল হুগলিতে ৷ ডানকুনি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তন্ময় সিমলাইকে একটি পোকা কামড়ায় ৷ আশঙ্কা, এই পোকাই ট্রমবিকুলেট মাইট, যা স্ক্রাব টাইফাস জীবাণু বহন করে ৷
বছর বাইশের যুবক তন্ময়ের নাভির কাছে পোকাটি কামড়ায় ৷ তিনি পোকাটিকে না মেরে একটি কৌটোয় পুরে রাখেন ৷ বাড়ির লোকজনকেও দেখান ৷ সন্দেহ হওয়ায় প্রথমে জেলা হাসপাতাল ও পরে কলকাতায় সরকারি হাসপাতালে যান তন্ময় ৷ সেখানে তাঁকে হাসপাতালে ভরতি হওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ বাড়ি ফিরে তিনি আরও একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেন ৷ তিনিও আশঙ্কা করছেন, পোকাটি ট্রমবিকুলেট মাইট ৷ জানান, এই পোকা স্ক্রাব টাইফাস জীবাণু বহন করে কি না, তা খতিয়ে দেখবে স্বাস্থ্য দপ্তরের টিম ৷
এখনও পর্যন্ত তন্ময়ের জ্বর হয়নি ৷ রোগের কোনও লক্ষণও ধরা পড়েনি ৷ তবে, পোকাটি কীভাবে এল তা নিয়ে চিন্তিত তন্ময়ের পরিবার ৷ ইতিমধ্যে, হুগলিতে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছে প্রায় 37 জন ৷ এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী বলেন, "যতক্ষণ না পোকাটিকে পরীক্ষা করা হচ্ছে, ততক্ষণ বলা সম্ভব নয় ৷ বিষয়টি আমাদের নজরে আছে ৷ আমরা অবশ্যই দেখব ৷"