ETV Bharat / state

Robbery: চন্দননগরে স্বর্ণ ঋণ সংস্থার অফিসে ডাকাতি, গ্রেফতার 2 - স্বর্ণ ঋণ সংস্থায় আগ্নেয়াস্ত্র হাতে ডাকাতি

স্বর্ণ ঋণ সংস্থায় আগ্নেয়াস্ত্র হাতে ডাকাতি ৷ চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারের ঘটনায় 2 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকিরা সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে ৷ 6-7 জন দুষ্কৃতী এই ডাকাতি করতে এসেছিল ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

robbery-at-gold-loan-company-office-in-chandannagar-hooghly
চন্দননগরে স্বর্ণ ঋণ সংস্থার অফিসে ডাকাতি
author img

By

Published : Sep 21, 2021, 6:46 PM IST

হুগলি, 21 সেপ্টেম্বর : চন্দননগরে একটি স্বর্ণ ঋণ সংস্থার অফিসে ডাকাতি ৷ স্বর্ণ ঋণ সংস্থার কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠ করা হয় বলে অভিযোগ ৷ পাশাপাশি মারধরও করা হয় ঋণ সংস্থার কর্মীদের ৷ ডাকাত দলের বিরুদ্ধে সেখানে গুলি চালানোর অভিযোগও উঠেছে ৷ ঘটনায় পুলিশের হাতে দুই দুষ্কৃতী ধরা পড়েছে ৷

পুলিশ সূত্রে খবর, আজ দুপুর 3টে নাগাদ কয়েকটি বাইক এবং একটি প্রাইভেট গাড়ি নিয়ে চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারে একটি বেসরকারি স্বর্ণ ঋণ সংস্থার অফিসে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতী দল ৷ অভিযোগ আগ্নেয়াস্ত্র উঁচিয়ে অফিসের ভিতরে ঢুকে লুঠপাট শুরু করে তারা ৷ কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা এবং গয়না লুঠ করতে শুরু করে ৷ এমনকি কয়েক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা ৷ কর্মীরা বাধা দিতে গেলে তাদের মারধরও করা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Purulia Child Murder Case : পুরুলিয়া সূচকাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড ঘোষণা আদালতের

স্বর্ণ ঋণ সংস্থার অফিস থেকে হট্টোগোল এবং গুলির শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় ৷ খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসে ৷ আর পুলিশ আসতেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ কিন্তু, দুই দুষ্কৃতী সেখান থেকে পালাতে ব্যর্থ হয় ৷ তারা পুলিশের হাতে ধরা পড়ে যায় ৷ খাদি মোড় থেকে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনায় স্বর্ণ ঋণ সংস্থার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন ৷ তাঁরা প্রাথমিক চিকিৎসার পর সুস্থ রয়েছেন ৷ পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকিদের খোঁজ শুরু করেছে ৷

আরও পড়ুন : Rape Case: নাবালিকা ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

হুগলি, 21 সেপ্টেম্বর : চন্দননগরে একটি স্বর্ণ ঋণ সংস্থার অফিসে ডাকাতি ৷ স্বর্ণ ঋণ সংস্থার কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠ করা হয় বলে অভিযোগ ৷ পাশাপাশি মারধরও করা হয় ঋণ সংস্থার কর্মীদের ৷ ডাকাত দলের বিরুদ্ধে সেখানে গুলি চালানোর অভিযোগও উঠেছে ৷ ঘটনায় পুলিশের হাতে দুই দুষ্কৃতী ধরা পড়েছে ৷

পুলিশ সূত্রে খবর, আজ দুপুর 3টে নাগাদ কয়েকটি বাইক এবং একটি প্রাইভেট গাড়ি নিয়ে চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারে একটি বেসরকারি স্বর্ণ ঋণ সংস্থার অফিসে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতী দল ৷ অভিযোগ আগ্নেয়াস্ত্র উঁচিয়ে অফিসের ভিতরে ঢুকে লুঠপাট শুরু করে তারা ৷ কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা এবং গয়না লুঠ করতে শুরু করে ৷ এমনকি কয়েক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা ৷ কর্মীরা বাধা দিতে গেলে তাদের মারধরও করা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Purulia Child Murder Case : পুরুলিয়া সূচকাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড ঘোষণা আদালতের

স্বর্ণ ঋণ সংস্থার অফিস থেকে হট্টোগোল এবং গুলির শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় ৷ খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসে ৷ আর পুলিশ আসতেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ কিন্তু, দুই দুষ্কৃতী সেখান থেকে পালাতে ব্যর্থ হয় ৷ তারা পুলিশের হাতে ধরা পড়ে যায় ৷ খাদি মোড় থেকে দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনায় স্বর্ণ ঋণ সংস্থার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন ৷ তাঁরা প্রাথমিক চিকিৎসার পর সুস্থ রয়েছেন ৷ পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকিদের খোঁজ শুরু করেছে ৷

আরও পড়ুন : Rape Case: নাবালিকা ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.