ETV Bharat / state

Rath Yatra 2022: 2 বছর পর চন্দননগরের রথের রশিতে টান, উৎসবে সামিল বহু - চন্দননগরের রথ

চন্দননগরের রথে সামিল হলেন অসংখ্য ভক্ত (Chandannagar Rath Yatra Celebrate After Two Years Due to Covid) ৷ করোনার জন্য দু’বছর বন্ধ থাকার পর ফের চন্দননগরের রথযাত্রার (Rath Yatra 2022) উৎসব শুরু হয়েছে ৷

Rath Yatra 2022
Rath Yatra 2022
author img

By

Published : Jul 1, 2022, 2:22 PM IST

চন্দননগর, 1 জুলাই: দু’বছর পর আবারও গড়াল চন্দননগরের রথের চাকা (Chandannagar Rath Yatra Celebrate After Two Years Due to Covid) ৷ লোহার তৈরি এই রথের রশিতে টান দিলেন অসংখ্য ভক্ত ৷ চন্দননগরের লক্ষ্মীগঞ্জের বাজার থেকে রথযাত্রা শুরু হয় ৷ সেখান থেকে তালাডাঙায় মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেছেন শ্রী জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং শ্রী বলরাম ৷ দু’বছর পর রথযাত্রা অনুষ্ঠিত হওয়ায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো (Rath Yatra 2022) ৷

আজ সকালে মন্দিরে পুজোর পর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে তোলা হয় ৷ চন্দননগর জিটি রোডে অসংখ্য ভক্ত রথের রশিতে টান দেন ৷ 1776 সালে চন্দননগরের বাসিন্দা যাদুবেন্দ্র ঘোষ এই রথযাত্রার সূচনা করেন ৷ সম্পূর্ণ লোহার কাঠামোয় তৈরি এই রথে 9টি পিতলের চূড়া রয়েছে ৷ আর 14টি লোহার চাকা রয়েছে ৷ রথের উচ্চতা 40 ফুট ও চওড়ায় 22 ফুট ৷

এ দিন সকাল থেকেই চন্দননগর কমিশনারেটের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷ চন্দননগর হাসপাতাল থেকে তালাডাঙা মোড় পর্যন্ত নো-এন্ট্রি জোন করে দেওয়া হয় ৷ চন্দননগর মহকুমা শাসক, পৌরনিগমের মেয়র রাম চক্রবর্তী সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা রথে উৎসবে সামিল হন ৷

2 বছর পর চন্দননগরের রথের রশিতে টান

আরও পড়ুন: Rath Yatra 2022: দুর্গাপুরের ইসকনে রথের রশিতে টান, উৎসবে মাতল গোটা শহর

মেয়র রাম চক্রবর্তী বলেন, ‘‘করোনার জন্য দু’বছর রথযাত্রা বন্ধ ছিল রথযাত্রার উৎসব ৷ আবারও রথযাত্রা শুরু হওয়ায় বহু মানুষ অংশ নিয়েছে ৷ প্রায় 246 বছরের এই রথে জেলা প্রশাসন সর্বতভাবে সহযোগিতা করছে ৷’’

চন্দননগর, 1 জুলাই: দু’বছর পর আবারও গড়াল চন্দননগরের রথের চাকা (Chandannagar Rath Yatra Celebrate After Two Years Due to Covid) ৷ লোহার তৈরি এই রথের রশিতে টান দিলেন অসংখ্য ভক্ত ৷ চন্দননগরের লক্ষ্মীগঞ্জের বাজার থেকে রথযাত্রা শুরু হয় ৷ সেখান থেকে তালাডাঙায় মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেছেন শ্রী জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং শ্রী বলরাম ৷ দু’বছর পর রথযাত্রা অনুষ্ঠিত হওয়ায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো (Rath Yatra 2022) ৷

আজ সকালে মন্দিরে পুজোর পর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে তোলা হয় ৷ চন্দননগর জিটি রোডে অসংখ্য ভক্ত রথের রশিতে টান দেন ৷ 1776 সালে চন্দননগরের বাসিন্দা যাদুবেন্দ্র ঘোষ এই রথযাত্রার সূচনা করেন ৷ সম্পূর্ণ লোহার কাঠামোয় তৈরি এই রথে 9টি পিতলের চূড়া রয়েছে ৷ আর 14টি লোহার চাকা রয়েছে ৷ রথের উচ্চতা 40 ফুট ও চওড়ায় 22 ফুট ৷

এ দিন সকাল থেকেই চন্দননগর কমিশনারেটের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷ চন্দননগর হাসপাতাল থেকে তালাডাঙা মোড় পর্যন্ত নো-এন্ট্রি জোন করে দেওয়া হয় ৷ চন্দননগর মহকুমা শাসক, পৌরনিগমের মেয়র রাম চক্রবর্তী সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা রথে উৎসবে সামিল হন ৷

2 বছর পর চন্দননগরের রথের রশিতে টান

আরও পড়ুন: Rath Yatra 2022: দুর্গাপুরের ইসকনে রথের রশিতে টান, উৎসবে মাতল গোটা শহর

মেয়র রাম চক্রবর্তী বলেন, ‘‘করোনার জন্য দু’বছর রথযাত্রা বন্ধ ছিল রথযাত্রার উৎসব ৷ আবারও রথযাত্রা শুরু হওয়ায় বহু মানুষ অংশ নিয়েছে ৷ প্রায় 246 বছরের এই রথে জেলা প্রশাসন সর্বতভাবে সহযোগিতা করছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.