হিন্দমোটর, 1 ডিসেম্বর: হুগলির হিন্দমোটরে আয়কর দফতরের টানা 30 ঘন্টা ম্যারাথন তল্লাশি পর আটক রাজেশ ধনধনিয়া । এরপরই বৃহস্পতিবার সকালে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে । তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথিপত্রও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।
আধিকারিকরা এই ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি । তবে সূত্রের খবর, রাজেশ ধনধনিয়া একাধিক কোম্পানির ডিরেক্টর । সেই সন্দেহের কারণে আয়কর দফতর বুধবার ভোরে তল্লাশি চালায় হিন্দমোটর নিউ স্টেশন রোড সুমঙ্গল রিজেন্সি আবাসনে । রাজেশ ও তাঁর পরিবার সেভাবে কিছু বলতে চাননি সংবাদমাধ্যমের কাছে । স্ত্রীকে আবাসনে গিয়ে জিজ্ঞাসা করা হলেও তিনি কিছুই বলেননি ।
প্রসঙ্গত, হুগলির হিন্দমোটরে একটি আবাসনে টানা 30 ঘন্টা ম্যারাথন তল্লাশি চালায় আয়কর দফতর (Income tax department) । বুধবার সকাল থেকে দফায় দফায় প্রিন্টার আনা হয় । জানা গিয়েছে, আর্থিক লেনদেনে অসঙ্গতি নিয়ে এই তল্লাশি চালানো হয়েছে রাত পর্যন্ত (IT Raid in Hindmotor) । হিন্দমোটর নিউ স্টেশন রোড সুমঙ্গল রিজেন্সি আবাসনের দোতলায় সকাল ছয়টা নাগাদ হানা দেয় আয়কর দফতর । এটি বেসরকারি কোম্পানির এক কর্তার রাজেশ ধনধনিয়ার ফ্লাট ।
আরও পড়ুন: হিন্দমোটরের একটি আবাসনে আয়কর হানা, চলল 30 ঘন্টা ম্যারাথন তল্লাশি
বুধবার সকাল ছ'টা নাগাদ ইনকাম ট্যাক্সের তিনটে গাড়ি করে ন'জন আধিকারীক আসেন । বেশ কিছুক্ষন পর দুটি গাড়ি বেরিয়ে যায় এবং একটি প্রিন্টার নিয়ে ফিরে আসে । সূত্রের খবর, ফ্লাটে তথ্যের সন্ধানে আসেন আইটি আধিকারিকরা । দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চালায় তাঁরা । এরপরই আটক করা হয় রাজেশ ধনধনিয়াকে ৷