ETV Bharat / state

Raksha Bandhan : রাখিতেও কন্যাশ্রী-স্বাস্থ্যসাথী, চুঁচড়ায় অভিনব প্রচার তৃণমূলের - ভ্রাতৃত্ব মেল বন্ধন

সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে প্রাক রাখি উৎসব পালন চুঁচুড়ার বিধায়কের।

Raksha Bandhan
রাখি উৎসব
author img

By

Published : Aug 21, 2021, 2:39 PM IST

চুঁচুড়া, 21 অগস্ট : চুঁচুড়ার ঘড়ির মোড়ে সরকারি বিভিন্ন প্রকল্পের রাখি তৈরি করে এদিন পথচলতি মানুষদের রাখি পরিয়ে দেওয়া হল চুঁচুড়ার তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷

আগামীকাল রাখি, তার আগেই রাখি উৎসবকে হাতিয়ার করে বিভিন্ন প্রকল্পের সাফল্য জনগণের কাছে তুলে ধরতেই এই প্রয়াস তৃণমূলের। কন্যাশ্রী, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, রূপশ্রী প্রকল্প-সহ আরও প্রকল্পের রাখি তৈরি করা হয়েছে । শুধু আজ নয়, আগামীকালও চলবে তৃণমূলের এই ধরনের অভিনব রাখি উৎসব পালন। এই ধরনের রাখি উৎসব পালনের উদ্দেশ্য হল সাধারণ মানুষকে এই প্রকল্পগুলির সুবিধাগুলি জানানো।

এনিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, "আগামীকাল রাখি উৎসব ৷ তার আগেই সমস্ত সরকারি প্রকল্পের প্রচারে এই উৎসব পালন করছি। এই ঘড়ি মোড় চুঁচুড়ায় ঐতিহাসিক প্রাণকেন্দ্র। এখান থেকেই আগামীকাল পর্যন্ত এভাবে উৎসব পালন করা হবে, যাতে কোনও মানুষ সরকারি প্রকল্পগুলি সম্পর্কে অন্ধকারে না থাকেন ৷" যদিও বিধায়কের এই উৎসব পালনকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির ৷

সরকারি প্রকল্পের প্রচার প্রাক রাখি উৎসবে

আরও পড়ুন : Afghanistan Situation : আফগানিস্তানে তালিবান উত্থানের পিছনে ষড়যন্ত্রের অভিযোগ বাংলার কাবুলিওয়ালাদের

বিজেপির যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ বলেন, "করোনার বিধিনিষেধ কেবলমাত্র দেখা যায় সাধারণ মানুষের ক্ষেত্রে। তৃণমূল যা খুশি করবে তাতে কোনও বিধিনিষেধ নেই। প্রশাসনের নাকের ডগায়, ঘড়ির মোড়ে কখনও দেখা যায় যোগদান মেলা চলছে, কখনও রাখি উৎসব চলছে। যদিও আগামীকাল রাখি উৎসব। তৃণমূল আজ থেকেই রাখি উৎসব পালন করতে শুরু করে দিয়েছে। রাজ্যের যত তৃণমূলী প্রকল্প আছে, সেগুলিকেই রাখির মধ্যে লাগিয়ে প্রচার চালাচ্ছে। এটা একটা নোংরা রাজনীতি ৷ আর তা চালাচ্ছেন বিধায়ক।" তিনি আরও বলেন, "এসব নোংরা রাজনীতি করি না আমরা। রাখি ভাই-বোনের ভ্রাতৃত্বের মেলবন্ধন। সেখানেও রাজনীতি করছে ওঁরা। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এটা আমরা ধিক্কার জানাই।"

চুঁচুড়া, 21 অগস্ট : চুঁচুড়ার ঘড়ির মোড়ে সরকারি বিভিন্ন প্রকল্পের রাখি তৈরি করে এদিন পথচলতি মানুষদের রাখি পরিয়ে দেওয়া হল চুঁচুড়ার তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷

আগামীকাল রাখি, তার আগেই রাখি উৎসবকে হাতিয়ার করে বিভিন্ন প্রকল্পের সাফল্য জনগণের কাছে তুলে ধরতেই এই প্রয়াস তৃণমূলের। কন্যাশ্রী, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, রূপশ্রী প্রকল্প-সহ আরও প্রকল্পের রাখি তৈরি করা হয়েছে । শুধু আজ নয়, আগামীকালও চলবে তৃণমূলের এই ধরনের অভিনব রাখি উৎসব পালন। এই ধরনের রাখি উৎসব পালনের উদ্দেশ্য হল সাধারণ মানুষকে এই প্রকল্পগুলির সুবিধাগুলি জানানো।

এনিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, "আগামীকাল রাখি উৎসব ৷ তার আগেই সমস্ত সরকারি প্রকল্পের প্রচারে এই উৎসব পালন করছি। এই ঘড়ি মোড় চুঁচুড়ায় ঐতিহাসিক প্রাণকেন্দ্র। এখান থেকেই আগামীকাল পর্যন্ত এভাবে উৎসব পালন করা হবে, যাতে কোনও মানুষ সরকারি প্রকল্পগুলি সম্পর্কে অন্ধকারে না থাকেন ৷" যদিও বিধায়কের এই উৎসব পালনকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির ৷

সরকারি প্রকল্পের প্রচার প্রাক রাখি উৎসবে

আরও পড়ুন : Afghanistan Situation : আফগানিস্তানে তালিবান উত্থানের পিছনে ষড়যন্ত্রের অভিযোগ বাংলার কাবুলিওয়ালাদের

বিজেপির যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ বলেন, "করোনার বিধিনিষেধ কেবলমাত্র দেখা যায় সাধারণ মানুষের ক্ষেত্রে। তৃণমূল যা খুশি করবে তাতে কোনও বিধিনিষেধ নেই। প্রশাসনের নাকের ডগায়, ঘড়ির মোড়ে কখনও দেখা যায় যোগদান মেলা চলছে, কখনও রাখি উৎসব চলছে। যদিও আগামীকাল রাখি উৎসব। তৃণমূল আজ থেকেই রাখি উৎসব পালন করতে শুরু করে দিয়েছে। রাজ্যের যত তৃণমূলী প্রকল্প আছে, সেগুলিকেই রাখির মধ্যে লাগিয়ে প্রচার চালাচ্ছে। এটা একটা নোংরা রাজনীতি ৷ আর তা চালাচ্ছেন বিধায়ক।" তিনি আরও বলেন, "এসব নোংরা রাজনীতি করি না আমরা। রাখি ভাই-বোনের ভ্রাতৃত্বের মেলবন্ধন। সেখানেও রাজনীতি করছে ওঁরা। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এটা আমরা ধিক্কার জানাই।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.