ETV Bharat / state

Potato Cultivation: সরকার ন্যায্যমূল্যে আলু কিনলেও লাভের আশা নেই, দাবি কৃষকদের - কমেছে আলুর চাষ

চলতি বছরে অনেকটাই কমেছে আলুর ফলন (Potato Farmers are Facing Many Issues) ৷ তার উপর সারের দাম বৃদ্ধিতে আলু চাষেও লাভ পাচ্ছেন না কৃষকরা ৷ তাতেই মাথায় হাত তাঁদের ৷

Potato Cultivation
কমেছে আলুর উৎপাদন
author img

By

Published : Mar 11, 2023, 4:21 PM IST

ন্যায্যমূল্যে আলু কিনলেও লাভের আশা নেই কৃষকদের

হুগলি, 1 মার্চ: রাজ্যে আলু চাষের পরিধি বাড়লেও ফলন অনেকটাই কমছে (Less Production of Potato in Hooghly) ৷ তবে বর্তমানে 270 থেকে 320 টাকার মধ্যেই থাকছে আলু প্রতি বস্তার (50 কেজি করে বস্তা) দাম । উৎপাদনও কম তার উপর দামও কম হওয়ায় সমস্যায় পড়েছেন কৃষক থেকে ব্যবসায়ীরা । সাধরণত হুগলি জেলায় বিপুল পরিমাণে আলু চাষ হয় । কৃষক ও ব্যবসায়ীদের কাছে আলু একটি অর্থকরী ফসল । অনেকেই সারা বছর এই চাষের উপর নির্ভরশীল থাকে । তবে এই বছর আলুর চাষ কম হওয়ায় সমস্যা ৷

হুগলি জেলায় 93 হাজার 529 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে । গতবছরের তুলনায় প্রায় 20 হাজার হেক্টর জমিতে আলু চাষ বেড়েছে । সেক্ষেত্রে চাষীদের দাবি, আলুর উৎপাদন কমেছে । এই বছর বিঘা প্রতি গড়ে 60 বস্তা ( 50 কেজি করে বস্তা) আলু উৎপাদন হচ্ছে । তার উপর গতবছর থেকেই উত্তরবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকে আলু এরাজ্যের হিমঘরগুলিতে ভর্তি হচ্ছে । এর ফলে আলুর সাপ্লাই বেশি হওয়ার কারণে এবারও দাম উঠছে না ৷ বেশি দামে সার কিনে চাষ করতে হয়েছে কৃষকদের । তাতেই ক্ষতির মুখে পড়ছেন তাঁরা । যদিও রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে 650 টাকা কুইন্টাল দরে 10 লক্ষ মেট্রিক টন আলু কেনা হবে । তাতেও যে কৃষকদের সুবিধা হবে তা বলা যায় না ৷ ব্যবসায়ীদের মতে কুইন্টাল পিছু আলুর দাম আরও বাড়লে লাভের মুখ দেখতেন কৃষকরা।

ইতিমধ্যেই আলুর নুন্যতম সংগ্রহ মূল্য (Minimum procurement price) ঘোষণা করেছে রাজ্যের কৃষি বিপণন দফতর । এই দফতরের মন্ত্রী বেচারাম মান্না জানান, 650 টাকা প্রতি কুইন্টাল দরে 10 লক্ষ মেট্রিক টন আলু কেনা হবে । গত বছর কেনা হয়েছিল 600 টাকা কুইন্টাল দরে । এই বছর কৃষকদের কথা ভেবে আলুর নুন্যতম সংগ্রহ মূল্য বাড়িয়েছে সরকার ৷ পাণ্ডুয়ার এক কৃষক বংশীলাল হালদার বলেন, "সরকার যে আলু দাম দাম নির্ধারণ করেছে তাতে চাষীদের দাম উঠছে না । গত বছরের লোকসান কৃষকরা এখনও পুষিয়ে উঠতে পারেননি ৷ এবারেও দাম নেই । যে পরিমাণের খরচ হয়েছে, সেই দামই দিচ্ছে না সরকার । পরিস্থিতির পরিবর্তন না-হলে, আত্মহত্যা করতে হবে কৃষকদের ৷"

আরও পড়ুন: আবহাওয়ার খামখেয়ালিপনায় আলু চাষে ক্ষতি, ধসা রোগের আশংকায় চাষিরা

ওই কৃষকের বক্তব্যের রেশ ধরেই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান লালু মুখোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গে প্রতিটা হিমঘর খুলে গিয়েছে ৷ গতবারে তুলনায় 10 থেকে 15 শতাংশ আলু চাষ বৃদ্ধি পেয়েছে । এবছর আলু উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা নেই । এবছর কৃষকরা পুরানো বীজ ব্যবহারের ফলে উৎপাদন কম হয়েছে । পশ্চিমবঙ্গে 2021 সালের তুলনায় 2023 সালে সংরক্ষণ কম হবে । এবছর আনুমানিক 14 কোটি বস্তা সংরক্ষণ হবে । 270 থেকে 300 টাকা পর্যন্ত আলু বস্তা পিছু দাম পাচ্ছে । সরকারিভাবে আলু কেনার বিষয়কেও তিনি স্বাগত জানিয়েছেন ৷

ন্যায্যমূল্যে আলু কিনলেও লাভের আশা নেই কৃষকদের

হুগলি, 1 মার্চ: রাজ্যে আলু চাষের পরিধি বাড়লেও ফলন অনেকটাই কমছে (Less Production of Potato in Hooghly) ৷ তবে বর্তমানে 270 থেকে 320 টাকার মধ্যেই থাকছে আলু প্রতি বস্তার (50 কেজি করে বস্তা) দাম । উৎপাদনও কম তার উপর দামও কম হওয়ায় সমস্যায় পড়েছেন কৃষক থেকে ব্যবসায়ীরা । সাধরণত হুগলি জেলায় বিপুল পরিমাণে আলু চাষ হয় । কৃষক ও ব্যবসায়ীদের কাছে আলু একটি অর্থকরী ফসল । অনেকেই সারা বছর এই চাষের উপর নির্ভরশীল থাকে । তবে এই বছর আলুর চাষ কম হওয়ায় সমস্যা ৷

হুগলি জেলায় 93 হাজার 529 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে । গতবছরের তুলনায় প্রায় 20 হাজার হেক্টর জমিতে আলু চাষ বেড়েছে । সেক্ষেত্রে চাষীদের দাবি, আলুর উৎপাদন কমেছে । এই বছর বিঘা প্রতি গড়ে 60 বস্তা ( 50 কেজি করে বস্তা) আলু উৎপাদন হচ্ছে । তার উপর গতবছর থেকেই উত্তরবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকে আলু এরাজ্যের হিমঘরগুলিতে ভর্তি হচ্ছে । এর ফলে আলুর সাপ্লাই বেশি হওয়ার কারণে এবারও দাম উঠছে না ৷ বেশি দামে সার কিনে চাষ করতে হয়েছে কৃষকদের । তাতেই ক্ষতির মুখে পড়ছেন তাঁরা । যদিও রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে 650 টাকা কুইন্টাল দরে 10 লক্ষ মেট্রিক টন আলু কেনা হবে । তাতেও যে কৃষকদের সুবিধা হবে তা বলা যায় না ৷ ব্যবসায়ীদের মতে কুইন্টাল পিছু আলুর দাম আরও বাড়লে লাভের মুখ দেখতেন কৃষকরা।

ইতিমধ্যেই আলুর নুন্যতম সংগ্রহ মূল্য (Minimum procurement price) ঘোষণা করেছে রাজ্যের কৃষি বিপণন দফতর । এই দফতরের মন্ত্রী বেচারাম মান্না জানান, 650 টাকা প্রতি কুইন্টাল দরে 10 লক্ষ মেট্রিক টন আলু কেনা হবে । গত বছর কেনা হয়েছিল 600 টাকা কুইন্টাল দরে । এই বছর কৃষকদের কথা ভেবে আলুর নুন্যতম সংগ্রহ মূল্য বাড়িয়েছে সরকার ৷ পাণ্ডুয়ার এক কৃষক বংশীলাল হালদার বলেন, "সরকার যে আলু দাম দাম নির্ধারণ করেছে তাতে চাষীদের দাম উঠছে না । গত বছরের লোকসান কৃষকরা এখনও পুষিয়ে উঠতে পারেননি ৷ এবারেও দাম নেই । যে পরিমাণের খরচ হয়েছে, সেই দামই দিচ্ছে না সরকার । পরিস্থিতির পরিবর্তন না-হলে, আত্মহত্যা করতে হবে কৃষকদের ৷"

আরও পড়ুন: আবহাওয়ার খামখেয়ালিপনায় আলু চাষে ক্ষতি, ধসা রোগের আশংকায় চাষিরা

ওই কৃষকের বক্তব্যের রেশ ধরেই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান লালু মুখোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গে প্রতিটা হিমঘর খুলে গিয়েছে ৷ গতবারে তুলনায় 10 থেকে 15 শতাংশ আলু চাষ বৃদ্ধি পেয়েছে । এবছর আলু উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা নেই । এবছর কৃষকরা পুরানো বীজ ব্যবহারের ফলে উৎপাদন কম হয়েছে । পশ্চিমবঙ্গে 2021 সালের তুলনায় 2023 সালে সংরক্ষণ কম হবে । এবছর আনুমানিক 14 কোটি বস্তা সংরক্ষণ হবে । 270 থেকে 300 টাকা পর্যন্ত আলু বস্তা পিছু দাম পাচ্ছে । সরকারিভাবে আলু কেনার বিষয়কেও তিনি স্বাগত জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.