কোন্নগর, 15 জুন : রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের (Rajib Banerjee) পর এবার প্রবীর ঘোষাল (Prabir Ghoshal) ৷ দলবদলু নেতার ঘর ওয়াপসির সম্ভাবনা শুরু হতেই পড়ল পোস্টার ৷ এবারের ঘটনাস্থল হুগলির কোন্নগর ৷ মঙ্গলবার সকাল হতেই নজরে এল ঘটনা ৷ সাদা কাগজে কালো অক্ষরে লেখা সেই পোস্টারে প্রবীর ঘোষালকে সরাসরি ‘গদ্দার’ বলে উল্লেখ করা হয়েছে ৷ এমনকী, তাঁকে ‘মধুচক্রের নায়ক’ বলেও তোপ দাগা হয়েছে তাতে ৷
একুশের বিধানসভা ভোটের (Assembly Election 2021) ঠিক আগেই দলবদলের হিড়িক পড়ে যায় বঙ্গ রাজনীতিতে ৷ যার স্রোত ছিল মূলত একমুখী ৷ ‘পরিবর্তনের পরিবর্তন’-এর আশঙ্কায় ছোট, বড়, মেজো-বহু নেতাই তৃণমূল কংগ্রেস ছেড়ে নাম লেখান বিজেপিতে ৷ হুগলির প্রবীর ঘোষালও তার ব্যতিক্রম নন ৷
কিন্তু দল বদলুদের হিসাব মেলেনি ৷ যে বিজেপি 200-র বেশি আসন পেয়ে বাংলা শাসনের স্বপ্ন দেখেছিল, তাদের ভোটপ্রাপ্তির সংখ্যা তিন অঙ্কতেও পৌঁছতে পারেনি ৷ উল্টোদিকে, 200-র বেশি আসন পেয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৷ আর তারপর থেকেই ঘরে ফেরার জন্য উশখুশ করতে শুরু করে দিয়েছেন দলবদলুরা ৷
আরও পড়ুন : Rajib Banerjee : গদ্দার-বেইমানদের সঙ্গে আপোস নয়, ডোমজুড়ে পোস্টার
সূত্রের খবর, ঘর ওয়াপসির সম্ভাবনা শুরু হয়েছে উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অধুনা বিজেপি নেতা প্রবীর ঘোষালের ক্ষেত্রেও ৷ আর তাতেই ক্ষেপেছেন এলাকার তৃণমূল কর্মী ও নেতারা ৷ তাঁদের অধিকাংশেরই দাবি, প্রবীর ঘোষাল আগেই দলের অনেক ক্ষতি করেছেন, তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ৷ তাই তাঁকে আর দলে ফেরত নেওয়া যাবে না ৷
মঙ্গলবার স্থানীয় তৃণমূলীদের সেই দাবিই প্রকাশ্যে এল পোস্টারের আকারে ৷ তাতে সরাসরি প্রবীরের নাম নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করা হয়েছে ৷ তাঁকে ‘গদ্দার’ বলার পাশাপাশি ‘মধুচক্রের নায়ক’ বলেও উল্লেখ করা হয়েছে ৷ তৃণমূলের স্থানীয় নেতা ও নিচুতলার কর্মীরা প্রকাশ্যেই জানাচ্ছেন, পোস্টারে যা লেখা হয়েছে, তার সঙ্গে তাঁরা সহমত ৷ এবং তাঁরা কেউ চান না, প্রবীরকে ফের তৃণমূলে ফেরার অনুমতি দেওয়া হোক ৷
যদিও তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব জানিয়েছেন, কাকে দলে নেওয়া হবে, বা কাকে নেওয়া হবে না, সেটা ঠিক করেন একমাত্র দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ দিলীপের দাবি, দল কখনই এ ধরনের পোস্টারিং অনুমোদন করে না ৷
প্রসঙ্গত, দিন কয়েক আগেই পোস্টার পড়েছিল হাওড়ার ডোমজুড়ে ৷ সেই পোস্টারে ‘মীরজাফর’, ‘গদ্দার’দের হুঁশিয়ার করা হয়েছিল ৷ বলা হয়েছিল, এইসব বিশ্বাসঘাতকদের তৃণমূলে কোনও ঠাঁই নাই ৷ পোস্টারে কারও নাম না করা হলেও ডোমজুড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের উদ্দেশ্যেই এই পোস্টার সাঁটানো হয়েছিল বলে দাবি ওয়াকিবহাল মহলের ৷
আরও পড়ুন : Mukul Roy : উপেক্ষার কারণেই পদ্ম-সঙ্গ ত্যাগ, বলছেন মুকুল ঘনিষ্ঠরা
মঙ্গলবার প্রায় একই ঘটনার সাক্ষী থাকলেন কোন্নগরের জোড়াপুকুর, রাজেশ্বরী তলা-সহ বিভিন্ন এলাকার মানুষ ৷ তবে এবারের পোস্টারে আর কোনও রাখঢাক করেননি স্থানীয় তৃণমূল কর্মীরা ৷ প্রবীর ঘোষালের নাম উল্লেখ করেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা ৷