ETV Bharat / state

Kalyan Banerjee Controversy : 'অ-কল্যাণের মুক্তি চাই, শ্রীরামপুরের নতুন সাংসদ চাই', রিষড়ায় পোস্টার কল্যাণের বিরুদ্ধে

কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ রিষড়া (poster against TMC MP Kalyan Banerjee in Rishra)

poster against tmc mp kalyan banerjee
রিষড়ায় পোস্টার কল্যাণের বিরুদ্ধে
author img

By

Published : Jan 17, 2022, 10:51 AM IST

Updated : Jan 17, 2022, 11:50 AM IST

রিষড়া, 17 জানুয়ারি : "আর নয় কল্যাণ, অ-কল্যাণের মুক্তি চাই ৷ শ্রীরামপুরে নতুন সাংসদ চাই, দিদি তুমি বিচার কর, দাদা তুমি বিচার কর ।" সোমবার সকাল হতেই দেখা গেল এরকম পোস্টারে ছয়লাপ রিষড়া ৷ শহর জুড়ে এরকমই তির্যক কটাক্ষ করে পোস্টার পড়েছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে (poster against TMC MP Kalyan Banerjee in Rishra) ৷ এরকম পোস্টার দেখা গিয়েছে, রিষড়ার ওয়েলিংটন জুটমিল, ছাইরোড, মৈত্রীপথ এলাকা-সহ বিভিন্ন জায়গায় ৷

'অ-কল্যাণের মুক্তি চাই, শ্রীরামপুরের নতুন সাংসদ চাই', রিষড়ায় পোস্টার কল্যাণের বিরুদ্ধে

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণের করা কিছু মন্তব্য দলের অন্দরেই বিতর্ক তৈরি করেছে, যাকে কেন্দ্র করে প্রকাশ্যেই কল্যাণকে কটাক্ষ করেছেন তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক-সাংসদ ৷ বিভিন্ন জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকাও দাহ করা হয় ৷ এদিন সেই বিতর্কেই আরও ঘি ঢালল এই পোস্টার ৷ আজ আবারও পোস্টার ।

আরও পড়ুন : শ্রীরামপুর নতুন সাংসদ চায়, কল্যাণের বিরুদ্ধে টুইট অভিষেকের ভাইয়ের

'শ্রীরামপুরে কল্যাণ অকল্যাণ' এমন লেখাও এদিন দেখা যায় । দলের শৃঙ্খলা রক্ষা কমিটি বলার পর, যদিও আর কোনও বিতর্কিত মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেননি ৷ রিষড়া-শ্রীরামপুর-কোন্নগরে গত দু'দিনে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিলেও বিতর্কের দিকে আর যাননি তিনি ৷ কিন্তু দলীয় সূত্রে খবর, হুগলি জেলায় তাঁর বিরুদ্ধে দলেরই অপর আরেকটি গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে ।

রিষড়া, 17 জানুয়ারি : "আর নয় কল্যাণ, অ-কল্যাণের মুক্তি চাই ৷ শ্রীরামপুরে নতুন সাংসদ চাই, দিদি তুমি বিচার কর, দাদা তুমি বিচার কর ।" সোমবার সকাল হতেই দেখা গেল এরকম পোস্টারে ছয়লাপ রিষড়া ৷ শহর জুড়ে এরকমই তির্যক কটাক্ষ করে পোস্টার পড়েছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে (poster against TMC MP Kalyan Banerjee in Rishra) ৷ এরকম পোস্টার দেখা গিয়েছে, রিষড়ার ওয়েলিংটন জুটমিল, ছাইরোড, মৈত্রীপথ এলাকা-সহ বিভিন্ন জায়গায় ৷

'অ-কল্যাণের মুক্তি চাই, শ্রীরামপুরের নতুন সাংসদ চাই', রিষড়ায় পোস্টার কল্যাণের বিরুদ্ধে

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণের করা কিছু মন্তব্য দলের অন্দরেই বিতর্ক তৈরি করেছে, যাকে কেন্দ্র করে প্রকাশ্যেই কল্যাণকে কটাক্ষ করেছেন তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক-সাংসদ ৷ বিভিন্ন জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকাও দাহ করা হয় ৷ এদিন সেই বিতর্কেই আরও ঘি ঢালল এই পোস্টার ৷ আজ আবারও পোস্টার ।

আরও পড়ুন : শ্রীরামপুর নতুন সাংসদ চায়, কল্যাণের বিরুদ্ধে টুইট অভিষেকের ভাইয়ের

'শ্রীরামপুরে কল্যাণ অকল্যাণ' এমন লেখাও এদিন দেখা যায় । দলের শৃঙ্খলা রক্ষা কমিটি বলার পর, যদিও আর কোনও বিতর্কিত মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেননি ৷ রিষড়া-শ্রীরামপুর-কোন্নগরে গত দু'দিনে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিলেও বিতর্কের দিকে আর যাননি তিনি ৷ কিন্তু দলীয় সূত্রে খবর, হুগলি জেলায় তাঁর বিরুদ্ধে দলেরই অপর আরেকটি গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে ।

Last Updated : Jan 17, 2022, 11:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.