রিষড়া, 17 জানুয়ারি : "আর নয় কল্যাণ, অ-কল্যাণের মুক্তি চাই ৷ শ্রীরামপুরে নতুন সাংসদ চাই, দিদি তুমি বিচার কর, দাদা তুমি বিচার কর ।" সোমবার সকাল হতেই দেখা গেল এরকম পোস্টারে ছয়লাপ রিষড়া ৷ শহর জুড়ে এরকমই তির্যক কটাক্ষ করে পোস্টার পড়েছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে (poster against TMC MP Kalyan Banerjee in Rishra) ৷ এরকম পোস্টার দেখা গিয়েছে, রিষড়ার ওয়েলিংটন জুটমিল, ছাইরোড, মৈত্রীপথ এলাকা-সহ বিভিন্ন জায়গায় ৷
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণের করা কিছু মন্তব্য দলের অন্দরেই বিতর্ক তৈরি করেছে, যাকে কেন্দ্র করে প্রকাশ্যেই কল্যাণকে কটাক্ষ করেছেন তৃণমূলের একাধিক নেতা-বিধায়ক-সাংসদ ৷ বিভিন্ন জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকাও দাহ করা হয় ৷ এদিন সেই বিতর্কেই আরও ঘি ঢালল এই পোস্টার ৷ আজ আবারও পোস্টার ।
আরও পড়ুন : শ্রীরামপুর নতুন সাংসদ চায়, কল্যাণের বিরুদ্ধে টুইট অভিষেকের ভাইয়ের
'শ্রীরামপুরে কল্যাণ অকল্যাণ' এমন লেখাও এদিন দেখা যায় । দলের শৃঙ্খলা রক্ষা কমিটি বলার পর, যদিও আর কোনও বিতর্কিত মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেননি ৷ রিষড়া-শ্রীরামপুর-কোন্নগরে গত দু'দিনে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিলেও বিতর্কের দিকে আর যাননি তিনি ৷ কিন্তু দলীয় সূত্রে খবর, হুগলি জেলায় তাঁর বিরুদ্ধে দলেরই অপর আরেকটি গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে ।