উত্তরপাড়া, 15 জুন: উত্তরপাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় বাকি টাকা উদ্ধার করল পুলিশ। এইসঙ্গে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হল অভিযুক্ত আরও এক দুষ্কৃতীকে। চন্দননগর কমিশনারেটের পুলিশ আগে ধৃত 4 দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে উমেশ পাশোয়ানের নাম। আজ তাকে গ্রেপ্তার করা হয়৷
5 জুন উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটে৷ ওইদিন দুপুর তিনটে নাগাদ আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাঙ্কে ঢোকে দুষ্কৃতীরা৷ মোট 17 লাখ 28 হাজার টাকা লুট করে তারা। দ্রুত টাকা নিয়ে চম্পট দেওয়ার সময় রাস্তায় বেশ কিছু টাকার বান্ডিল ছড়িয়ে পড়ে। যদিও সেই টাকা ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ এদিকে ঘটনার কথা জানতে পেরে তদন্তে নামে পুলিশ৷ ডাকাতির দিন রাতেই 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। এদের মধ্যে এই ডাকাতির মাস্টার মাইন্ড প্রীতম ঘোষকে চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে 10 লাখ টাকা উদ্ধার হয়। এরপর 4 দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে উমেশ পাশোয়ানের নাম জানতে পারে পুলিশ৷ আজ তাকেও গ্রেপ্তার করা হয়৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 2 টি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু কার্তুজ, একটি মোবাইল ফোন ও নগদ 25 হাজার টাকা।
সোমবার চন্দননগর পুলিশ কমিশনারেটের DC (শ্রীরামপুর) ঈশানী পাল বলেন, " প্রথমে ধৃত 4 দুষ্কৃতীকে 10 দিনের পুলিশি হেপাজতে নিয়ে 7 লাখ 20 হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি দুটি বন্দুক ও আটটি কার্তুজ ডাকাতিতে ব্যবহার হয়েছিল তা আমরা উদ্ধার করি। ডাকাতিতে ব্যবহৃত দুটি গাড়ি সিজ় করা হয়েছে। উমেশ পাশোয়ানকে ধরে 25 হাজার টাকা পাওয়া যায়।।"
সোমবার উত্তরপাড়া থানায় চন্দননগর পুলিশের ডিসি শ্রীরামপুর ঈশানী পাল বলেন