ETV Bharat / state

লকডাউন অমান্য ? আরও কড়া হচ্ছে পুলিশ

author img

By

Published : Apr 19, 2020, 5:17 PM IST

Updated : Apr 19, 2020, 7:19 PM IST

আজ চন্দননগর তালডাঙ্গা ও চুঁচুড়া স্টেশন রোড এলাকায় লাঠি উঁচিয়ে আইন অমান্যকারীদের তাড়া করতে দেখা গেল পুলিশকে । এছাড়াও বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং ।

polices are on the streets to maintain lockdown
লকডাউন মানাতে লাঠি হাতে রাস্তায় হুগলি পুলিশ

চুঁচুড়া, 19 এপ্রিল : লকডাউনের মধ্যেও বাজার করার নামে অসংখ্য মানুষ ঘুরে বেড়াচ্ছে । এদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে চন্দননগর কমিশনারেটের পুলিশ । আজ লকডাউনে অকারণে রাস্তায় বেরোনোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ।

আজ চন্দননগর তালডাঙ্গা ও চুঁচুড়া স্টেশন রোড এলাকায় লাঠি উঁচিয়ে আইন অমান্যকারীদের তাড়া করতে দেখা গেল পুলিশকে । এছাড়াও বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং । প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ মতো হাওড়াকে রেড জ়োন ঘোষণা করা হয়েছে ৷ এরপর থেকেই হুগলির পুলিশ প্রশাসন আধিকারিকরা নড়েচড়ে বসেছে । হাওড়া ও হুগলির সংযোগকারী রাস্তায় আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । চন্দননগরের বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চলছে নাকা চেকিং । অযথা বাইক নিয়ে ঘোরাঘুরি করতে দেখলেই আইনভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ ।

আবার চুঁচুড়ায় স্টেশন রোড এলাকায় লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে মৃদু লাঠিচার্জও করে পুলিশ ৷ প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রচার করা হয়েছে লকডাউনে গৃহবন্দী থাকার জন্য । কিন্তু অনেকে লকডাউন মানছেন না ৷ একসঙ্গে অনেক মানুষ এক জায়গায় জমায়েত হয়ে কখনও তাসখেলা, কখনও গল্প করা, আবার কখনও বাজারে ভিড়ও জমাচ্ছে । এবার তাদের কড়া হাতে মোকাবিলা করবে চন্দননগর পুলিশ কমিশনারেট ।

চুঁচুড়া, 19 এপ্রিল : লকডাউনের মধ্যেও বাজার করার নামে অসংখ্য মানুষ ঘুরে বেড়াচ্ছে । এদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে চন্দননগর কমিশনারেটের পুলিশ । আজ লকডাউনে অকারণে রাস্তায় বেরোনোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ।

আজ চন্দননগর তালডাঙ্গা ও চুঁচুড়া স্টেশন রোড এলাকায় লাঠি উঁচিয়ে আইন অমান্যকারীদের তাড়া করতে দেখা গেল পুলিশকে । এছাড়াও বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং । প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ মতো হাওড়াকে রেড জ়োন ঘোষণা করা হয়েছে ৷ এরপর থেকেই হুগলির পুলিশ প্রশাসন আধিকারিকরা নড়েচড়ে বসেছে । হাওড়া ও হুগলির সংযোগকারী রাস্তায় আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । চন্দননগরের বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চলছে নাকা চেকিং । অযথা বাইক নিয়ে ঘোরাঘুরি করতে দেখলেই আইনভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ ।

আবার চুঁচুড়ায় স্টেশন রোড এলাকায় লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে মৃদু লাঠিচার্জও করে পুলিশ ৷ প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রচার করা হয়েছে লকডাউনে গৃহবন্দী থাকার জন্য । কিন্তু অনেকে লকডাউন মানছেন না ৷ একসঙ্গে অনেক মানুষ এক জায়গায় জমায়েত হয়ে কখনও তাসখেলা, কখনও গল্প করা, আবার কখনও বাজারে ভিড়ও জমাচ্ছে । এবার তাদের কড়া হাতে মোকাবিলা করবে চন্দননগর পুলিশ কমিশনারেট ।

Last Updated : Apr 19, 2020, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.