ETV Bharat / state

পোলবা দুর্ঘটনা, আত্মসমর্পণ পুলকার মালিকের - হুগলি

হুগলির পোলবায় দুর্ঘটনার পর পুলকার মালিক শামিম আখতার পলাতক ছিল ৷ গতকাল রাতে সে পুলিশের কাছে আত্মসমর্পন করে ৷ মূল অভিযুক্ত পুলকারের চালক পবিত্র দাস এখনও চিকিৎসাধীন ৷

Hooghly pullcar accident
পোলবার দুর্ঘটনায় ধৃত গাড়ির মালিক
author img

By

Published : Feb 21, 2020, 11:13 AM IST

Updated : Feb 21, 2020, 3:15 PM IST

হুগলি, 21 ফেব্রুয়ারি : অবশেষে আত্মসমর্পণ করল পুলকার মালিক শামিম । গতকাল রাতে পোলবা থানায় এসে ধরা দেয় পুলকার মালিক ও চালক শামিম আখতার । সে হুগলির শেওড়াফুলির বাসিন্দা ৷

শামিমই কাউন্সিলর সন্তোষ সিংয়ের ছেলে ঋষভকে স্কুলে নিয়ে যেত । 14 ফ্রেব্রুরারি সকালে শমিম ঋষভকে বাড়ি থেকে নিয়ে আসে । কিন্তু শেওড়াফুলির কাছে রাস্তায় পবিত্রর সঙ্গে ঋষভ ও অন্যান্য ছাত্র-ছাত্রীকে পাঠিয়ে দেয় । তারপর সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ ফরেনসিক তদন্তের পর জানা গিয়েছে, প্রায় 90 কিলোমিটার গতি ছিল পুলকারটির । গাড়ির নম্বর থেকে জানা গিয়েছে, গাড়িটি রোহিত কোলের । কিছুদিন আগে গাড়িটি কিনেছিল শামিম । দু'বছর আগেই পুলকারটি ফিটনেস পরীক্ষায় ফেল করে ।

গাড়ির স্পিড গভর্নর কাটা ছিল । এর ফলে গাড়িটি অনেক বেশি গতিতে চালানো সম্ভব হয় । অত্যধিক গতির ফলেই পোলবার দিল্লি রোডে নিয়ন্ত্রণ রাখতে না পেরে পবিত্র প্রথমে রাস্তার ডিভাইডারে পরে পিলার ভেঙে নয়ানজুলিতে উলটে পরে । সেখানেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ঋষভ ও দেবাংশ সহ বেশ কয়েকজনকে চুঁচুড়া হাসপাতালে পাঠায় । দিব্যাংশের অবস্থা উন্নতি হলেও ঋষভ আশঙ্কাজনক অবস্থায় SSKM ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি । দুর্ঘটনার পর থেকে শামিমকে বাড়িতে পাওয়া যায়নি । পুলিশ তাঁর খোঁজে বাড়িতে এলেও পায়নি । মূল অভিযুক্ত পবিত্র দাস এখনও হাসপাতালে ভরতি ।

হুগলি, 21 ফেব্রুয়ারি : অবশেষে আত্মসমর্পণ করল পুলকার মালিক শামিম । গতকাল রাতে পোলবা থানায় এসে ধরা দেয় পুলকার মালিক ও চালক শামিম আখতার । সে হুগলির শেওড়াফুলির বাসিন্দা ৷

শামিমই কাউন্সিলর সন্তোষ সিংয়ের ছেলে ঋষভকে স্কুলে নিয়ে যেত । 14 ফ্রেব্রুরারি সকালে শমিম ঋষভকে বাড়ি থেকে নিয়ে আসে । কিন্তু শেওড়াফুলির কাছে রাস্তায় পবিত্রর সঙ্গে ঋষভ ও অন্যান্য ছাত্র-ছাত্রীকে পাঠিয়ে দেয় । তারপর সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ ফরেনসিক তদন্তের পর জানা গিয়েছে, প্রায় 90 কিলোমিটার গতি ছিল পুলকারটির । গাড়ির নম্বর থেকে জানা গিয়েছে, গাড়িটি রোহিত কোলের । কিছুদিন আগে গাড়িটি কিনেছিল শামিম । দু'বছর আগেই পুলকারটি ফিটনেস পরীক্ষায় ফেল করে ।

গাড়ির স্পিড গভর্নর কাটা ছিল । এর ফলে গাড়িটি অনেক বেশি গতিতে চালানো সম্ভব হয় । অত্যধিক গতির ফলেই পোলবার দিল্লি রোডে নিয়ন্ত্রণ রাখতে না পেরে পবিত্র প্রথমে রাস্তার ডিভাইডারে পরে পিলার ভেঙে নয়ানজুলিতে উলটে পরে । সেখানেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ঋষভ ও দেবাংশ সহ বেশ কয়েকজনকে চুঁচুড়া হাসপাতালে পাঠায় । দিব্যাংশের অবস্থা উন্নতি হলেও ঋষভ আশঙ্কাজনক অবস্থায় SSKM ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি । দুর্ঘটনার পর থেকে শামিমকে বাড়িতে পাওয়া যায়নি । পুলিশ তাঁর খোঁজে বাড়িতে এলেও পায়নি । মূল অভিযুক্ত পবিত্র দাস এখনও হাসপাতালে ভরতি ।

Last Updated : Feb 21, 2020, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.