ETV Bharat / state

Mahesh Rath Yatra: সাড়ম্বরে পালিত হচ্ছে মাহেশের রথযাত্রা - মাহেশের রথে জনসমাগম

পুরীর রথের পর সব থেকে প্রাচীন রথ শ্রীরামপুরের মাহেশের ৷ 626 বছরের পুরনো এই রথযাত্রা ৷ করোনা আবহে দু’বছর বন্ধ ছিল মাহেশের রথ ৷ তবে শুক্রবার জগন্নাথ দেবের পুজো দিতে উপস্থিত শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল সেন-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা (Mahesh Rath Yatra) ৷

Mahesh Rath Yatra
সাড়ম্বরে পালিত হচ্ছে মাহেশের রথযাত্রা
author img

By

Published : Jul 1, 2022, 5:28 PM IST

শ্রীরামপুর, 1 জলাই: করোনা পরিস্থিতি কাটিয়ে চলতি বছরে সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ৷ পুরীর পরেই প্রাচীন এই রথ যাত্রা উপলক্ষ্যে ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এদিন গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির প্রাঙ্গনের বাইরে নিয়ে আসা হয় ভক্তদের জন্য়(Mahesh Rath Yatra) ৷ করোনা পরিস্থিতির বিধি নিষেধ উঠে যাওয়ায় এই বছর ধুমধাম করে পালিত হচ্ছে মাহেশের রথ যাত্রা ৷

মাহেশের এই রথযাত্রা 626 বছরের পুরনো হলেও, মার্টিন বার্ন কোম্পানির তৈরি লোহার রথের বয়স 137 বছর । এই রথকে নবরূপে সাজানো হয়েছে ৷ আগে মাহেশের এই রথ কাঠের ছিল ৷ মাহেশের এই রথের বৈশিষ্ঠ্য হল 50 ফুট উচ্চতার রথে 12টি চাকা আছে ৷ রথের ওজন প্রায় 125 টনের কাছাকাছি ৷ কলকাতার শ্যামবাজারের বসুপরিবার এই রথ তৈরি করেছিল ৷ ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা হল এই মাহেশের রথযাত্রা ।

আরও পড়ুন: 2 বছর পর চন্দননগরের রথের রশিতে টান, উৎসবে সামিল বহু

রথের দিন রীতি মেনে জগন্নাথ মন্দিরের দালানে এদিন ভক্তদের দর্শন দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা । রথের আগে দু’দিন ধরে চলে নবযৌবন উৎসব । প্রথা অনুযায়ী স্নান যাত্রা হয় ৷ তারপর মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে ৷ জগন্নাথদেবের জ্বর আসে । কবিরাজের পাঁচন খেয়ে জ্বর থেকে সেরে ওঠার পর নবযৌবন প্রাপ্ত হন জগন্নাথ । পড়ানো হয় রাজবেশ ও রুপোর হাত ।

সাড়ম্বরে পালিত হচ্ছে মাহেশের রথযাত্রা

রথের দিন ভোরে ভোগ দেওয়ার পর ভক্তদের সামনে আসেন জগন্নাথ । সারাদিন ধরে চলে পুজো পাঠ । নারায়ণ যেহেতু কলিকালের জগন্নাথ সেই কারণে নারায়ণ শিলাকে প্রথমে রথে তোলা হয় । তারপর সুভদ্রা,বলরাম ও জগন্নাথকে রথে তোলা হয় । দুপুরের পর রথের রশিতে টান দেওয়া হয় । মাহেশের রথ ম্যানিলা দড়ি দিয়ে টানা হয় ।

আরও পড়ুন: দুর্গাপুরের ইসকনে রথের রশিতে টান, উৎসবে মাতল গোটা শহর

রথযাত্রায় উপস্থিত শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ‘‘দুবছর পর রথযাত্রা উৎসব হচ্ছে । করোনার মধ্যে মানুষের উচ্ছ্বাস তো থাকবেই । জগন্নাথ দেব করোনা মুক্ত করুক সেটাই প্রার্থনা ।’’

শ্রীরামপুর, 1 জলাই: করোনা পরিস্থিতি কাটিয়ে চলতি বছরে সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ৷ পুরীর পরেই প্রাচীন এই রথ যাত্রা উপলক্ষ্যে ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ এদিন গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির প্রাঙ্গনের বাইরে নিয়ে আসা হয় ভক্তদের জন্য়(Mahesh Rath Yatra) ৷ করোনা পরিস্থিতির বিধি নিষেধ উঠে যাওয়ায় এই বছর ধুমধাম করে পালিত হচ্ছে মাহেশের রথ যাত্রা ৷

মাহেশের এই রথযাত্রা 626 বছরের পুরনো হলেও, মার্টিন বার্ন কোম্পানির তৈরি লোহার রথের বয়স 137 বছর । এই রথকে নবরূপে সাজানো হয়েছে ৷ আগে মাহেশের এই রথ কাঠের ছিল ৷ মাহেশের এই রথের বৈশিষ্ঠ্য হল 50 ফুট উচ্চতার রথে 12টি চাকা আছে ৷ রথের ওজন প্রায় 125 টনের কাছাকাছি ৷ কলকাতার শ্যামবাজারের বসুপরিবার এই রথ তৈরি করেছিল ৷ ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা হল এই মাহেশের রথযাত্রা ।

আরও পড়ুন: 2 বছর পর চন্দননগরের রথের রশিতে টান, উৎসবে সামিল বহু

রথের দিন রীতি মেনে জগন্নাথ মন্দিরের দালানে এদিন ভক্তদের দর্শন দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা । রথের আগে দু’দিন ধরে চলে নবযৌবন উৎসব । প্রথা অনুযায়ী স্নান যাত্রা হয় ৷ তারপর মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে ৷ জগন্নাথদেবের জ্বর আসে । কবিরাজের পাঁচন খেয়ে জ্বর থেকে সেরে ওঠার পর নবযৌবন প্রাপ্ত হন জগন্নাথ । পড়ানো হয় রাজবেশ ও রুপোর হাত ।

সাড়ম্বরে পালিত হচ্ছে মাহেশের রথযাত্রা

রথের দিন ভোরে ভোগ দেওয়ার পর ভক্তদের সামনে আসেন জগন্নাথ । সারাদিন ধরে চলে পুজো পাঠ । নারায়ণ যেহেতু কলিকালের জগন্নাথ সেই কারণে নারায়ণ শিলাকে প্রথমে রথে তোলা হয় । তারপর সুভদ্রা,বলরাম ও জগন্নাথকে রথে তোলা হয় । দুপুরের পর রথের রশিতে টান দেওয়া হয় । মাহেশের রথ ম্যানিলা দড়ি দিয়ে টানা হয় ।

আরও পড়ুন: দুর্গাপুরের ইসকনে রথের রশিতে টান, উৎসবে মাতল গোটা শহর

রথযাত্রায় উপস্থিত শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ‘‘দুবছর পর রথযাত্রা উৎসব হচ্ছে । করোনার মধ্যে মানুষের উচ্ছ্বাস তো থাকবেই । জগন্নাথ দেব করোনা মুক্ত করুক সেটাই প্রার্থনা ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.