ETV Bharat / state

লকডাউনের জেরে বিক্রি নেই, মাথায় হাত পেঁপে চাষিদের - হুগলিতে মোট 700 হেক্টর জমিতে পেঁপে চাষ হয় । তার মধ্যে কাঁচা পেঁপে সবজি হিসাবে কিছুটা বিক্রি হয় । পাকা পেঁপের একদমই চাহিদা নেই বাজারে । কারণ লকডাউনে পরিবহন পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে । ফলে কলকাতায় ফলের যোগান সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ।

হুগলিতে মোট 700 হেক্টর জমিতে পেঁপে চাষ হয় । তার মধ্যে কাঁচা পেঁপে সবজি হিসেবে কিছুটা বিক্রি হয়েছে । পাকা পেঁপের একদমই চাহিদা নেই বাজারে ।

papaya cultivation are in loss due to lockdown, said farmers
লকডাউনে গ্রীষ্মকালীন পেঁপে চাষ ক্ষতির মুখে, অভিযোগ চাষীদের
author img

By

Published : Apr 10, 2020, 8:31 PM IST

হুগলি, 10 এপ্রিল : গ্রীষ্মে পাকা পেঁপের চাহিদা বাড়ে বাজারে । কিন্তু লকডাউনের জেরে এখন পেঁপের দাম তলানিতে এসে ঠেকেছে । হুগলির সিঙ্গুর, পোলবা ও হরিপাল সহ কয়েকটি ব্লকে পেঁপের চাষ হয় । হুগলিতে মোট 700 হেক্টর জমিতে পেঁপে চাষ হয় । তার মধ্যে কাঁচা পেঁপে সবজি হিসেবে কিছুটা বিক্রি হয়েছে । পাকা পেঁপের একদমই চাহিদা নেই বাজারে । কারণ লকডাউনে পরিবহন পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে । ফলে কলকাতায় ফলের জোগান সম্পূর্ণ বন্ধ ।

পোলবার সুগন্ধা, রাজহাট ও কামদেবপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে পেঁপে চাষ হয় । আর এই পেঁপের চাহিদা বাজারে থাকে প্রতিবছর । কিন্তু কোরোনার জেরে সেই চাহিদা এবার নেই । এই সময় গত বছর 5 কেজি পেঁপের দাম 170 টাকা ছিল । বর্তমানে সে জায়গায় 60 থেকে 70 টাকা হয়ে গেছে । তার উপর সেভাবে বিক্রি নেই পেঁপের ।

তাপস সরকার নামে এক চাষি বলেন, "পেঁপে চাষ নিয়ে সমস্যা হচ্ছে । চন্দননগর, বউবাজার থেকে কলকাতায় যেত এই ফল । এখন কোনও ব্যবসায়ী আসছে না বাজারে । এমনিতেই ট্রেন বন্ধ । সেই তুলনায় বাজারও নেই । তাই গাছের পেঁপে গাছেই নষ্ট হচ্ছে । এই পরিস্থিতি দীর্ঘদিন দেখা যায়নি । এই কোরোনা আর লকডাউনের জন্য আমাদের মেনে নেওয়া ছাড়া কোনও উপায় নেই । গোটুর পাইকারি বাজারে 50 টাকা পাল্লা ( 5 কেজি ) হিসেবে বিক্রি হচ্ছে । খুব কম সংখ্যক ব্যবসায়ী পেঁপে কিনছেন । চাষিরা কি চাষের মাল ফেলে দেবে? তাই বাধ্য হয়ে বিক্রি করছে । বর্তমান বাজার অনুযায়ী ঠিকমতো ফসলের দাম পাচ্ছে না চাষিরা । খুচরা ও পাইকারি বাজারের সঙ্গে অনেকটা পার্থক্য পেঁপের দামের । সরকারি তরফে এর কিছু ব্যবস্থা করলে চাষিরা কিছুটা হলেও ক্ষতির হাত থেকে বাঁচবে ৷ "

হুগলি জেলার উদ্যান পালন দপ্তরের আধিকারিক মৌটুসি মিত্র ধর বলেন, " হুগলিতে পেঁপের ফলন এখনও পর্যন্ত ঠিকই আছে । তবে আমরা চাষিদের কাছে খবর পাচ্ছি পেঁপের দাম নেই । লকডাউন পরিস্থিতির মাঝে সকলেই সমস্যায় পড়েছেন । সরকারি তরফে এবিষয়ে কোনও নির্দেশিকা নেই । যদি কোনওরকম খবর আসে অবশ্যই জানাব । "

হুগলি, 10 এপ্রিল : গ্রীষ্মে পাকা পেঁপের চাহিদা বাড়ে বাজারে । কিন্তু লকডাউনের জেরে এখন পেঁপের দাম তলানিতে এসে ঠেকেছে । হুগলির সিঙ্গুর, পোলবা ও হরিপাল সহ কয়েকটি ব্লকে পেঁপের চাষ হয় । হুগলিতে মোট 700 হেক্টর জমিতে পেঁপে চাষ হয় । তার মধ্যে কাঁচা পেঁপে সবজি হিসেবে কিছুটা বিক্রি হয়েছে । পাকা পেঁপের একদমই চাহিদা নেই বাজারে । কারণ লকডাউনে পরিবহন পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে । ফলে কলকাতায় ফলের জোগান সম্পূর্ণ বন্ধ ।

পোলবার সুগন্ধা, রাজহাট ও কামদেবপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে পেঁপে চাষ হয় । আর এই পেঁপের চাহিদা বাজারে থাকে প্রতিবছর । কিন্তু কোরোনার জেরে সেই চাহিদা এবার নেই । এই সময় গত বছর 5 কেজি পেঁপের দাম 170 টাকা ছিল । বর্তমানে সে জায়গায় 60 থেকে 70 টাকা হয়ে গেছে । তার উপর সেভাবে বিক্রি নেই পেঁপের ।

তাপস সরকার নামে এক চাষি বলেন, "পেঁপে চাষ নিয়ে সমস্যা হচ্ছে । চন্দননগর, বউবাজার থেকে কলকাতায় যেত এই ফল । এখন কোনও ব্যবসায়ী আসছে না বাজারে । এমনিতেই ট্রেন বন্ধ । সেই তুলনায় বাজারও নেই । তাই গাছের পেঁপে গাছেই নষ্ট হচ্ছে । এই পরিস্থিতি দীর্ঘদিন দেখা যায়নি । এই কোরোনা আর লকডাউনের জন্য আমাদের মেনে নেওয়া ছাড়া কোনও উপায় নেই । গোটুর পাইকারি বাজারে 50 টাকা পাল্লা ( 5 কেজি ) হিসেবে বিক্রি হচ্ছে । খুব কম সংখ্যক ব্যবসায়ী পেঁপে কিনছেন । চাষিরা কি চাষের মাল ফেলে দেবে? তাই বাধ্য হয়ে বিক্রি করছে । বর্তমান বাজার অনুযায়ী ঠিকমতো ফসলের দাম পাচ্ছে না চাষিরা । খুচরা ও পাইকারি বাজারের সঙ্গে অনেকটা পার্থক্য পেঁপের দামের । সরকারি তরফে এর কিছু ব্যবস্থা করলে চাষিরা কিছুটা হলেও ক্ষতির হাত থেকে বাঁচবে ৷ "

হুগলি জেলার উদ্যান পালন দপ্তরের আধিকারিক মৌটুসি মিত্র ধর বলেন, " হুগলিতে পেঁপের ফলন এখনও পর্যন্ত ঠিকই আছে । তবে আমরা চাষিদের কাছে খবর পাচ্ছি পেঁপের দাম নেই । লকডাউন পরিস্থিতির মাঝে সকলেই সমস্যায় পড়েছেন । সরকারি তরফে এবিষয়ে কোনও নির্দেশিকা নেই । যদি কোনওরকম খবর আসে অবশ্যই জানাব । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.