হুগলি, 15মে : পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনার অভিযোগ ছিল তার বিরুদ্ধে । এইবার সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট করার অভিযোগে ওঠে । সোনারপুরের বাসিন্দা এই যুবতিকে আজ সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে । প্রায়ই সে ধর্মবিদ্বেষী পোস্ট সোশাল মিডিয়ায় করে থাকে বলে অভিযোগ ।
সম্প্রতি হুগলির তেলিনীপাড়ায় সংঘর্ষে 125 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে বোমা । সাধারণ মানুষ ও পুলিশকর্মীও জখম হয়েছেন । এই পরিস্থিতিতে কোনওরকম বিদ্বেষী পোস্ট মেনে নেওয়া হবে না বলে আগেই জানানো হয়েছিল প্রশাসনের তরফে । কোরোনা নিয়েও মিথ্যে খবর ছড়ালে বা ভুয়ো তথ্য পোস্ট করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন ।
9 মে যুবতি তার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে । সেই পোস্টে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছিল বলে অভিযোগ । পোস্টে পুলিশ আধিকারিক হুমায়ুন কবীরের নাম নিয়ে আপত্তিকর অভিযোগের কথা লেখা হয় ৷ সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করে প্রশাসন । এছাড়াও একের পর এক ধর্মীয় বিদ্বেষী পোস্ট সে করে বলে অভিযোগ উঠেছে । এই অভিযোগের ভিত্তিতে তাকে আজ সকালে গ্রেপ্তার করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, এর আগেও 2018 সালে একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল এই যুবতি । তার সঙ্গে আরও 17 জনের যোগ রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে । ধৃতকে আদালতে পেশ করা হবে । পুলিশ হেপাজতে তাকে রাখা হবে । ঘটনার তদন্ত করবে পুলিশ ।
উল্লেখ্য, তেলিনীপাড়ার ঘটনায় এখনও পর্যন্ত 125 জন গ্রেপ্তার হয়েছে । প্রচুর বোমা বাজেয়াপ্ত হয়েছে । অনেকে আহত । যাঁদের বাড়িঘর ও দোকান ক্ষতি হয়েছে তার হিসাব চলছে । ইন্টারনেট আপাতত বন্ধ । পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । তেলিনীপাড়া এখন শান্ত আছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।