হুগলি , 2 মে : বিবাহ বার্ষিকীর রজত জয়ন্তী অর্থাৎ বিবাহ জীবনের 25 বছর পূর্ণ ৷ বড় করে অনুষ্ঠান করে আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীদের সঙ্গে এই দিনটি পালন করার সাধ ছিল ৷ কিন্তু কোরোনা ভাইরাস ও তার মোকাবিলায় লকডাউন জারি হওয়ার কারণে সেই ইচ্ছা আর পূরণ হল না ৷ কিন্তু তাতে কী ? লকডাউনে দুইবেলা খেতে না পাওয়া মানুষগুলিকে অন্ন , বস্ত্র তুলে দিয়ে অন্যভাবে আজকের দিনটি পালন করলেন চণ্ডীতলার ঘোষ দম্পতি ৷
চণ্ডীতলার বরিজহাটির বাসিন্দা শ্যামসুন্দর ঘোষ ও তাঁর স্ত্রী কৃষ্ণা ঘোষ ৷ আজ তাঁদের পঁচিশতম বিবাহ বার্ষিকী ৷ অনেকদিন থেকেই তাঁরা ও তাঁদের দুই ছেলে এই দিনটি নিয়ে অনেক পরিকল্পনা করেছিলেন ৷বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন ৷ এমনকী , অনুষ্ঠানের জন্য তাঁরা সব আয়োজন করে রেখেছিলেন । ভেবেছিলেন লকডাউন উঠে গিয়ে সব স্বাভাবিক হবে । কিন্তু দিন দিন পরিস্থিতির অবনতি হয় এবং লকডাউনের মেয়াদ বাড়তে থাকে ৷
প্রত্যেক বছর পয়লা বৈশাখ ও পঁচিশে বৈশাখে বাড়িতে বড় অনুষ্ঠান হয় ৷ এবার সেটাও হয়নি ৷ অবশেষে 25 বছর বিবাহবার্ষিকী তাঁরা অনুষ্ঠান করে পালন করার সিদ্ধান্ত নেন ৷ কিন্তু এই অনুষ্ঠান একটু অন্যরকমের ৷ সিদ্ধান্ত নিলেন বিবাহের পঁচিশ বছর পূর্তিতে এলাকার দুস্থ পরিবারগুলিকে তাঁরা কিছু প্রয়োজনীয় সামগ্রী দেবেন ৷ সেই মতো আজ এলাকার গরিব মানুষগুলির হাতে অন্ন ও বস্ত্র তুলে দেন ৷
এবিষয়ে দম্পতি বলেন , যে কোনও অনুষ্ঠানই তো আনন্দ উপভোগ করার জন্য ৷ কিন্তু কোরোনার কারণে কেউই আনন্দে নেই ৷ সব অনুষ্ঠান বাতিল হয়েছে । কিন্তু এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সামান্য প্রয়োজন মেটাতে পারাও কম আনন্দের না ৷