পাণ্ডুয়া, 10 ডিসেম্বর : বৃদ্ধা মাকে খেতে না দিয়ে মারধরের অভিযোগ ছেলে ও বউমার বিরুদ্ধে ৷ আজ তিনদিন হল খেতে পাননি ওই বৃদ্ধা ৷ শেষমেশ পাণ্ডুয়া স্টেশনে এসে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি ৷
নাম মেনকা মল্লিক ৷ বাড়ি পাণ্ডুয়ার গজিনা দাসপুর এলাকায় ৷ তাঁর অভিযোগ, "তিনদিন ধরে ঘরে চাবি দিয়ে রেখেছে বউমা ৷ খেতে দেয় না ৷ পেটের জ্বালায় পাণ্ডুয়া স্টেশনে ট্রেনে মাথা দিতে এসেছিলাম ৷ " তিনি আরও বলেন, "বেঁচে থেকে কী লাভ ? মারধর করছে ৷ খেতে দিচ্ছে না ৷ বউমা ঘরে চাবি লাগিয়ে দিচ্ছে ৷ ছেলে বলছে কিনে খাবার খেতে ৷ আমার কাছে পয়সা নেই ৷ ছেলের কাছে পয়সা চাইলে বলছে ধার করে কিনে খেতে ৷ ছেলে ও বউমা দু'জনেই মারধর করে ৷ "
স্থানীয় এক টোটোচালক আজ সকালে পাণ্ডুয়া স্টেশনে ওই বৃদ্ধাকে রেললাইনে আত্মহত্যার চেষ্টা করতে দেখেন ৷ তিনি তাঁকে সেখান থেকে বুঝিয়ে পাণ্ডুয়া থানায় নিয়ে যান৷ তবে ছেলে প্রশান্ত মল্লিক ও বউমা সাধনা মল্লিকের বিরুদ্ধে কোনও অভিযোগ করতে চাননি ওই বৃদ্ধা ৷ পুলিশের তরফে তাঁর ছেলে ও বউমাকে থানায় ডেকে পাঠানো হয় ৷ পাণ্ডুয়া থানার পুলিশ মুচলেকা লিখিয়ে তাদের ছেড়ে দেয় ৷