ETV Bharat / state

"ছেলে-বউমা মারধর করে", পাণ্ডুয়া স্টেশনে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার - পাণ্ডুয়া

ছেলে ও বউমার বিরুদ্ধে মারধর ও খেতে না দেওয়ার অভিযোগ ৷ আজ তিনদিন হল খেতে পাননি ওই বৃদ্ধা ৷ শেষমেশ পাণ্ডুয়া স্টেশনে এসে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি ৷

old lady tried to suicide at Pandua Station
বৃদ্ধা
author img

By

Published : Dec 10, 2019, 8:31 PM IST

Updated : Dec 10, 2019, 11:43 PM IST

পাণ্ডুয়া, 10 ডিসেম্বর : বৃদ্ধা মাকে খেতে না দিয়ে মারধরের অভিযোগ ছেলে ও বউমার বিরুদ্ধে ৷ আজ তিনদিন হল খেতে পাননি ওই বৃদ্ধা ৷ শেষমেশ পাণ্ডুয়া স্টেশনে এসে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি ৷

নাম মেনকা মল্লিক ৷ বাড়ি পাণ্ডুয়ার গজিনা দাসপুর এলাকায় ৷ তাঁর অভিযোগ, "তিনদিন ধরে ঘরে চাবি দিয়ে রেখেছে বউমা ৷ খেতে দেয় না ৷ পেটের জ্বালায় পাণ্ডুয়া স্টেশনে ট্রেনে মাথা দিতে এসেছিলাম ৷ " তিনি আরও বলেন, "বেঁচে থেকে কী লাভ ? মারধর করছে ৷ খেতে দিচ্ছে না ৷ বউমা ঘরে চাবি লাগিয়ে দিচ্ছে ৷ ছেলে বলছে কিনে খাবার খেতে ৷ আমার কাছে পয়সা নেই ৷ ছেলের কাছে পয়সা চাইলে বলছে ধার করে কিনে খেতে ৷ ছেলে ও বউমা দু'জনেই মারধর করে ৷ "

দেখুন ভিডিয়ো...

স্থানীয় এক টোটোচালক আজ সকালে পাণ্ডুয়া স্টেশনে ওই বৃদ্ধাকে রেললাইনে আত্মহত্যার চেষ্টা করতে দেখেন ৷ তিনি তাঁকে সেখান থেকে বুঝিয়ে পাণ্ডুয়া থানায় নিয়ে যান৷ তবে ছেলে প্রশান্ত মল্লিক ও বউমা সাধনা মল্লিকের বিরুদ্ধে কোনও অভিযোগ করতে চাননি ওই বৃদ্ধা ৷ পুলিশের তরফে তাঁর ছেলে ও বউমাকে থানায় ডেকে পাঠানো হয় ৷ পাণ্ডুয়া থানার পুলিশ মুচলেকা লিখিয়ে তাদের ছেড়ে দেয় ৷

পাণ্ডুয়া, 10 ডিসেম্বর : বৃদ্ধা মাকে খেতে না দিয়ে মারধরের অভিযোগ ছেলে ও বউমার বিরুদ্ধে ৷ আজ তিনদিন হল খেতে পাননি ওই বৃদ্ধা ৷ শেষমেশ পাণ্ডুয়া স্টেশনে এসে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি ৷

নাম মেনকা মল্লিক ৷ বাড়ি পাণ্ডুয়ার গজিনা দাসপুর এলাকায় ৷ তাঁর অভিযোগ, "তিনদিন ধরে ঘরে চাবি দিয়ে রেখেছে বউমা ৷ খেতে দেয় না ৷ পেটের জ্বালায় পাণ্ডুয়া স্টেশনে ট্রেনে মাথা দিতে এসেছিলাম ৷ " তিনি আরও বলেন, "বেঁচে থেকে কী লাভ ? মারধর করছে ৷ খেতে দিচ্ছে না ৷ বউমা ঘরে চাবি লাগিয়ে দিচ্ছে ৷ ছেলে বলছে কিনে খাবার খেতে ৷ আমার কাছে পয়সা নেই ৷ ছেলের কাছে পয়সা চাইলে বলছে ধার করে কিনে খেতে ৷ ছেলে ও বউমা দু'জনেই মারধর করে ৷ "

দেখুন ভিডিয়ো...

স্থানীয় এক টোটোচালক আজ সকালে পাণ্ডুয়া স্টেশনে ওই বৃদ্ধাকে রেললাইনে আত্মহত্যার চেষ্টা করতে দেখেন ৷ তিনি তাঁকে সেখান থেকে বুঝিয়ে পাণ্ডুয়া থানায় নিয়ে যান৷ তবে ছেলে প্রশান্ত মল্লিক ও বউমা সাধনা মল্লিকের বিরুদ্ধে কোনও অভিযোগ করতে চাননি ওই বৃদ্ধা ৷ পুলিশের তরফে তাঁর ছেলে ও বউমাকে থানায় ডেকে পাঠানো হয় ৷ পাণ্ডুয়া থানার পুলিশ মুচলেকা লিখিয়ে তাদের ছেড়ে দেয় ৷

Intro:বৃদ্ধা মাকে খেতে না দিয়ে মারধরের অভিযোগ ছেলে বৌমার বিরুদ্ধে।সেই কারণেই পাণ্ডুয়া রেল লাইন আত্মহত্যা করতে যায় ঐ বৃদ্ধা।নাম মেনকা মল্লিক70।বাড়ি পাণ্ডুয়ার গজিনা দাসপুর এলাকায়।সংসারে খেতে চাওয়া নিয়ে বৌমার সঙ্গে গত চারদিন আগে অশান্তি ।সেই কারণে তিনদিন ধরে খেতে না পাওয়ায় আজ পাণ্ডুয়া রেল লাইনে এসে আত্ম হত্যার চেষ্টা করেন।স্থানীয় টোটো চালকের তৎপরতা পুলিশ মেনকা দেবীকে পাণ্ডুয়া থানায় নিয়ে আসা হয়।তবে বৃদ্ধা ছেলে প্রশান্ত ও বৌমা সাধনা মল্লিকের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ করেননি তিনি।পাণ্ডুয়া থানার পুলিশ আপাতত মুচলেকা লিখিয়ে ছেড়ে দিচ্ছে ছেলে বৌমা।
মেনকা দেবীর অভিযোগ ছেলে বৌমা আমার উপর অত্যাচার করে।কিছু গন্ডগোল হলেই ছেলে বৌ আমাকে মারধর করে ছেলের সামনে।আমার স্বামীর জমি জায়গা থাকলেও আমাকে খেতে দেয় না।সেই কারণেই আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম।Body:WB_HGL_PANDUA INCIDENT_7203418Conclusion:
Last Updated : Dec 10, 2019, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.