রিষড়া, 21 ডিসেম্বর: জুট মিলের ইউনিয়নের নেতাকে বসিয়ে দেওয়াকে কেন্দ্র করে কাজ বন্ধ করলেন শ্রমিকরা । রিষড়া ওয়েলিংটন জুট মিলের ঘটনা । আজ সকাল থেকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলায় কর্তৃপক্ষ।
ওয়েলিংটন জুট মিলের শ্রমিকরা বেশ কিছুদিন ধরে ইএসআই, পিএফ নিয়ে আন্দোলন করছেন । 15 ডিসেম্বর মিলের এক দারোয়ান কর্মরত অবস্থায় মারা যান । মিলের তিনটে ইউনিয়ন সেই মৃত্যুর ক্ষতিপূরণ দাবি করে কর্তৃপক্ষের কাছে । গতকাল আইএনটিটিইউসি ইউনিয়নের সম্পাদক ভোলানাথ কর্মকারের সঙ্গে মিল কর্তৃপক্ষের বাদানুবাদ হয় । অভিযোগ, আজ তাঁকে গেটের বাইরে বের করে দেওয়া হয় । শ্রমিকরা সকালে এই ঘটনার কথা জানতে পারেন । আর তাতেই সব বিভাগে কাজ বন্ধ । এরপরই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দিয়ে দেয় ওয়েলিংটন জুট মিল কর্তৃপক্ষ। শ্রমিকরা মিল গেটে বিক্ষোভ দেখায় । অশান্তির আশঙ্কায় রিষড়া থানার পুলিশ আসে ।
ভোলানাথ কর্মকার বলেন, "দেড় বছর ধরে এই জুটমিল কর্তৃপক্ষ ইএসআই জমা দিচ্ছে না । পিএফও তথৈবচ । 2019 এর মে মাসের পর থেকে পেনশনের পয়সাও দিচ্ছে না । ডিসেম্বর মাসে আমাদের গেটের দারোয়ান মারা গেলেন। তার ক্ষতিপূরণের আমরা পরশুদিন তিনটি ইউনিয়ন গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি করেছিলাম। আজ আমি দশ মিনিট দেরিতে গিয়েছি। কোনও কারণ ছাড়াই আমাকে বের করে দেওয়া হয়েছে। সমস্ত শ্রমিক আমার সঙ্গ দিয়েছে। আমার পাশে আছে ।"
আরও পড়ুন : কোন্নগরে ফের শুভেন্দু ও রাজীবের পোস্টার, শুরু রাজনৈতিক জল্পনা
অন্যায়ভাবে সম্পাদককে গেটের বাইরে করা হয় বলে কাজ বন্ধ করা হয়েছে । তাঁকে পুনরায় নেওয়ার প্রতিবাদেই শ্রমিকরা বিক্ষোভ দেখান বলে দাবি ভোলানাথ কর্মকারের । কোনও ম্যানেজমেন্ট জুট মিলের মধ্যে নেই । এই প্রতিবাদেই কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তিনি আরও বলেন, "আমাদের শ্রমিকরা লড়াই করতে জানে। লকডাউনে আমাদের এক পয়সাও দেয়নি। আমরা লড়াই করছি করব।"