হুগলি, 5 এপ্রিল : সবার হাতে স্মার্ট ফোন এবং এখন মোটামুটি সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ৷ হঠাৎ করে যদি কেউ তাঁর সঙ্গে আপনার নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাক মেল করে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে সেই ছবি ৷ তাতে ঘাবড়ে যাবেন না !
কারণ সেক্সটরশন(sextortion) নামে নতুন সাইবার ক্রাইমের ফাঁদে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ (New cyber trap sextortion blackmailing people through video call)। যেখানে ভিডিও কলিং-এর মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেল করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে । টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি । আর এরকমই অভিজ্ঞতা হয়েছে চন্দননগরের সিপিআইএম নেতা গোপাল শুক্লার ।
গোপাল শুক্লা রবিবার একটি মিটিং ছিলেন ৷ সে সময় তাঁর ফেসবুক ম্যাসেঞ্জারে একটি অচেনা নম্বর থেকে ভিডিও কল আসে । রিসিভ করতেই এক মহিলার নগ্ন ছবি ভেসে ওঠে । মোবাইল স্ক্রিনের এক কোনে গোপাল বাবুর ছবি, ভিডিও কলে যেমনটা হয়, দুই প্রান্তে থাকা দুই জনের ছবি দেখা যায় । কিন্তু এক্ষেত্রে সাইবার অপরাধী অপর প্রান্তে ৷ ব্ল্যাক মেল করার ফাঁদ পাতে ।
সামাজিক বদনাম হওয়ার ভয়ে অনেকে টাকা দিতে রাজি হন । এক্ষেত্রে গোপাল শুক্লা ভয় না-পেয়ে সোজা পুলিশে অভিযোগ করেন । প্রথমে চন্দননগর থানায় যান সেখান থেকে চুঁচুড়ায় চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় সোমবার রাতে অভিযোগ দায়ের করেন। পুলিশ এ ব্যাপারে সামাজিক মাধ্যমে সচেতনতার ব্যবস্থা করে (Cyber Trap Sextortion) ।
সিপিআইএম নেতা বলেন, "অচেনা নম্বরে ভিডিও কল অনিচ্ছাকৃতভাবে ধরি । সেখানে বিবস্ত্র এক যুবতী অশ্লীল অঙ্গভঙ্গি করছে । কয়েক সেকেন্ড পর তা বন্ধ হয়ে যায় । পরে ম্যাসেঞ্জারে ম্যাসেজ আসে এই ছবি ভাইরাল করে দেওয়া হবে বলে । আমরা সামাজিক মাধ্যমের বন্ধুকে পাঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় । আমার কাছ থেকে টাকা চাওয়া হয় । তখনই আমি বুঝেছি এটা একটা অপরাধী গ্রুপের কাজ । আর এর শেষ দেখে ছাড়ব ৷ সেই মতো আমি চন্দননগর থানাতে অভিযোগ দায়ের করি । আমি আশা করি, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে । এই ধরনের কাজের দোষী ব্যক্তিদের শাস্তি হোক।"
গোপাল শুক্লা আরও বলেন, "পায়েল রেড্ডি নামে এক জনের ভূয়ো অ্যাকাউন্ট থেকে এই কল আসে । আমি বুঝতে পেরেছি তাই কোন টাকা পয়সা দিইনি ৷ সেই সঙ্গে আমার সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধু বান্ধবদের বিষয়টি জানাই । যাতে সকলেই সচেতন হোক ।"
চন্দননগর পুলিশের সাইবার ক্রাইম সেলকে থানায় পরিণত করা হয়েছে । যেখানে ওসি উৎপল সাহার নেতৃত্ব একটি দল অপরাধ দমনে কাজ করছে । প্রায় প্রতিদিন এই ধরনের অভিযোগ জমা পড়ছে । সাইবার ক্রাইম থানা থেকে সম্প্রতি "লাইবার লাইটস রিসক্ ভিশন" নামে একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করা হয়েছে । যেখানে মোবাইল সিম কার্ড কেনা থেকে স্মার্ট ফোন ব্যবহার করলে কীভাবে প্রতারণার শিকার হতে পারেন তা ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে । ব্যাংকে প্রতারণা, এটিএম ডেবিট বা ক্রেডিট কার্ডে প্রতারণা, মোবাইলে অ্যাপ ডাউনলোড করিয়ে প্রতারণা, পুরষ্কারের লোভ দেখিয়ে প্রতারণা এবং সেক্সটরশনের মত প্রতারণার শিকার যাতে না হন, সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে । এই চ্যানেল সম্পূর্ণ বিনা মূল্যে সাবস্ক্রাইব করা যায় ।
আরও পড়ুন : I&B Ministry : দেশবিরোধী প্রচার, পাকিস্তানের চারটি-সহ 22টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা নয়াদিল্লির